|
|
|
|
মনোনয়ন-পর্ব শুরু হল নির্বিঘ্নেই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটলেও মনোনয়ন পর্বের প্রথম দিনটি নির্বিঘ্নেই কাটল মেদিনীপুর কমার্স কলেজে। আগামী ৫ অক্টোবর কলেজের ছাত্র সংসদের নির্বাচন রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। এ দিন সিপি, টিএমসিপি, এসএফআই-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থকেরা মনোনয়ন পত্র তোলেন। আজ, বুধবার মনোনয়নপত্র তোলার শেষ দিন। ছাত্র সংগঠনের মিছিল হলেও মঙ্গলবার কমার্স কলেজ ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেনি।
গত বছর কলেজের ছাত্র সংসদ দখল করেছিল সিপি। ৩০ টি আসনের মধ্যে ২৫ টিই তাদের দখলে ছিল। ৩ টি পেয়েছিল টিএমসিপি, ২ টি এসএফআই। এ বারও ছাত্র সংসদের দখল নিজেদের হাতে রাখতে মরিয়া সিপি। অন্যদিকে, ছাত্রছাত্রীদের সমর্থন পেতে ‘তৎপর’ টিএমসিপি, এসএফআইও। সিপি’র জেলা সভাপতি মহম্মদ সইফুল অবশ্য বলেন, “কমার্স কলেজে আমাদের লড়াই এসএফআইয়ের সঙ্গেই। টিএমসিপি কোনও ফ্যাক্টর নয়।” সুষ্ঠ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবারই কলেজের অধ্যক্ষ দিলীপ নিয়োগীর কাছে এক স্মারকলিপি জমা দেয় এসএফআই। তাদের বক্তব্য, ক্যাম্পাসে যাতে কেউ আক্রান্ত না হন, তা সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। কর্মসূচির নেতৃত্ব দেন জোনাল সম্পাদক অসিত লৌহ, জোনাল সভাপতি সুব্রত চক্রবর্তী, সংগঠনের কমার্স কলেজ ইউনিটের সম্পাদক শেখ বাবলু প্রমুখ। মেদিনীপুর কমার্স কলেজেও এর আগে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবিতেই কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে এসএফআই নেতৃত্ব জানান। অনভিপ্রেত ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল থেকেই কলেজের আশপাশে পুলিশি নজরদারি চলেছে। আজ, বুধবারও নজরদারি চলবে। |
|
|
|
|
|