উদ্বোধনীতে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে
বেশি রয়েছে সংগ্রামী আবেগ

ভারতীয় রাজনৈতিক-ক্রীড়াজগতে এমন উত্তেজিত, আক্রমণাত্মক, রাগী দিনে শ্রীলঙ্কা অবস্থিত ভারতীয় ক্রিকেটমহল থাকল আশ্চর্য রকম শান্ত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউপিএ থেকে সরে আসার ঘোষণা! মহেশ ভূপতির টেনিস সংস্থার বিরুদ্ধে উত্তেজিত বিষোদ্গার। তৃতীয় ‘এম’মহেন্দ্র সিংহ ধোনিরও জাতীয় মিডিয়াকে একহাত নেওয়ার যথেষ্ট প্ররোচনামূলক কিছু ইস্যু হাতের কাছে ছিল। ধোনি কিন্তু বিশ্বকাপ অভিযান শুরুর প্রাক্কালে সে সব গায়ে মাখলেন না।
বেশ বিনয়ী সাংবাদিক সম্মেলন বলা যায়। যেখানে স্বভাববিরুদ্ধ ভাবে ভারত অধিনায়ক স্বীকার করলেন টিম সাজাতে তাঁর বিস্তর সমস্যা হচ্ছে। আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে সাত ব্যাটসম্যান, চার বোলার নিয়ে নামছেন। কিন্তু পরিস্থিতি বেগড়বাই করলে পাঁচ বোলারে দুঃখিত ভাবে ফেরত যাবেন।
চার বোলার মানে জাহির, পাঠান, অবশ্যই অশ্বিন। কিন্তু চার নম্বর কে? বালাজি? হরভজন? নাকি কোচ যাঁকে অনেকক্ষণ প্র্যাকটিস করিয়ে গেলেন সেই অশোক দিন্দা? ধোনির সংসারে মনোজ তিওয়ারিকে যে ভাবে দেখা হচ্ছে ভাবাই যায় না। ব্যাটে-বলে ওয়ান ডে-তে এত ভাল পারফর্ম করার পর পুরস্কার হল নেটে সবার শেষে ব্যাট করতে যাওয়ার আমন্ত্রণ। বাংলা থেকে তাই সলতের মতো জ্বলছেন দিন্দা। যদি কাল বা টুর্নামেন্টের পরের দিকের ম্যাচে গিয়ে শিকে ছেঁড়ে।
কলম্বোয় ধোনির প্র্যাক্টিস। ক্যাপ্টেনের ‘কুল’ সংসার।
আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানরা ভারতের বিরুদ্ধে পড়ার পর বলা হয়েছিল ওরা নিশ্চয়ই কাবুল-সহ ওদের নিজের দেশে খুব জনপ্রিয় সিনেমার গানটা ভাবছেইয়ে কঁহা আ গয়ে হম! এ বারেও কেউ বলছে না ভারতীয় রাজনীতিতে মনমোহন বনাম মমতা। বিশ্ব অর্থনীতির ভিন্নমুখী দুই দর্শনে যে সংঘর্ষ চলছে তার ছিটেফোঁটা মাঠে দেখা যাবে বলে। তবে সঙ্গে এ-ও মনে করা হচ্ছে আফগানরা ক্যারিবিয়ান বিশ্বকাপের মতো অপ্রস্তুতও থাকবে না।
আফগান প্রতিরোধের উৎসমুখ হল তাদের বোলিং। আর সেই বোলিংয়ের সবচেয়ে বড় হিরে হামিদ হাসান। ছ’ফুট পাঁচ ইঞ্চি হাইটের আগুনে ফাস্ট বোলার! প্রযুক্তির এই যুগে এখন আর শুনে কথা বলার চল নেই আগের মতো যে এক প্রজন্ম আর এক প্রজন্মকে বলবে, মহম্মদ নিসারকে তোরা দেখতে পেলি না। কী জোরেই না বল করত! হামিদ হাসানের কীর্তি মাহাত্ম্য ইউ টিউবে গেলেই দেখা সম্ভব। এমসিসি-র হয়ে খেলেন। লর্ডসে নিয়মিত তাই প্র্যাকটিসের অনুমতি রয়েছে তাঁর। হামিদ হাসান গত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩ ওভারে ৮ রান দিয়ে একটা উইকেট নেন। ইদানীং তিনি যেমন ফর্মে, সহবাগদের সঙ্গে লড়াই কৌতুহলজনক হতে বাধ্য।
আফগান ক্রিকেটারদের হাতে সই করা ব্যাট তুলে দিচ্ছেন সহবাগ-রায়না।
এমনিতে টি-টোয়েন্টির যাবতীয় অনিশ্চয়তার মধ্যেও ভারতের ম্যাচটা সহজে পকেটে পোরা উচিত। তবে বুধবার এমন আশ্চর্য প্রতিদ্বন্দ্বিতা যেখানে কী হবে-র চেয়ে লোকে ম্যাচের প্রেক্ষাপটের আবেগ-মাহাত্ম্য খুঁজতে ব্যাকুল।
যুবরাজ সিংহ যদি এক দিকে আবেগের মূর্তিমান হিমশৈল হন। আর এক দিকে দলবদ্ধ ভাবে রয়েছে অশান্ত কাবুল থেকে উঠে আসা ক্রিকেটারদের সঙ্ঘবদ্ধ নির্ঘোষ। ইভানিসেভিচরা যেমন সার্বিয়ায় টেনিস প্র্যাকটিস করার সময় ওপরে বোমারু বিমান দেখলে দ্রুত র্যাকেট গুটিয়ে বাঙ্কারে নেমে যেতেন। আবার ফিরে আসতেন প্লেনের আওয়াজ, বোমার পড়ার শব্দটব্দ থেমে গেলে, এরাও তাই। এক-এক জনের খপ্পরে এক-একটা অত্যাশ্চর্য সংগ্রামী কাহিনি। আফগান কোচের নাম আবার কবীর খান। তাঁকে অবশ্যই ‘চক দে’ নিয়ে অগুনতি প্রশ্ন করলেন ভারতীয় সাংবাদিকেরা যে, ফিল্মের মতোই তিনি জীবনের বাজি জিততে পারবেন কি না?
পারিপার্শ্বিক যা, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই যে বুধবার প্রেমদাসার ম্যাচ নামেই ক্রিকেটের। আসলে ঘোর জীবনসংগ্রামের! ক্রিকেট যার একটা পরিবহন মাত্র!

ছবি: এএফপি
জোড়া মেন্ডিসে কাত জিম্বাবোয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সহজেই জিতল আয়োজক দেশ শ্রীলঙ্কা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সোমবার ৮২ রানে জিতলেন মাহেলা জয়বর্ধনেরা। টস হেরে আগে ব্যাট করে এ দিন ২০ ওভারে ১৮২-৪ তোলে শ্রীলঙ্কা। কুমার সঙ্গকারা (৪৪) এবং জীবন মেন্ডিস (৪৩ ন:আ:) বড় রান করে যান। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ১০০ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ে। অজন্তা মেন্ডিস একাই নেন ছ’টা উইকেট (৬-৮)। জীবন মেন্ডিস ৩ উইকেট পেয়েছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.