|
|
|
|
বলল সুপ্রিম কোর্ট |
তফসিলির জমি বেচা
যাবে শুধু তফসিলিকেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
|
তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিদের জমি দলিত সম্প্রদায়-বহির্ভূত ব্যক্তি বা কোনও সংস্থা কিনতে পারবে না। আজ একটি মামলার রায়ে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, এই ধরনের লেনদেন সংবিধান সম্মত নয়।
২০০৫ সালে রাজস্থানে তফসিলি জাতিভুক্ত এক ব্যক্তির জমি কিনেছিল একটি কোম্পানি। কিন্তু, সেই লেনদেনকে অনুমোদন দিতে রাজি হয়নি রাজ্য সরকার।
রাজ্য জানায়, তফসিলি জাতি ও উপজাতি আইন অনুযায়ী এই লেনদেন গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আর্জি জানায় ওই কোম্পানি। হাইকোর্ট জানায়, কোনও লিমিটেড কোম্পানিকে আইনত ‘পৃথক ব্যক্তি’ বলে ধরা হয়। কিন্তু, কোম্পানির কোনও জাতি নেই। তাই এই লেনদেন বৈধ।
এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজস্থান সরকার। শীর্ষ আদালতের বক্তব্য, তফসিলি জাতি ও উপজাতি আইনে ওই শ্রেণির মানুষের অধিকার রক্ষার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। অন্য শ্রেণির মানুষ যাতে দলিতদের ঠকাতে না পারে সে জন্যও উদ্যোগী হয়েছিল আইনসভা। বিচারপতি কে এস রাধাকৃষ্ণন ও বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের বক্তব্য, কোম্পানির কোনও জাতি নেই ঠিকই।
কিন্তু, কোম্পানি তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের জমি কিনে পরে তা অন্য শ্রেণির মানুষকে বিক্রি করতে পারে। তফশিলি জাতি ও উপজাতি আইন তৈরির সময়ে এই সম্ভাবনা আইনসভা এড়াতে চেয়েছিল। তাই হাইকোর্টের রায় গ্রহণযোগ্য নয়। |
|
|
|
|
|