|
|
|
|
সমবায় ভোট |
তৃণমূলের সংঘর্ষে ঘাটালে ধৃত চার |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সোমবার বিকেলে ঘাটালের মুগরালে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতেই তাদের ধরা হয়। মঙ্গলবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।
মঙ্গলবারও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সকাল থেকে এলাকায় পুলিশ পিকেট বসেছে। মুগরাল, জয়নগর, মান্দারিয়া প্রভৃতি গ্রামের তৃণমূল সমর্থকরা দলের কোন্দল বন্ধের জন্য মিছিল করেন। যদিও তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি অজিত দে বলেন, “ঘটনাটি দলের কোন্দল নয়। সিপিএমের লেঠেল বাহিনীই এর সঙ্গে যুক্ত।” দলীয় ও স্থানীয় সূত্রে অবশ্য খবর, তৃণমূলের কোন্দলের জেরেই সোমবার মারামারি হয়। সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক অশেক সাঁতরা বলেন, “পুলিশ ভাল ভাবে তদন্ত করুক। যদি আমাদের কেউ জড়িত থাকে-তাহলে তাঁদের গ্রেফতার করতেই পারে। কিন্তু অযথা কাউকে গ্রেফতার হলে আমরাও প্রতিবাদে নামব।” উল্লেখ্য, ঘাটালের জয়নগর সমবায় সমিতির নিবার্চনে ১৩টি আসনেই তৃণমূল প্রার্থী দিয়েছিল। নির্দলরাও ১৩টি আসনে মনোনয়ন জমা দেন। পরে ৫ জন মনোনয়নপত্র তুলে নিলেও বাকি ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু রবিবার নির্বাচনে চার নির্দল প্রার্থী হেরে যান। |
|
|
|
|
|