টুকরো খবর |
রাজস্বের টাকা নয়ছয়, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মাথাভাঙা |
সাধারণ বাসিন্দাদের কাছ থেকে আদায় করা রাজস্বের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে কো-অর্ডিনেশন কমিটির নেতা মাথাভাঙার এক রেভিনিউ ইনস্পেক্টরের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রসের তরফে ওই অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্তের দাবিতে মঙ্গলবার মাথাভাঙার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ২০১০ সালে মাথাভাঙা মহকুমার বড়শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেভিনিউ ইনস্পেক্টরের দায়িত্বে ছিলেন বাঁধন সরকার। ওই সময় এলাকার বাসিন্দাদের কাছ থেকে জমির খাজনা বাবদ রসিদ দিয়ে আদায় করা টাকা বেশিরভাগ ক্ষেত্রেই তিনি জমা করেননি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন জানান তৃণমূলের এক নেতা। তারপরেই একটি চা বাগান সহ অন্তত ৪টি জমির ক্ষেত্রে জমা নেওয়া টাকা নয়ছয় করার বিষয়টি স্পষ্ট হয়। মাথাভাঙার তৃণমূল নেতা আলিজার রহমান বলেন, “বাসিন্দাদের রসিদ দেওয়া হলেও ওই টাকা কোষাগারে জমা দেননি সংশ্লিষ্ট আধিকারিক। তথ্যপ্রমাণও আমরা পেয়েছি। আমরা ঘটনার তদন্ত দাবি করেছি।” মাথাভাঙার মহকুমা শাসক ছিয়ং পালজার বলেন, “অভিযোগ পেয়েছি। মহকুমা ভূমি রাজস্ব আধিকারিককে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।” অভিযোগ অস্বীকার করে বাঁধনবাবু বলেন, “আমাকে হেনস্তার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। ওই সময় জমা নেওয়া টাকার হিসাবের সরকারি অডিটও হয়ে গিয়েছে।”
|
গ্রেফতার ২ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জুয়ার আসর থেকে পুলিশ গ্রেফতার করল দুই শিক্ষককে। এক জন হাই মাদ্রাসার ও আর একজন প্রাথমিক শিক্ষক। সোমবার রাতে বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় ঘঠনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দিলীপ দে কুমারগঞ্জ ব্লকের আরব বাদকানাই হাই মাদ্রাসার শরীরশিক্ষার শিক্ষক। অন্য ধৃতের নাম নিখিল কর্মকার। তিনি তপন ব্লকের বাপতোল প্রাথমিক স্কুলের শিক্ষক। দক্ষিণ দিনাজপুরের ডিএসপি উত্তম ঘোষ জানান, রাতে শহরের নানা এলাকায় হানা দিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়। বাসস্ট্যান্ড এবং খাদিমপুরের সন্ধ্যা সিনেমাহলপাড়ার এক বাড়িতে জুয়ার আসর বসানোর খবর পেয়ে পুলিশ হানা দেয়। খাদিমপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। ১৪৭০০ টাকা উদ্ধার হয়। বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬ জনকে ধরা হয়। সেখানে বাজেয়াপ্ত করা হয় ১৩০০ টাকা। ধৃতদের বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক জামিনে তাদের মুক্তি দেন।
|
মন্ত্রীকে চিঠি |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে লিখিত অভিযোগ করলেন কলেজের রসায়ন বিভাগে প্রথম বর্ষের ছাত্রী দেবস্মিতা মুখোপাধ্যায়। ওই ছাত্রীর অভিযোগ, “যোগ্যতা থাকার পরেও কর্তৃপক্ষ পদার্থবিদ্যায় অনার্স দেননি। এক শিক্ষাকর্মীর ছেলেকে বেআইনি ভাবে পদার্থবিদ্যা অনার্সে ভর্তির সুযোগ করে দিয়েছেন। বাধ্য হয়ে রসায়নে ভর্তি হতে হয়েছে।” এমনকি, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে কলেজ কর্তৃপক্ষ বাজে ব্যবহার করেছেন বলে ছাত্রীর পরিবারের অভিযোগ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস বলেন, “অ্যাডমিশন কমিটি কলেজের ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে। মেধার ভিত্তিতে দেবস্মিতাকে পদার্থবিদ্যায় অনার্স দেওয়া সম্ভব হয়নি। কলেজের এক শিক্ষাকর্মীর ছেলে স্টাফ কোটায় ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।”
|
ধৃত স্বামী |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার শোনপুর এলাকার ঘটনা। ধৃতের নাম হুমায়ুন মন্ডল। সোমবার রাতে তাঁকে অশোকগ্রামের শোনপুর থেকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে বুনিয়াদপুরে মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এসডিপিও নারায়ণ মজুমদার বলেন, “মৃতার নাম আশা ঠাকুর (১৯)। তাঁর বাবা শিবরতন ঠাকুরের অভিযোগক্রমে বধূর স্বামী, শাশুড়ি এবং দুই দেওরের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে বাকিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। হুমায়ুন মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “কুপির আগুন থেকে বিছানা পুড়ে স্ত্রী অগ্নিদগ্ধ হন। পুড়িয়ে মারার অভিযোগ মিথ্যা।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে শোনপুরের কৃষিজীবী হুমায়ুনকে বিয়ে করেছিলেন অশোকগ্রামের বাসিন্দা আশা দেবী।
|
ফের দখল |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
সম্প্রতি মুখ্যমন্ত্রীর মালদহ সফরের আগে ইংরেজবাজার পুরসভা ও জেলা প্রশাসন যৌথ অভিযানে ফুটপাত দখলদার মুক্ত করে। কিন্তু সফর শেষ হওয়ার কয়েকদিন পর থেকে ফের শহরের ফুটপাট বেদখল হতে শুরু হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ফুটপাত দখল করে শক্তপোক্ত দোকানঘর তৈরি করাও হয়েছে। এবার পুরসভা, প্রশাসন সবাই নির্বিকার বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন শহরবাসী। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “প্রশাসনের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী আসার আগে এক বার শহর পরিস্কার করেছিলাম। ফের সেই ফুটপাত বেদখল হয়ে গিয়েছে ঠিকই। পুজোর মুখে গরিব মানুষদের হটাতে চাই না। পুজোর মুখে আর বেআইনি উচ্ছেদ অভিযান চালাবে না পুরসভা। পুজোর পর ফুটপাত দখলমুক্ত করা হবেই।” মালদহ সদর মহকুমাশাসক পুস্পেন্দু মিত্র বলেন, “ফুটপাত দখল হচ্ছে কিনা দখার দায়িত্ব পুরসভার।”
|
ভর্তি বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
শিক্ষকদের বিক্ষোভে মঙ্গলবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএডে (ডেপুটেশন) ভর্তি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। কবে ভর্তি শুরু হবে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারীদের জানাতে পারেনি। ভর্তি সমস্যা সমাধানে ২১ সেপ্টেম্বর বিএড সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির বেঠক ডেকেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধীন ১২ বিএড কলেজে ২০৫ আসনে কর্মরত শিক্ষকদের মেধা তালিকা প্রকাশ হয়েছিল। তালিকায় ৫০ শতাংশের উপরে নম্বরপ্রাপক শিক্ষকের সংখ্যা ছিল ৯৯ জন। এবং ৫০ শতাংশের নীচে শিক্ষকের সংখ্যা ছিল ১০৬। মঙ্গলবার ছিল ভর্তির দিন। বেলা ১১টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া শুরু করতেই গোলমাল শুরু হয়। ৫০ শতাংশের নম্বর প্রাপক শিক্ষকদের দাবি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুডেশনের নিয়ম অনুযায়ী সমস্ত ডেপুটেশন পদে ৫০ শতাংশ ও তার উপরে নম্বর প্রাপক কর্মরত শিক্ষকদের ভর্তি করতে হবে।
|
ছাত্রী প্রহৃত, ধৃত সিনিয়র |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জনবহুল এলাকায় রাস্তায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁঁরই ‘সিনিয়র’ এক ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ইংরেজবাজার থানায় প্রবালপল্লির রেলগেটের সামনে এই ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত ছাত্রীর আর্তনাদ শুনে স্থানীয় শিবাজি সঙ্ঘের ছেলেরা গিয়ে ছাত্রটিকে ধরে ছাত্রীকে উদ্ধার করে। ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত ছাত্রটি ও তাঁর দুই বন্ধুকে নিয়ে পালিয়ে যান। কিন্তু, ওই ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রকে ক্লাবের সদস্যরা ধরে ফেলেন। শিবাজী সঙ্ঘের ছেলেরা পুলিশকে খবর দিলে পুলিশ ছুটে যায়। ক্লাবের ছেলেরা ওই ছাত্রী ও ধৃত ছাত্রকে পুলিশের হাতে তুলে দেয়। থানায় যাওয়ার পরে ওই ছাত্রীটি অভিযোগ জানাতে অস্বীকার করেন। ধৃত ছাত্রকে ব্যক্তিগত জামিনে পুলিশ ছেড়ে দেয় ও ছাত্রীটিকে ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।
|
দোকান ছাই |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অগ্নিকান্ডে ভস্মিভূত হল তিনটি দোকান। আগুন নেভাতে গিয়ে জখম হন এক দোকানের মালিক। তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর থানার সয়রাপুর এলাকার ঘটনা। সাইকেল বিক্রির দোকান থেকে আগুন লেগে তা বিদ্যুতের সরঞ্জাম ও মুদির দোকানে ছড়িয়ে পড়ে। একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ধূপকাঠি থেকে আগুন ছড়ায় বলে দমকলের ধারণা।
|
প্রচার জমছে |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
২০ সেপ্টেম্বরে বন্ধের পক্ষে-বিপক্ষে প্রচার শুরু জমে উঠেছে কোচবিহার জেলায়। মঙ্গলবার বন্ধের বিরোধিতা করে শহরে মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস। নেতৃত্ব দেন সংগঠনের প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদক কুমার রাজীব নারায়ণ, ইনাস চৌধুরী। বন্ধের সমর্থনে মিছিল করেন এসইউসি সমর্থকরা।
|
প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন |
প্রয়াণ দিবসে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের প্রতি শ্রদ্ধা জানালেন কোচবিহারবাসী। মঙ্গলবার মহারাজার মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক মোহন গাঁধী।
|
ছাত্রীকে ‘মারধর’ |
রাস্তায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজারের ঘটনা।
|
বধূ খুন |
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে সোমবার রাতে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার শোনপুর এলাকার ঘটনা। ধৃতের নাম হুমায়ুন মন্ডল।
|
শিক্ষক গ্রেফতার |
জুয়ার আসর থেকে দুই শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। এক হাইমাদ্রাসার শিক্ষক আরেকজন প্রাথমিক শিক্ষক। সোমবার রাতে বালুরঘাটের খাদিমপুরের ঘটনা।
|
নয়ছয়ের নালিশ |
কো-অর্ডিনেশন কমিটির নেতা মাথাভাঙার এক রেভিনিউ ইনস্পেক্টরের বিরুদ্ধে খাজনার টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার তদন্ত-নির্দেশ দিয়েছে প্রশাসন। |
|