|
|
|
|
বড়োভূমিতে উত্তেজনা, উদ্ধার অস্ত্র, ফের জারি কার্ফু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের উত্তেজনা ছড়ালো বড়োভূমিতে। কোকরাঝাড়ে এক বড়ো যুবককে হত্যা ও চিরাং-এ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর আসায়, বড়োভূমি ও নামনি অসমে শিথিল হওয়া কার্ফু ফের কড়া করা হয়েছে। সেই সঙ্গে, গত ২৪ ঘণ্টায়, সেনা ও পুলিশ অভিযানে অন্তত ৭টি একে সিরিজের রাইফেল ও প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। আজ বড়োভূমির পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি জানান, নামনি অসমের পরিস্থিতি ও অনুপ্রবেশ নিয়ে ৭ অক্টোবর সরকারের তরফে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।
পুলিশ জানিয়েছে, গত কাল উদালগুড়ির পানেরি এলাকায় তল্লাশি চালিয়ে প্রাক্তন বিএলটি সদস্য দীপক দৈমারির বাড়ি থেকে চারটি একে ৫৬ রাইফেল, চারটি ম্যাগাজিন, ৬৫ রাউন্ড কার্তুজ, চারটি মোবাইল ও একটি বাইক উদ্ধার করা হয়। দীপককে গ্রেফতার করা হয়েছে। তাঁর তিন ভাই, তাঁদের তিন সন্তান ও এক ভাইয়ের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ জানায়, আত্মসমর্পণ করার সময় দীপক একটি এসএলআর ও কার্বাইন জমা দিলেও একে রাইফেলগুলি বাড়িতে লুকিয়ে রাখে।
অন্য দিকে, গত রাতে চিরাং-এর সিদলি থানা এলাকার শ্যামথাইবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে দু’টি একে ৪৭ রাইফেল, একটি পিস্তল ও প্রচুর কার্তুজ উদ্ধার করে। জয়ন্ত বরুয়া নামে তিনসুকিয়ার এক ব্যক্তি অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, যোগীঘোপাতে তল্লাশি চালিয়ে, গোয়ালপাড়া থেকে বঙ্গাইগাঁওমুখী যাত্রীবাহী গাড়ি থেকে পুলিশ একটি দেশি রাইফেল পায়। এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। উদালগুড়ির সোনাজুলি গ্রাম থেকে আজ, আরও দু’টি একে ৫৬ রাইফেল ও গুলি উদ্ধার হয়েছে। এ দিকে, মঙ্গলবার রাতে কোকরাঝাড়ে, শালাকাটির কাছে এক বড়ো যুবকের মৃতদেহ মেলার জেরে আজও পরিস্থিতি থমথমে। গত রাতে, চিরাং-এর আমগুড়ি থেকে কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর আসায় উত্তেজনা বাড়ে। বড়োভূমিতে পুলিশ, সেনা ও আধাসেনার টহল বাড়ানো হয়েছে।
বড়োভূমি ও নামনি অসমের পরিস্থিতি নিয়ে আজ কংগ্রেস দল ও মন্ত্রীসভার বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে সমগ্র এলাকার আইন-শৃঙ্খলা, ত্রাণ শিবিরের অবস্থা, পুনর্বাসন ও অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়েছে, ১৯৭১ সালের পরে আসা ব্যক্তিদের বহিষ্কার করতে দল ও সরকার অবিলম্বে ব্যবস্থা নেবে। কার্যত বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিতে এ বার অনুপ্রবেশ নিয়ে অতি সক্রিয় হয়ে উঠছে রাজ্য কংগ্রেস। সেই সঙ্গে, গগৈ জানান, অগপর দাবি মেনে অনুপ্রবেশ সংক্রান্ত একটি শ্বেতপত্রও প্রকাশ করা হবে।
বেঙ্গালুরু, চেন্নাই থেকে আতঙ্কে পালিয়ে আসা অসমের কর্মী ও ছাত্রদের নিয়ে আজ একটি বিশেষ ট্রেন বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা শুরু করে। এই ট্রেনে বিনামূল্যে যাওয়ার সুবিধা দেওয়া হয়। এ দিনের ট্রেনে যাত্রী সংখ্যা ছিল ১২৬৪। |
|
|
|
|
|