পেশায় অর্ধশত বছর পার করলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট আইনজীবী ৭৭ বছরের প্রৌঢ় কাঞ্চনলাল মুখোপাধ্যায়। সেই ‘হাফ সেঞ্চুরি’ উপলক্ষে বহরমপুর উকিলসভার পক্ষ থেকে গত শনিবার স্থানীয় রবীন্দ্রসদনে আলোচনাসভার আয়োজন হয়েছিল। বহরমপুর উকিলসভার সভাপতি আবু বক্কর সিদ্দিকির সভাপতিত্বের ওই অনুষ্ঠানে আইনি পেশার নানা দিক নিয়ে আলোচনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণবকুমার চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা ও দায়রা বিচারক প্রসেনজিৎ বিশ্বাস এবং সাংসদ অধীর চৌধুরী।
|
বহরমপুর থেকে প্রকাশিত ‘স্বপ্নসিঁড়ি’ সাহিত্য পত্রিকার ১২ বছর পূর্তি ও বহরমপুরের ‘বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি চর্চাকেন্দ্র’-এর পঞ্চম বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। বহরমপুর রবীন্দ্রসদনের ওই অনুষ্ঠানে দুই কবি নাসের হোসেন ও বাসুদেব মণ্ডল, নাট্যকার স্বপন দত্ত, অধ্যাপক অমল ভট্টাচার্য ও সাংবাদিক কমল ভট্টাচার্যকে সম্বর্ধনা দেওয়া হয়। আয়োজক সংস্থার কর্তা দেবব্রত সরকার বলেন, “ওই অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘স্বপ্নসিঁড়ি’, কাব্যগ্রন্থ ‘পাঁচ কবির প্রেমের কবিতা’, গোলকবিহারী সরকারের ‘স্বপ্নের জলছবি’ ও গোপাল বাইন সম্পাদিত পত্রিকা ‘বিস্তার’-এর শারদ সংখ্যা।”
|
গত সোমবার জিয়াগঞ্জের সুরেন্দ্র নারায়ণ গালর্স হাইস্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান হল প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে। ওই অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসঙ্গে আলোচনা করেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী ও সাংসদ অধীর চৌধুরী। নৃত্যনাট্য, নাটক, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ছাত্রীরা।
|
বেথুয়াডহরি থেকে প্রকাশিত ‘কথাকৃতি’ পত্রিকার সদ্য প্রকাশিত তৃতীয় বর্ষের দ্বিতীয় সংখাটির নাম ‘রাষ্ট্রের অভিভাবক’। প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে লেখা প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতি চারণা, কবিতার লেখক তালিকায় রয়েছেন রাষ্ট্রপতির পরিবারের লোকজন থেকে মনোজ মিত্র, কৃষ্ণা বসু প্রমুখ।
|
আগামী শনিবার সন্ধ্যায় বহরমপুর ফিল্ম সোসাইটির প্রেক্ষাগৃহ ঋত্বিকসদনে অনুষ্ঠিত হতে চলেছে ‘ষষ্ঠ গৌতমবিকাশ চক্রবর্তী স্মারক বক্তৃতা ও সিনেমা প্রদর্শনী’। প্রয়াত সম্পাদক গৌতমবাবুর আমলে সংস্থার প্রভূত উন্নতি হয়। সংস্থার অন্যতম কর্ণধার অরূপ সেন বলেন, “এ বারের বক্তৃতার বিষয় ‘বাংলা চলচ্চিত্রের ১০০ বছর ও তার ভবিষ্যৎ’। আলোচক হিসাবে থাকবেন বিশিষ্ট সিনেমা সমালোচক জীবন দাস। ওই দিন আলোচনার শেষে দেখানা হবে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুক্তধারা’ সিনেমাটি।”
|
গত ১১ সেপ্টম্বর বহরমপুর রবীন্দ্রসদনে ‘অন্তরা নৃত্যশিক্ষণ কেন্দ্রের সদস্যসদসারা পরিবেশন করলেন লোকনৃত্য, রবীন্দ্রনৃত্য, কত্থক। তাঁর মঞ্চস্থ করেন রবীন্দ্র নৃত্যনাট্য ‘অভিসার’।
|
খড়গ্রামের স্কুলে অনুষ্ঠান। |
|