পথে নেমে বোধন ফেড কাপের
ঞ্জিত বাগচি, সুমন বর্মন, জন বিশ্বাসদের হাতে ফুটবলের কাট আউট। স্থানীয় ক্লাবের জার্সি পড়ে রয়েছেন ওই জুনিয়র ফুটবলাররা খেলে স্থানীয় সেই দলের জার্সি পরে। ক্রিকেটের পোশাক পরে হাঁটছে অনেকে। বলরাম বিশ্বাস, শম্পা রায়, রনি সাহাদের মতো খো-খো, কবাডির খেলোয়াড়রাও রয়েছেন। উপস্থিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কো-অর্ডিনেটর দেবজ্যোতি মুখোপাধ্যায়, মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ অন্যান্য সদস্যদের একাংশ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফেডকাপ উপলক্ষ্যে মঙ্গলবার র্যালিতে হাঁটলেন সকলেই। ছিলেন পুরসভার ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল, ক্রীড়া পরিষদের সদস্য তথা কাউন্সিলর জয়দীপ নন্দী-সহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের অনেকেই।
টিকিট নিয়ে স্টেডিয়াম কমিটির সচিব তথা মহকুমাশাসকের সঙ্গে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরজার মধ্যেই শুরু হল ফেডকাপ নিয়ে মেতে ওঠা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মহকুমা ক্রীড়া পরিষদের র্যালি এ দিন শহর ঘোরে। র্যালি থেকেই খেলার সূচি বিলি করা হয়। এ দিনই শিলিগুড়িতে মোহনবাগান দল পৌঁছয়। বাগডোগরা বিমানবন্দর থেকে মাটিগাড়ায় তাদের হোটেল পর্যন্ত নিয়ে যেতে হাজির ছিলেন শিলিগুড়ির মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্যরা। প্রিয় দলের খেলোয়াড়দের নিয়ে বাইক র্যালি করে তারা হোটেল পর্যন্ত পৌঁছে দেন। বিমান বন্দরেই টোলগে, ওডাফাদের নিয়ে মেতে ওঠেন সমর্থকরা। সোমবারই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে চার্চিল ব্রাদার্স। এ দিন আরও ৩ টি দল শিলিগুড়িতে পৌঁছয়। কালীঘাট, এয়ার ইন্ডিয়া এবং মহমেডান। আজ, বুধবার পৌঁছচ্ছে ইস্টবেঙ্গল, ওএনজিসি এবং স্পোর্টিং ক্লাব দা গোয়া। দলকে স্বাগত জানাতে এ দিন থেকেই প্রস্তুতি নিচ্ছেন ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্যরা।
কাল ফেড কাপ শুরু। সেই উপলক্ষে মিছিল। ছবি: কার্তিক দাস।
ম্যাচের টিকিট বিক্রিতেও সাড়া পড়েছে। স্কুলগুলির একাংশ ইতিমধ্যেই টিকিট চেয়েছে পড়ুয়াদের জন্য। এ দিকে ম্যাচের ভিআইপি, ভিভিআইপি ‘পাস’ নিয়ে স্টেডিয়াম কমিটির সচিব তথা মহকুমাশাসক এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংস্থার কর্তাদের চাপান উতোর মেটাতে উদ্যোগী হয়েছেন জেলাশাসক সৌমিত্র মোহন। এ দিন সকালে তিনি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। পরে জেলাশাসক জানান, “উভয়পক্ষের মধ্যে সমন্বয়ের কিছু সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। মহকুমাশাসকের সঙ্গে কথা বলব।” বুধবার স্টেডিয়াম কমিটির তরফে বৈঠকও ডাকা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কমিটির সচিব হিসাবে সোমবার মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে সমস্ত ভিআইপি এবং ভিভিআইপি ‘পাস’ তাঁর হেফাজতে রাখতে বলেন। বিক্রি করা টিকিটের ৫০ শতাংশ অর্থও স্টেডিয়াম কমিটিকে দিতে নির্দেশ দেন। ওই চিঠি পেয়ে ক্ষুব্ধ হন ক্রীড়া পরিষদের সচিব-সহ অন্যান্য সদস্যদের একাংশ। স্টেডিয়াম কমিটির কর্মী হলেও ক্রীড়া পরিষদের সদস্যদের ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে এ দিন ফোনে মহকুমাশাসক খারাপ ব্যবহার করেছেন বলেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচের আয়োজনের সঙ্গে তিনিও যুক্ত। মহকুমাশাসক বলেন, “ওই কর্মীর সঙ্গে টিকিটের বিষয় নিয়ে কোনও কথা হয়নি। স্টেডিয়াম কমিটির ওই কর্মী কিছু ভুল করেছেন বলেই তাকে সতর্ক করা হয়েছে। বুধবার স্টেডিয়াম কমিটির বৈঠকে টিকিটের বিষয়টি নিয়ে আলোচনা হবে।” ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ বলেন, “মহকুমাশাসকের প্রতিনিধিরা এ দিন ক্রীড়া পরিষদে ‘পাস’ চাইতে এসেছিলেন। আমরা তাদের ‘পাস’ দেইনি। মহকুমাশাসককে নিয়ম মাফিক আমন্ত্রণ জানানো হবে। ভিভিআইপি, ভিআইপি পাস তাঁর কাছে পাঠানোর প্রশ্নই নেই।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.