ভারতের বিরুদ্ধে টেস্টে নেই পিটারসেন
কেভিন পিটারসেনের আন্তর্জাতিক কেরিয়ার কার্যত শেষ হয়ে গেল। ভারত সফরের জন্য ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে নাম নেই তাঁর। দলে রাখা হয়েছে জো রুট এবং নিক কম্পটনকে। দলে ফিরেছেন ইয়ন মর্গ্যানও। গ্রেম সোয়ান এবং সমিত পটেল ছাড়া স্পিনার মন্টি পানেসর।
পিটারসেনের সঙ্গে এখনও কথা চলছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। তবে পিটারসেন এখন টি টোয়েন্টি বিশ্বকাপে টিভি বিশেষজ্ঞ হিসেবে শ্রীলঙ্কায় রয়েছেন। গত সপ্তাহে ইংল্যান্ড বোর্ডের সেন্ট্র্যাল কন্ট্র্যাক্টের তালিকায় চিনি ছিলেন না। তখনই জল্পনা শুরু হয়ে গিয়েছিল পিটারসেনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। ইংল্যান্ড বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর হিউ মরিস এ দিন বলেছেন, “বোর্ড এবং ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট, দু’পক্ষেরই পিটারসেনের সঙ্গে কথা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে কেন ওকে বাদ দেওয়া হয়েছিল, সেই নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো একেবারেই ব্যক্তিগত। তবে এখনও কিছু সমস্যার সমাধান হয়নি তাই ভারত সফরের দলে কেভিনের নাম রাখা হয়নি।”
পিটারসেন নেই। অ্যান্ড্রু স্ট্রস কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে ভারত সফরের জন্য নির্বাচিত দলের ব্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ। যার জন্য মর্গ্যানকে দলে ফেরানো হয়েছে বলে খবর। যদিও ঘরোয়া ক্রিকেটে মর্গ্যান বিশেষ সাফল্য পাননি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও তাঁর পারফরম্যান্স ভাল ছিল না বলে সিরিজের পরপরই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
দুই নতুন মুখ কম্পটন এবং রুটের মধ্যে সমারসেটের হয়ে খেলা কম্পটন ২০১২ ঘরোয়া মরসুমে সবচেয়ে বেশি রান (১৪৯৪) করেছেন। আর ২১ বছরের রুট ঘরোয়া মরসুমে ৯৬৪ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ২২২। ইংল্যান্ড লায়ন্স দলের নিয়মিত সদস্য তিনি। দলের ব্যাটিং কোচ গ্রাহাম থর্পকেও যথেষ্ট প্রভাবিত করেছেন রুট। পিটারসেন ছাড়াও দলে নেই রবি বোপারা এবং জেমস টেলর। যাঁরা দু’জনেই সপ্তাহকয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেছেন।

পুরো দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, নিক কম্পটন, স্টিভন ফিন, গ্রাহাম অনিয়ন্স, ইয়ন মর্গ্যান, মন্টি পানেসার, সমিত পটেল, ম্যাট প্রায়র, জো রুট, গ্রেম সোয়ান, জনাথন ট্রট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.