|
|
|
|
মৃতের পরিচয়পত্র ফেরতে নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মৃত ব্যক্তিদের রেশন ও ভোটার কার্ড দ্রুত বাতিলের জন্য পঞ্চায়েত প্রধানদের বিশেষ নির্দেশিকা দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মৃত ব্যক্তির শংসাপত্র তাঁর পরিবারের সদস্যের হাতে দেওয়ার আগে মৃতের রেশন কার্ড ও সচিত্র ভোটার পরিচয়পত্র ফেরত নেওয়ার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে জেলার সব গ্রাম পঞ্চায়েত প্রধানদের নির্দেশিকা পাঠিয়েছেন জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৫০ লক্ষের বেশি জনসংখ্যার এই জেলায় নতুন রেশন কার্ডের জন্য প্রায় দু’লক্ষের বেশি আবেদন জমা রয়েছে। কিন্তু পুরনো রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে বাসিন্দাদের আগ্রহ বেশ কম। ফলে খাদ্য দফতরকে নানা সমস্যায় পড়তে হয়। ২০১১ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছর ৩১ অগস্ট পর্যন্ত জেলায় প্রায় দু’লক্ষের বেশি রেশন কার্ড বাতিল করেছে খাদ্য দফতর। এই সময়ে নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির রেশন ও ভোটার কার্ড বাতিলের ক্ষেত্রে আরও গতি আনতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। অগস্টে জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র দেওয়ার আগে তাঁর রেশন কার্ড ও সচিত্র ভোটার পরিচয় পত্র ফেরত নেওয়া হবে। যেহেতু প্রতি গ্রাম পঞ্চায়েত প্রধান পদাধিকার বলে এলাকার ‘সাব-রেজিস্ট্রার অফ ডেথ অ্যান্ড বার্থ’ হিসেবে এই শংসাপত্র দেন, তাই তাঁদের এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য নির্দেশিকা দিয়েছে জেলা প্রশাসন। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “পুরনো রেশন কার্ড বাতিলের ফলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকার সরকারি রাজস্ব সাশ্রয় হচ্ছে। আর নতুন আবেদনকারীদের রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তিদের কার্ড বাতিল খুবই গুরুত্বপূর্ণ। একই ভাবে মৃতদের নাম দ্রুত ভোটার তালিকা বাদ দেওয়ার জন্য তাঁদের সচিত্র পরিচয় পত্র ফেরতও জরুরি।” |
|
|
|
|
|