টুকরো খবর |
ডায়মন্ড হারবারে কুপিয়ে খুন, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
কুপিয়ে খুন করা হল এক যুবককে। জখম হয়েছে আরও এক জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সোনামুখী গ্রামে। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত আনোয়ার খাঁ-র (২৩) বাড়ি স্থানীয় দরিকৃষ্ণনগর গ্রামে। জখম মনিরুল খাঁকে ভর্তি করা হয়েছে মহকুমা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ সোনামুখী মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন মনিরুল ও তাঁর প্রতিবেশী আনোয়ার। কাশীনাথ অধিকারী এবং কার্তিক হালদার-সহ আরও কয়েক জন ছিলেন সেখানে। আনোয়ারদের সঙ্গে তাঁদের বচসা বাধে। অভিযোগ, সে সময়ে দুই যুবককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় কাশীনাথ ও তাঁর দলবল। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুরিয়া বলেন, “নিহতের বাবা সাহ আলম খাঁ-র অভিযোগের ভিত্তিতে লস্করপুর গ্রাম থেকে কাশীনাথ ও কার্তিককে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, আনোয়ার-মনিরুলদের সঙ্গে পরিচয় ছিল কাশীনাথদের। কিন্তু কেন এই খুন, তা নিয়ে পুলিশ এখনও অন্ধকারে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। |
আদালত অবমাননায় দায়ে ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সময়মত আদালতে হাজিরা না দেওয়ায় বসিরহাটের ইটিন্ডায় গাছা আখারপুর পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান আব্দুল রশিদ গাজিকে জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার উপপ্রধান সহ মোট ছ’জনকে আদালত আবমাননার দায়ে ৬ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮-৯ বছর আগে সিপিএম-কংগ্রেসের সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষই পুলিশের কাছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনাটি নিয়ে বসিরহাট আদালতে মামলা চলছিল। ওই মামলায় নির্ধারিত কয়েকটি দিনে আদালতে হাজিরা না দেওয়ায় আব্দুল রশিদ গাজির বিরুদ্ধে সমন জারি হয়। সমন পেয়ে এ দিন আদালতে গেলে বিচারক উপপ্রধান-সহ ছ’জনকে আদালত অবমাননার দায়ে জেল হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে কংগ্রেস নেতা তপন পাল বলেন, “জমিজমা নিয়ে একটি পুরনো মামলায় দু’পক্ষই জামিনে ছিল। আব্দুল সময় মতো আদালতে যেত না। হাজিরা না দেওয়ায় উপপ্রধান সহ কয়েক জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। এ দিন হাজিরা দিতে গেলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।” |
বাসন্তীতে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
ছবি: সামসুল হুদা। |
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খিরিষখালির কদমতলার ঘটনা। পুলিশ জানায়, ধৃত ওয়েদ আলি পুরকাইত ও মোমেনা বিবির বাড়ি থেকে ১টি দোনলা বন্দুক ও ২টি একনলা বন্দুক, ১২টি গুলি ও ২৩টি বোমা উদ্ধার হয়। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতার হয় আইজুল সর্দার।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর প্রায় ১৮ বছর ধরে একটি জমি নিয়ে ওয়েদ আলি পুরকাইতদের সঙ্গে স্থানীয় আলি মনসুর খানদের বিবাদ ছিল। ওই সময় আলি মনসুরদের পরিবারের এক সদস্য খুন হয়। এ দিনও ওয়েদরা জমি দখলের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করে। জেলার অতিরিক্তি পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই বলেন, “ধৃতরা একটি জমি দখল করতে প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” |
হাবরায় নিখোঁজ ভ্যানচালক
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
ব্যবসার জন্য মাছ কিনতে বেড়িয়ে নিখোঁজ হলেন হাবরা থানার দক্ষিণ হাবরার বাসিন্দা বছর চল্লিশের গৌড় মণ্ডল। বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। শুক্রবার গৌড়বাবুর দিদি পদ্মরানিদেবী হাবরা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। গৌড়বাবুর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌড়বাবুকে কিছু দিন আগে এক ভ্যানচালক মাছের ব্যবসা করার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, এই ব্যবসা খুবই লাভজনক। পদ্মরানি বলেন, “মাছ কিনবে বলে ব্যাঙ্ক থেকে ১৫ হাজার টাকা তুলেছিল। বাড়িতে ছিল আরও হাজার চারেক। পুরো টাকাটা সঙ্গে নিয়ে ভাই কলকাতায় গিয়েছিল। কার সঙ্গে যচ্ছে তা জানতে চাওয়ায় বলেছিল, ফিরে এসে জানাবে।” কিন্তু তারপর আর কোনও খোঁজ নেই। গৌড়বাবুর ভাগ্নে বুধবার রাত ১১টা নাগাদ মামার সঙ্গে কথা বলেছিলেন। তারপর থেকে গৌড়বাবুর ফোনের স্যুইচ বন্ধ। |
ট্রেনের ধাক্কায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধ ও এক যুবকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বনগাঁ-শিয়ালদহ শাখায়। মৃত যুবকের নাম অভিজিৎ দত্ত (২২)। তাঁর বাড়ি অশোকনগরের বেলতলায়। অন্য দুর্ঘটনাটি ঘটেছে গোবরডাঙা এবং ঠাকুরনগর স্টেশনের মাঝে। এখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ভূপাল হালদারের (৭৫)। তাঁর বাড়ি গাইঘাটার শিমুলপুর এলাকায়। দু’জনেই লাইন পেরোতে গিয়ে মারা যান। দেহ দু’টি ময়না-তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলপুলিশ। |
কলেজের জমি
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
পলিটেকনিক কলেজ তৈরির জন্য মঙ্গলবার রাজ্যের কারিগরী শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দু’জন প্রতিনিধি এলেন বনগাঁয়। তাঁরা বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয় এবং গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশনের জমি দেখেন। বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “কলেজটি তৈরি করতে ৫ একর জমির প্রয়োজন। হরিপদ ইনস্টিটিউশনের জমিটি দেখে প্রতিনিধিদের পছন্দ হয়েছে। স্কুল কর্তৃপক্ষও জমি দিতে রাজি। কলেজ তৈরি হলে এলাকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।” |
এটিএমে চুরির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
সোমবার রাতে দু’টি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে ঢুকে টাকা চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার হেলেঞ্চায়। ওই এটিএম দু’টি বাগদা থানার সামনেই। মঙ্গলবার সকালে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এটিএম মেশিনটি ভাঙচুর হলেও দুষ্কৃতীরা টাকা নিতে পারেনি। |
চোলাই বিক্রেতা ধৃত
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
সোমবার রাতে অভিযান চালিয়ে হাবরা থানার পুলিশ হাবরা এবং রুদ্রপুর শহর থেকে চার চোলাই বিক্রেতাকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রায় ৬০ লিটার চোলাই মদ। এর পাশাপাশি গাইঘাটা থানার পুলিশ গাইঘাটা বাজার থেকে প্রায় ৩০ হাজার টাকার বিদেশি মদ পাচারের সময় দু’জনকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে একটি গাড়ি। |
পাচারকারী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
বাংলাদেশে পাচারের সময় গরু-ভর্তি তিনটি ট্রাক আটক করল পুলিশ। তিন জন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের বাড়ি হুগলির পান্ডুয়ায়। উদ্ধার হয়েছে মোট ৬৪টি গরু। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার টালিখোলা মোড় এলাকায়। |
জয়ী তৃণমূল |
রবিবার অশোকনগরের পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। পরিচালন সমিতিটি আগে তাদের দখলেই ছিল। |
উপকূল-থানা |
উপকূলের নিরাপত্তায় সুন্দরবনে নতুন ১৪টি থানা হচ্ছে। থাকবে ১৮টি স্পিডবোটও। ৮-১০ অক্টোবর সুন্দরবন উপকূলে সব বাহিনীর যৌথ মহড়া হবে। |
|