সংখ্যালঘু উন্নয়নের টাকা বরাদ্দ নিয়ে কমিশনের চেয়ারম্যান ইনতাজ আলি শা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদের হলে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বৈঠক করেন। সেখানে দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিন্জ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার এবং ব্লক প্রশাসনের কর্তারা ও পুলিশ কর্তারা ছিলেন। চেয়ারম্যান বলেন, “রাজ্য সরকার সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বিভিন্ন খাতে প্রচুর বরাদ্দ দিচ্ছেন। সে সব দেখার জন্যই বৈঠক ডাকা হয়েছে। গত দেড় বছরে বরাদ্দ টাকার কত খরচ হয়েছে সে সংক্রান্ত কোনও তথ্য মহকুমা পরিষদ জানাতে পারেনি। তা দেখা হচ্ছে।” মহকুমা পরিষদের সভাধিপতি দাবি করেন, গত দেড় বছরে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কোনও টাকা মহকুমা পরিষদের এলাকায় বরাদ্দ করা হয়নি। তিনি বলেন, “ফাঁসিদেওয়ায় সংখ্যালঘুদের বাস বেশি। ওই ব্লক থেকে জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাস্তা ও কবরস্থানের পাঁচিল, কালভার্টের জন্য ২ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। কোনও টাকাই বরাদ্দ করা হয়নি।” এ দিন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মহকুমা প্রশাসনের সমালোচনা করে জানান, ওবিসি শংসাপত্র দেওয়া নিয়ে গড়িমসি করছে প্রশাসন। যেখানে আবেদনের দুই মাসের মধ্যে ওবিসি শংসাপত্র দেওয়ার কথা ছয় মাস পরে তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “শংসাপত্র দেওয়া নিয়ে গড়িমসির অভিযোগ পেয়েছি। প্রশাসনের কর্তাদের বলা হয়েছে।” তফসিলি জাতি, উপজাতি সার্টিফিকেট দেওয়া নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় সে জন্য প্রশাসনকে নজর দিতে বলেছেন কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি তিনি জানান, শিলিগুড়িতে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য একটি হস্টেল করা হবে। একটি আইটিআই, পলিটেককনিক কলেজ, একটি উর্দু স্কুল করার ব্যাপারেও আলোচনা হয়েছে। ইন্দিরা আবাস যোজনা, নিজভূমি প্রকল্পে যাতে সংখ্যালঘুরা ঠিকঠাক বরাদ্দ পান তা নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, “সংখ্যালঘুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে আমরা লক্ষ্য রাখছি।”
|
পুরসভার অতিথি নিবাসে জলের পাম্প খারাপ হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পানীয় জলের অভাব দেখা দেওয়ায় অগ্রিম বুকিং করে থাকতে আসা ব্যক্তিদের মঙ্গলবার অন্য জায়গায় রাখার ব্যবস্থাও করা হয়েছে। এ দিন মিস্ত্রি ডেকে পাম্প মেরামত করতে উদ্যোগী হন কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান নান্টু পাল বলেন, “গত কয়েক দিন ধরেই পাম্প মেশিন খারাপ হয়ে রয়েছে বলে জানতে পেরেছি। কেন ব্যবস্থা নেওয়া হল না বুঝতে পারছি না। পুর কমিশনারকে বিষয়টি দেখতে বলেছি।” পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান বলেন, “সোমবারই পাম্প খারাপ হয়েছে। এ দিন মিস্ত্রি ডেকে তা মেরামতের ব্যবস্থা করা হয়। রাতেই তা ঠিক করা হয়েছে।” গত শনিবার থেকেই পুরসভার অতিথিশালা পান্থনিবাসের জলাধারে পানীয় জল তোলার পাম্প খারাপ হওয়ায় জল তোলা সম্ভব হচ্ছে না। অথচ তিন দিন ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পান্থনিবাসে সোমবার থেকে রয়েছেন সীমা বসু ও তাঁর পরিবার। শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা সীমা দেবী বলেন, “পাম্প খারাপ শুনেছি। দ্রুত পাম্প ঠিক না হলে সমস্যা হতে পারে।” এ দিন অগ্রিম বুকিং করে আসা এক ব্যক্তির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পুরসভার যুব আবাসে থাকার ব্যবস্থা হয়েছে।
|
স্থানীয় আরএসপি বিধায়কের বিরুদ্ধে দলের শ্রমিক সংগঠনের এক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ দায়ের করেও আলোচনার পর অভিযোগ প্রত্যাহার করে নিলেন ময়নাগুড়ির তৃণমূল নেতৃত্ব। সোমবার ময়নাগুড়ি থানায় বিধায়ক আনন্তদেব অধিকারীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জানান তৃণমূল শ্রমিক নেতা দেবব্রত মিত্র। ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে মঙ্গলবার বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব থানায় আলোচনায় বসেন। এর পরে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তুলে নেওয়া হয়। দেবব্রতবাবু মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “ঘটনাটি মিটে গিয়েছে। তাই ওই বিষয়ে কিছু বলব না।” তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গত রবিবার বিধায়ক কেএলও জঙ্গিদের গুলিতে নিহত এক সিপিএম নেতার নাম করে দেবব্রতবাবুর স্ত্রীকে বলেন, আপনার স্বামীকে ওঁর মত বক্তব্য রাখতে না করুণ। এর পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।
|
বিষক্রিয়ায় এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চাকুলিয়া থানার কানকির পশ্চিম মির্জাপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত মহিলার নাম সালমা বিবি (২২)। তাঁর বাড়ি ওই এলাকাতে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে মৃতার সঙ্গে তাঁর স্বামীর গোলমাল হয়। এর জেরেই ঘটনাটি ঘটেছে কী না তা পুলিশ খতিয়ে দেখছে। যদিও মৃতার বাড়ির লোকজনের অভিযোগ, পণের দাবিতে বিষ খাইয়ে সালমা বিবিকে খুন করা হয়েছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। অভিযুক্তরা পলাতক।”
|
গত ২ মাস ধরে ত্রাণ সামগ্রী পুরসভার করিডরে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার তরফে তা কুষ্ঠ এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ত্রাণ সামগ্রীর মধ্যে ৫০ কিলো এবং ২৫ কিলোর ৮টি চালের বস্তা ছিল। ৫০ কিলোর ৪টি ডালের বস্তা, চিড়ে, গুঁড়ো দুধ, বিস্কিট এবং লবন ছিল। পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান বলেন, “চেতনা কুষ্ঠ আশ্রম এবং অনুভব প্রতিবন্ধী সংস্থাকে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।” গত জুলাই মাসের মাঝামাঝি শহরের বিভিন্ন এলাকা জলবন্দি হয়ে পড়লে প্রশাসনের তরফে পুরসভাকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিলি করার পরেও উদ্বৃত্ত ওই ত্রাণ সামগ্রী পড়েছিল। অভিযোগ, ভাল ভাবে না রেখে পুরসভার করিডরে তা ফেলে রাখা হয়েছিল। ইদুরে বস্তা কেটে দেওয়ায় চাল, চিড়ে নষ্ট হচ্ছিল।
|
দুটি মন্দিরে চুরির অভিযোগে ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি সাহুডাঙ্গিতে রামকৃষ্ণ আশ্রম এবং নৌকাঘাটে কালীমন্দিরে চুরি হয়। ওই দুটি ঘটনাতেই চার কিশোর যুক্ত বলে পুলিশ জানায়। ধৃতদের বাড়ি শক্তিগড় ও শান্তিপাড়া এলাকায়।
|
লোধামা থেকে জোরথাং যাওয়ার পথে গাড়ি উল্টে নদীতে পড়ে এক মহিলা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার ৭টা নাগাদ ঘটনাটি ঘটে দার্জিলিং থেকে ৩৮ কিমি দূরে লোধামা সেতুর কাছে। নিখোঁজের নাম চন্দ্রকলা রাই। তাঁর বাড়ি ওই এলাকাতেই। ওই ঘটনায় আরও ৬ জন জখম হয়েছেন।
|
বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুরে হিলি থানার তিওড় এলাকার ঘটনাটি ঘটেছে। মৃতার নাম গীতা মালি (৩৬)। ঘাস কাটার সময় বাজ পড়ে তিনি জখম হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
প্রায় পঞ্চাশ হাজার টাকার ভুটানি মদ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার কলেজ লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে। গোপান সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ভুটান মদ আটক করে। কাউকে ধরা যায়নি। |