টুকরো খবর
বনধে পরীক্ষা বন্ধ
আগামী বৃহস্পতিবার ভারত বনধের কারণে পরীক্ষা স্থগিত রাখল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ)-এর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তে ১ অক্টোবর সেই পরীক্ষা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক নিরঞ্জন মণ্ডল জানিয়েছেন। তারই পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ওই দিন অন্য যা পরীক্ষা রয়েছে তা-ও স্থগিত রাখা হয়েছে। ওই দিন কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল ও এমবিএ পরীক্ষা ছিল বলে পরীক্ষা নিয়ামক জানান। তাঁর কথায়, “বাকি পরীক্ষার দিন পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।” বিসিএ-র ক্ষেত্রে কেবলমাত্র ১ অক্টোবর পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। সময় ও পরীক্ষাকেন্দ্র একই থাকবে বলে জানান পরীক্ষা নিয়ামক। বনধের জেরে বিদ্যাসাগরে বিএড কাউন্সিলিং পিছিয়ে ২১ ও ২২ সেপ্টেম্বর করা হয়েছে।

‘মাওবাদী’ ধৃত
রাষ্ট্রদ্রোহ ও হামলা-নাশকতায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বছর চল্লিশের নকুল সিংহের বাড়ি বেলপাহাড়ির পাথরচাকড়ি গ্রামে। সোমবার বিকেলে তাঁর গ্রামের বাড়ি থেকেই তাকে ধরা হয়। পুলিশের দাবি, মাওবাদী নেতা মদন মাহাতোর স্কোয়াডের সদস্য নকুল। গত বছর নভেম্বরে বেলপাহাড়ির লবণি ও ডাকাইয়ের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই হয়েছিল। ওই ঘটনার অন্যতম অভিযুক্ত নকুল এতদিন ‘ফেরার’ ছিলেন বলে পুলিশের দাবি। নকুলকে মঙ্গলবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনের পক্ষে সওয়াল করেন সরকারি কৌঁসুলি কণিষ্ক বসু। ধৃতকে দশদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

কালোবাজারি রুখতে অভিযান
সারের কালোবাজারি রুখতে উদ্যোগী হল প্রশাসন। মঙ্গলবার নন্দীগ্রামের টেঙুয়াবাজারের এক সার ব্যবসায়ীর দোকানে গিয়ে ইউরিয়া সার বিক্রির ব্যবস্থা করে ব্লক কৃষি দফতর। উপস্থিত ছিলেন ব্লক কৃষি আধিকারিক, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। জেলা কৃষি দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে প্রায় ১৪০০ সার ব্যবসায়ী রয়েছেন। বিভিন্ন সময়ে চাষিরা সারের বেশি দাম নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর জেলার বিভিন্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েকজন সার ব্যবসায়ীকে শো-কজও করেন দফতরের অধিকর্তারা। জেলা কৃষি দফতরের সহ-অধিকর্তা (মৃত্তিকা সংরক্ষণ) অরুণাভ মাইতি বলেন, “সারের কালোবাজারি ও বেআইনি মজুতের অভিযোগে চলতি বছর এখনও পর্যন্ত ৫০ জন ডিলারকে শো-কজ করা হয়েছে।” ব্লক কৃষি আধিকারিক বলেন, “এ বিষয়েব্যবসায়ীদের উৎসহ দিতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকার কৃষকদের নির্ধারিত মূল্যে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে।”

‘শ্লীলতাহানি’, গ্রেফতার যুবক
এক বিধবা মহিলাকে শ্লীলতাহানির ঘটনার অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের রোহিণী অঞ্চলের প্রহরাজপুর গ্রামের ঘটনা। সোমবার সন্ধ্যায় বছর চল্লিশের ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেন স্থানীয় বাসিন্দা পেশায় খেতমজুর বছর পঁয়ত্রিশের রামচন্দ্র নায়েক। মহিলার চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। রামচন্দ্রকে পাকড়াও করে মঙ্গলবার পুলিশের হাতে তুলে দেন তাঁরা। মহিলার অভিযোগের ভিত্তিতে এদিন বিকেলে রামচন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হবে।

সিটুর স্মারকলিপি
একটি কাগজ কলের শ্রমিকদের ন্যায্য মজুরি-সহ বিভিন্ন দাবিতে ঝাড়গ্রামের সহকারি শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি দিল সিটু। মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার ঘটনা। সিটু সমর্থক কয়েক’শো শ্রমিক এ দিন মিছিল করে শ্রম কমিশনারের দফতরে পৌঁছন। নেতৃত্ব দেন সিটুর জেলা কমিটির সদস্য রবি সরকার, মানিকপাড়ার সিটু নেতা তপন মিত্র ও শতদল মাহাতো। তপনবাবুর অভিযোগ, মানিকপাড়ার ওই কাগজকল কর্তৃপক্ষ শ্রমিকদের কম মজুরি দেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ শ্রমিকদের কোনও রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না।

বাজারে আগুন
বাজারে আগুন লেগে পুড়ল বেশ কয়েকটি দোকান। সোমবার দুপুরে কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি অঞ্চলের গোবিন্দবাজারের ঘটনা। একটি কাপড়ের দোকান-সহ তিনটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। পরে কাঁথি থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান, সর্ট সার্কিট থেকেই এই ঘটনা।

গ্রেফতার চার
সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সোমবার বিকেলে ঘাটালের মুগরালে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতেই তাদের ধরা হয়। মঙ্গলবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

পথ দুর্ঘটনায় মৃত
পথ দুর্ঘটনায় কলাইকুন্ডা বায়ুসেনার বিদ্যুৎ বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। নাম মোহনচন্দ্র বেরা (৪৫)। বাড়ি সাঁজোয়াল। মঙ্গলবার সকালে তিনি মোটর বাইকে খড়্গপুর টাউন থানার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই একটি বাস পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

জয়ী হলদিয়া
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃমহাবিদ্যালয় খো খো প্রতিযোগিতার মহিলা বিভাগের ফাইনালে জয়ী হল হলদিয়া গর্ভমেন্ট কলেজ। মঙ্গলবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে মহিষাদল গার্লস কলেজকে ৯-৬ পয়েন্টে হারায় তারা। উদ্বেধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিভাগের ডিন জয়ন্ত কিশোর নন্দী। ১৮ টি কলেজ যোগ দিয়েছিল।

দুর্ঘটনায় মৃত
দুর্ঘটনায় মৃত্যু হল পুরসভার এক গাড়ি চালকের। সোমবার গভীর রাতে দুর্গাচকের উত্তরপল্লিতে জলের ট্যাঙ্ক খালি করে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম প্রদীপ গিরি (৩৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা।

দেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে দিঘার উদয়পুরে সৈকতের ধারেই মেলে বছর পঞ্চাশের ওই ব্যক্তির দেহ। পাশে বিষের খালি শিশি, বেশ কিছু বাসের টিকিট ও শিমুলবাড়ি বিদ্যালয়ের নামে ছাপা প্রশ্নপত্রও পাওয়া গিয়েছে।

জয়ী বালিঘাই
মঙ্গলবার অশ্বিনীকুমার শী ও অরুণারাণি শী স্মৃতি ফুটবলের তৃতীয় খেলায় মুখোমুখি হল বালিঘাই প্রগতি সঙ্ঘ ও বাসুদেবপুর অর্কিড ক্লাব। টাই ব্রেকারে ৫-৪ গোলে বালিঘাই জয়ী হয়। ম্যাচের সেরা বিজয়ী দলের শেখ বুলেট। বুধবার খেবে খাগদা রবীন্দ্র স্মৃতি সঙ্ঘ ও পাহাড়পুর উদয় সঙ্ঘ।

দোকানে চুরি
সোমবার রাতে চন্দ্রকোনা শহরের ইলামবাজারে মোবাইল দোকানে চুরি হয়। দুষ্কৃতীরা শাটারের তালা ভেঙে নগদ টাকা, ২৬টি মোবাইল সেট ও কয়েক হাজার টাকার ক্যাশ কার্ড নিয়ে চম্পট দেয়। তদন্ত চলছে।

প্রতিবাদ
ডিজেল, রান্নার গ্যাস ও খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে এসইউসি-র পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয় কাঁথি ও মারিশদা থানার নাচিন্দাতে। মঙ্গলবার কাঁথি শহরের বড় ডাকঘরের সামনে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ দিবস পালনের পাশাপাশি রাজ্যে অষ্টম শ্রেণি পযর্ন্ত পাশ ফেল তুলে দেওয়ার প্রতিবাদে পথসভাও করা হয়। সভায় বক্তব্য রাখেন, মানস প্রধান, কল্পনা দাস ও রীতা প্রধান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.