জলের তোড়ে ভেঙে পড়েছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর ও নিতুড়িয়া থানার লাগোয়া ঝাড়ুখামার জোড়ের উপরের অস্থায়ী সেতুটি। রবিবারের রাতের এই ঘটনার পর থেকে কার্যত নিতুড়িয়া ব্লকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রঘুনাথপুর ও আসানসোল এলাকা। পূর্ত দফতর জানিয়েছে, সেতুটির ২০ মিটার পুরোপুরি ভেঙে গিয়েছে। দফতরের রঘুনাথপুরে সহকারি বাস্তুকার দ্বীপনারায়ণ শীল বলেন, “জলের স্রোত বেশি থাকায় সোমবার কাজ শুরু করা যায়নি। মঙ্গলবার থেকে কাজ শুরু করা হয়েছে। তবে কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে।” অস্থায়ী সেতুর পাশেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থে মূল সেতুর নির্মাণের কাজ শুরু হয়েছে। পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে, জানুয়ারি মাসে মূল সেতুর কাজ শুরু হয়েছে। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার কথা ওই সংস্থার।
|
এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয় ‘অপহৃত’ কিশোরীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রসেনজিৎ কর্মকার। রানিবাঁধের মালবেড়া গ্রামে তাঁর বাড়ি। সোমবার বিকেলে ওই গ্রামেই তাঁকে পাওয়া যায়। সেখানেই উদ্ধার হয় ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। তার বাবা রানিবাঁধ থানায় ওই যুবকের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, সোমবার ওই কিশোরীকে নিয়ে প্রসেনজিৎ গ্রামে ফিরতেই তাঁদের ধরা হয়। মঙ্গলবার খাতড়া আদালতে হাজির করানো হয়।
|
বাঁকুড়ার নতুন জেলাশাসক হলেন বিজয় ভারতী। তিনি হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ছিলেন। সোমবার দায়িত্বভার নেন। বাঁকুড়ার জেলাশাসক থাকা মহম্মদ গুলাম আলি আনসারি পুরুলিয়ার জেলাশাসকের দায়িত্ব নেন। পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ কলকাতার কালেক্টরেট-এর দায়িত্ব নিয়ে বদলি হয়েছেন। |