টুকরো খবর
রেললাইনে উদ্ধার পঞ্চায়েত সদস্যের দেহ
রেললাইনের ধার থেকে পাওয়া গেল এক সিপিএম গ্রাম পঞ্চায়েত সদস্যের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, তাঁর নাম লক্ষ্মীকান্ত সরকার (৬৪)। বাড়ি চাকদহের বাবলাতলা গ্রামে। তিনি চাঁদুড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। মঙ্গলবার বিকেলে পালপাড়া রেলস্টেশনের কাছে ডাউন রেললাইনের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। রেলপুলিশের রানাঘাট থানার আইসি সুভাষ রায় বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তদন্ত শুরু হয়েছে।” গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে এই পঞ্চায়েতের অনেকটা জমি। সিপিএম পরিচালিত চাঁদুড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৫। তার মধ্যে সিপিএমের চার জন। তৃণমূলের ১ জন। লক্ষ্মীকান্তবাবু ওই পঞ্চায়েতের কৃষি সঞ্চালক ছিলেন। সেই সঙ্গে ছিল তেলের ব্যবসা। গ্রাম পঞ্চায়েত প্রধান সিপিএমের সদানন্দ বিশ্বাস বলেন, “লক্ষ্মীকান্তবাবু তেলের ব্যবসা করেন। লক্ষ্মীকান্তবাবুর বিরুদ্ধে ১০০ দিনের কাজের গরমিল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল তৃণমূল। সম্ভবত সেই ভয়েই তিনি আত্মঘাতী হয়েছেন।” কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তী বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে কিছু কারচুপি ধরাও পড়েছে। খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উঠছিল। শুনতে পাচ্ছি, তিনি আত্মহত্যা করেছেন।” কল্যাণী ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস বিশ্বাসের কথায়, “১০০ দিনের কাজ নিয়ে প্রায় সর্বত্রই সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্যেরা দুর্নীতি করেন। এখানেও তাই হয়েছিল।” সিপিএমের চাকদহ জোনাল কমিটির সম্পাদক অমল ভৌমিকের কথায়, “লক্ষ্মীকান্তবাবু খুবই ভাল মানুষ ছিলেন। তিনি কোনও অন্যায় করতে পারেন বলে মনে হয় না।”

কৃষ্ণনগরে বন্ধুর গুলিতে খুন যুবক
‘বন্ধু’র গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম অনুপ ঘোষ (২৫)। বাড়ি কৃষ্ণনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কালীনগরে। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় পিস্তল হাতে ‘গুলি করে দেব’ বলে অনুপকে ভয় দেখায় প্রতিবেশী ওই যুবক। সেই সময়ে অনুপ তাকে বলে ‘গুলি থাকলে তবে তো মারবি’। সেই সময়েই আচমকা ওই যুবক অনুপের শরীর লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে দেয়। গুলি অনুপের বুকে এসে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। ভর্তির কিছু ক্ষণ পরেই তিনি মারা যান। অনুপের জামাইবাবু সুশান্ত হালদার বলেন, “বেসরকারি সংস্থার কর্মী অনুপ কাজ থেকে ফিরে এদিন রাতে বাড়ির কাছেই এক বন্ধুর সঙ্গে গল্প করছিল। তখনই পাড়ারই ওই যুবক পিস্তল হাতে অনুপকে ভয় দেখাতে থাকে। হাসি-ঠাট্টার মধ্যেই মদ্যপ অবস্থায় ওই যুবক আচমকা গুলি করে। পাশেই আমার মুদির দোকান। পুরো ঘটনা আমার চোখের সামনে ঘটেছে।” ঘটনার পরেই অবশ্য ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরপ্রধান কংগ্রেসের অসীম সাহা বলেন, “দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল বলে জানতে পারি। মদ্যপ অবস্থায় পিস্তল নিয়ে মজা করতে গিয়েই ওই বিপত্তি ঘটেছে বলেও জেনেছি।”

শ্লীলতাহানির অভিযোগ
বারাসাতের পর এ বার নবদ্বীপ। বিশ্বকর্মা পুজোর রাতে শহরের রাস্তাতে এক মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নবদ্বীপের দেয়ারাপাড়া ঘাট রোডের ওই মহিলা মঙ্গলবার সকালে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন দেবাশিস সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত নটা নাগাদ পুজোর কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময় নবদ্বীপ রাধাবাজার থেকে এক সঙ্গীকে নিয়ে দেবাশিস তাঁর পিছু নেয় বলে অভিযোগ। ওই মহিলার কথায়, “রাধাবাজার থেকে দেবাশিস ও তার এক সঙ্গী আমার পিছু নিয়েছিল। বাড়ির সামনে আমি একা হয়ে পড়ি। তখন দেবাশিস পিছন থেকে এসে আমার হাত চেপে ধরে। চিৎকার করতে থাকি। তখন সে গলা টিপে ধরে। চিৎকারে লোকজন ছুটে আসতেই ওই যুবক ও তার সঙ্গী সাইকেল নিয়ে চম্পট দেয়।” ওই মহিলার স্বামী প্রতিবন্ধী। তিনি বলেন, “বেশ কয়েক মাস ধরে দেবাশিস আমার স্ত্রীকে ফোনে উত্ত্যক্ত করছে। ফের সোমবার রাতে সে এই কান্ড করেছে।” ওই মহিলার পাড়াতেই বাড়ি দেবাশিসের। ঘটনার পর থেকে সে অবশ্য বেপাত্তা বলে পুলিশ জানিয়েছে।

শিক্ষক নেই, বিদ্যালয়ে তালা
মুর্শিদাবাদ থানার ডাহাপাড়া গ্রাম পঞ্চেয়েতের কুড়লপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খুদে পড়ুয়ার সংখ্যা ৯৫। কিন্তু আড়াই মাস থেকে শিক্ষক রয়েছেন মাত্র একজন। ফলে বিদ্যালয়ে গিয়ে মিডডে মিল খাওয়া আর ‘তাইরে নাইরে না’ করে ঘুরে বেড়ানো ছাড়া ওই খুদে পড়ুয়াদের আর কিছুই করা হয়ে উঠে না বলে দাবি অভিভাবক সাদ্দাম হোসেন, দিলসাদ শেখদের। চারজন শিক্ষকের দাবিতে তাঁরা মঙ্গলবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। ওই বিদ্যালয়ের একমাত্র শিক্ষক নিত্যগোপাল সরকার বলেন, “আড়াই বছর আগে একজন শিক্ষক অবসর নেন। আর দুইজন প্রধানশিক্ষক পদে উন্নীত হওয়ায় বদলি হয়ে অন্য বিদালয়ে চলে যান। বাকি দু’ জনের মধ্যে একজন গত মে মাসে অবসর নেন। সেই থেকে শিক্ষক হিসাবে আমি একাই রয়েছি।” মুশির্দাবাদ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ আলি জিন্না বলেন, “আপাতত অস্থায়ী ভাবে একজন শিক্ষককে বুধবার থেকে ওই বিদ্যালয়ে পাঠানো হবে। পরে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে।” কিন্তু সাদ্দাম হোসেন, আলাউদ্দিন শেখদের এককাট্টা। তাঁদের দাবি, “৪ জন শিক্ষক নিয়োগ না করা পর্যন্ত বিদ্যালয়ে তালা ঝুলবে।”

মাজদিয়া কলেজে ফের গোলমাল

আবারও অশান্তির অভিযোগ উঠেছে মাজদিয়ার সুধীরঞ্জন লাহিড়ি কলেজে। মঙ্গলবার কলেজের ছাত্র সংসদের দফতরে ভাঙচুর করা হয়েছে। ওই ছাত্র সংসদ এসএফআইয়ের দখলে। এসএফআইয়ের জেলা সভাপতি কৌশিক দত্তের অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরাই ওই ভাঙচুর করেছে। তারা বহিরাগত গুন্ডাদের নিয়ে এসেছিল। ওরা চাইছে ছাত্র সংসদ দখল করতে।” টিএমসিপি’র জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “আমার এই ঘচনার সঙ্গে যুক্ত নই। এসএফআই নিজেই ভাঙচুর করে আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালিদাস মুখোপাধ্যায় বলেন, “ছাত্র সংসদের দফতরে ভাঙচুর হয়েছে। কে করেছে, তা অবশ্য পরিষ্কার নয়। বহিরাগত কেউ কলেজে এসেছিল কি না, তা-ও আমরা জানি না।” সোমবার এই কলেজেরই ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক ও সভাপতি তৃণমূলের প্রশান্ত অধিকারী ও তন্ময় দে’কে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধে। পুলিশ এই দিন এক চায়ের দোকানদারকে গ্রেফতার করেছে। অভিযুক্ত এক এসএফআই কর্মীরা পলাতক।

রাস্তা থেকে উদ্ধার শিশু
গঙ্গার ধার বরাবর বহরমপুর থেকে লালবাগের রাস্তায় ফরাসডাঙা এলাকায় সদ্যোজাত ফুটফুটে শিশু সন্তানটি পড়ে ছিল রাস্তার পাশের ঝোপে। চাদরে মুড়িয়ে তাকে ফেলে রেখে যায় কেউ। সে কাঁদছিল। মহারাজা নন্দকুমার রোডের বাসিন্দা বাপি মণ্ডল দেখতে পেলে খবরটি চাউর হয়ে যায়। বাপিবাবুর প্রতিবেশী বাঁকা রায় হালদার ও স্ত্রী শ্যামাদেবী খবর পেয়ে পরিত্যক্ত সদ্যোজাত শিশুপুত্রকে কোলে তুলে নেয়। সেখান থেকে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় বহরমপুর মাতৃসদন হাসপাতালে। শিশুটির সঙ্গে শ্যামাদেবীও রয়েছেন হাসপাতালে। স্বামী-স্ত্রী, চতুর্থ শ্রেণির পড়ুয়া ছেলে ও ষষ্ঠ শ্রেণির পডুয়া মেয়ে নিয়ে মোট ৪ জনের সংসার চলে হকারি করে। তবুও সন্ধ্যাদেবী ও বাঁকাবাবুর ইচ্ছা শিশুটিকে কাছে রাখবেন। বহরমপুর থানার আই সি মেহাইমেনুল হক বলেন, “ওই শিশুটি কার কাছে থাকবে সেই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে জুভেনাইল বোর্ড।”

অনাস্থা কংগ্রেসের
সামশেরগঞ্জের চাচণ্ড পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস। মঙ্গলবার বিডিও’র কাছে ৬ জন সদস্য হাজির হয়ে শুনানির পর অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। গত ২০১১ সালের সেপ্টেম্বরে ১৩ সদস্যের ওই পঞ্চায়েতে তৃণমূলের ছবি সিংহ ৭ জনের সমর্থনে প্রধান নির্বাচিত হন। ওই পঞ্চায়েতে ২০০৮ সালে প্রধান হন কংগ্রেসের ফারুখ হোসেন। কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৮। বামফ্রন্টের ৫ জন। পরে কংগ্রেসের দু’জন ও বামফ্রন্টের ৫ জনই তৃণমূলে যোগ দিলে অপসারিত হন ফারুখ। নতুন প্রধান হন ওই পঞ্চায়েতেরই উপ-প্রধান ছবি সিংহ। মঙ্গলবার ছবিদেবীর বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থায় ভোটগ্রহণের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিডিও প্রলয় সরকার বলেন, “নোটিস আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।”

বিডিও অফিসে চুরি
কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। বিডিও বুলবুল বাগচি বলেন, “সোমবার রাতে ওই চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা বিডিও অফিসের ৭টা তালা ভেঙে কার্যালয়ের মধ্যে ঢুকে বাথরুম ও বেসিন থেকে ২১টি কল নিয়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। গোটা বিষয়টি জানিয়ে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” কৃষ্ণগঞ্জ থানার ঠিল ছোঁড়া দূরত্বে ওই বিডিও কার্যালয়ের চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

গম আটক
লরি বোঝাই ১২০ বস্তা গম আটক হয়েছে। মঙ্গলবার মাজদিয়া কলেজের ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের সময়ে ওই লরিটি আটকে পড়ে। সেই সময়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ওই গম বোঝাই লরি দেখতে পেয়ে আটকায়। তৃণমূল কংগ্রেসের কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী বলেন, “দীর্ঘ দিন ধরে এলাকার কয়েক জন রেশন ডিলার রেশনের চাল-গম পাচার করছে বলে জানতে পারি। এদিন ১২০ বস্তা গম আমরা হাতেনাতে ধরে ফেলেছি।”

মহিলা নিখোঁজ
জলের তোড়ে ভেসে গিয়েছেন এক মহিলা। ওই মহিলার নাম অনিতা সাহু (৩৫)। বাড়ি কল্যাণী সীমান্তের কাছে ফার্মমোড়ে। মঙ্গলবার দুপুরে নদিয়ার কল্যাণীর বীরপাড়ায় বানের জলের উপর দিয়ে খাল পার হওয়ার সময়ে ওই বিপত্তি ঘটে। কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “পেশায় দিনমজুর ৪ জন মহিলা বীরপাড়া খাল পেরিয়ে পূর্বপাড়ে গিয়েছিলেন। পরে পশ্চিমপাড়ে ফেরার সময়ে জোয়ারে জল বেড়ে যাওয়ায় তিন জন খাল পার হতে পারলেও ওই মহিলা পারেননি। জলে ভেসে যান বলে মনে করা হচ্ছে।”

যুবকের মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণের। মৃতের নাম সমু দাস (২১)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর গ্রামে। মঙ্গলবার সকালে ঘরের মধ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন ওই তরুণ। পুলিশ জানায়, “পেশায় বিড়ি শ্রমিক ওই তরুণের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.