মাওবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। গুলিতে জখম হয়েছেন আরও দু’জন। ঘটনাটি ঘটেছে কাল জামুই জেলার খয়রা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গত কাল বিকেলে জামুই-খয়রা পাহাড়ি রাস্তা ধরে খয়রা থানার একটি গাড়ি তল্লাশিতে যাচ্ছিল। গাড়িতে চালক-সহ সাত জন পুলিশ কর্মী ছিল। পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় উপর থেকে গুলি বর্ষণ শুরু হয়। মাওবাদীদের এই অর্তকিত আক্রমণে অসহায় ওই পুলিশ কর্মীদের কিছুই করার ছিল না। ফলে ঘটনাস্থলেই মারা যান এএসআই জে কে সিংহ। জখম হন অমলেশ কুমার ও জনার্দন প্রসাদ। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই পাহাড়ি রাস্তায় বেশ কিছু ল্যান্ড মাইন পোঁতা ছিল। ল্যান্ড মাইনের তারগুলি পাহাড়ের উপর পর্যন্ত চলে গিয়েছে। ফলে সেই রাস্তায় মাওবাদীদের সঙ্গে লড়াই করা ছিল বিপজ্জনক। যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে রাত ৯টা পর্যন্ত গুলির লড়াই চলে।
|
গিনেস বুক অফ রেকর্ডে নাম তোলার জন্য ৬,৩০০ কেজির লাড্ডু বানিয়েছেন মিষ্টি দোকানের মালিক শ্রীনু বাবু। এতে খরচ হয়েছে প্রায় দশ লাখ টাকা।
|
কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে যে কোনও তেজস্ক্রিয়তা ছড়াবে না তার নিশ্চয়তা কী, কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।
|
উপত্যকার শান্তি রক্ষার্থে বন্ধ করতে হবে কিছু ইসলাম-বিরোধী ওয়েবসাইট। এই দাবিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে ফের আর্জি জানাল জম্মু-কাশ্মীর সরকার।
|
গীতিকা মামলায় অভিযুক্ত গোপাল কান্ডার জামিন খারিজ করল দিল্লি হাইকোর্টও। গীতিকার অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি খতিয়ে দেখতেই জামিন নাকচ।
|
যে ছবির জন্য পুণেতে উত্তর-পূবের্র ছাত্রছাত্রীরা আক্রান্ত হন, তা আপলোড করেছিলেন মুম্বইয়ের শিক্ষক শরিফ আহমেদ বসির সিদ্দিকি। গ্রেফতার হয়েছেন তিনি।
|
বড়োভূমি ও নামনি অসমে কার্ফু ফের কড়া করা হল। কোকরাঝাড়ে এক যুবকের হত্যা ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ কারণেই এই উত্তেজনা ছড়িয়েছে।
|
হুমকি দিয়েছিলেন পণ না দিলে স্ত্রীর অশালীন ভিডিও নেটে ছড়িয়ে দেবেন। এমন অভিযোগ উঠল আইআরএস অফিসার নিশান্ত দেবরাজন কুল্লুলাথিলের বিরুদ্ধে।
|
শ্রীনগর হাসপাতালে পাঁচ দিনের মেয়েকে ফেলে গিয়েছে তার বাবা-মা। শিশুটির ঠোঁটের একটি অংশ নেই। পাইপের সাহায্যে দুধ খাওয়াতে হচ্ছে তাকে।
|
ব্যক্তি স্বাধীনতা গুরুত্বপূর্ণ। কিন্তু তার জন্য সমাজে অশান্তি কাম্য নয়। একটি মামলায় অপরাধীর জামিনের রায় নাকচ করে এই মন্তব্য সুপ্রিম কোর্টের।
|
কাজের সময় বাড়ানোর ‘একতরফা’ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন ক্ষুব্ধ এয়ার ইন্ডিয়ার বিমান- কর্মীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থার হুমকিও দিলেন তাঁরা। |