|
|
|
|
বাস বন্ধে বেহাল জেলা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
টানা দু’দিন বেসরকারি বাস ধর্মঘটের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পরিবহন ব্যবস্থা। বাস না চলায় সবচেয়ে অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীদের, বিশেষত, দিঘা তমলুক, মেচেদা, হলদিয়া এগরা এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ও অফিসকর্মীরা। গুটিকয়েক সরকারি বাসে বা ট্রেনে, নাহলে ম্যাটাডোর বা ট্রেকারে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন তাঁরা। আর যাঁরা তা পারছেন না স্কুল বা কলেজ কামাই ছাড়া তাঁদের আর গতি নেই। কবে বাস চলাচল চালু হবে তা নিয়েও কোনও আশ্বাস পাচ্ছে না তাঁরা। |
|
ছবি: কৌশিক মিশ্র। |
পূর্ব মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সৌমেন মাইতি জানান, ভাড়া না বাড়া পর্যন্ত রাস্তায় নামবে না বেসরকারি বাস। তিনি বলেন, “জেলার তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা মহকুমার বিভিন্ন রুটের প্রায় ১২০০ বেসরকারি বাস অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছে। দিঘা-কলকাতা বা দিঘা-হাওড়া রুটে প্রতিদিন যাতায়াত করা ২৫০টির বেশি বেসরকারি বাসও ধর্মঘটে যোগ দিয়েছে।”
এ দিকে বেসরকারি বাস না চলায় নিত্যযাত্রীদের পাশাপাশি অসুবিধায় পড়েছেন দিঘায় বেড়াতে আসা ভ্রমনার্থীরাও। সরকারি বাস আর ট্রেনে গাদাগাদি করে ফিরতে হচ্ছে তাঁদের। বাস ধর্মঘটের কোপ পড়ছে হোটেল ব্যবসাতেও। বেশ কিছু হোটেল ও লজে পযর্টকেরা আগাম বুকিংও বাতিল করছেন বলে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন। |
|
|
|
|
|