|
|
|
|
|
ক্রিকেট বনাম
ক্যানসার |
|
|
যুবরাজ সিংহের সামনে আবার বিশ্বকাপের মঞ্চ। শরীর কতটা দেবে ক্যানসারজয়ীর?
ফের অসুস্থতার আশঙ্কাই বা কতটা? শহরের তিন ডাক্তারের কাছে পাঁচটি প্রশ্ন রাখা হয়েছিল।
সুজাতা মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারে যে যা বললেন...
|
|
১) কাল খেলা দেখবেন? আগের দিন দেখেছেন? এটা তো একটা কেস স্টাডিও।
২) যুবরাজের মাঠে ফেরাকে কি রূপকথা বলবেন? নাকি এটা হতেই পারে?
৩) ক্রিকেট বলের মাপে টিউমারে যুবরাজের ফুড পাইপ আটকে গিয়েছিল। ওর পরিবার দাবি করছে, তা সম্পূর্ণ মিলিয়ে গিয়েছে। এটা কি সম্ভব? কেমোথেরাপিতে কি ক্যানসার এ ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়?
৪) আন্তর্জাতিক পর্যায়ে খেলে গেলে কি রোগ ফিরে আসতে পারে?
৫) বিশ্বকাপে যুবরাজের অংশগ্রহন কি ক্যানসার চিকিৎসার ইতিহাসে যুগান্তকারী হিসাবে চিহ্নিত হবে? |
|
|
ডা. সুবীর গঙ্গোপাধ্যায়, ক্যানসার বিশেষজ্ঞ
১) সুযোগ পেলেই ক্রিকেট দেখি, তবে এ বার দেখার আগ্রহটা বেশি। দেখতে চাই, যুবরাজ কী ভাবে মানিয়ে নিচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে। এই ধরনের ক্যানসারে আক্রান্ত অন্য রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা কাজে লাগবে।
২) যুবরাজের যে ধরনের ক্যানসার হয়েছে, তাতে এক দেড় বছরের মাথায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার মধ্যে অলৌকিক কিছু নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে শারীরিক ও মানসিক দুর্বলতা প্রায় এক-দেড় বছর থাকে। যুবরাজের ক্ষেত্রে সময়টা খুবই কম লেগেছে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার জন্য ও যে ধরনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গিয়েছে তাতে ওর শরীর-মন অনেক বেশি চাপ নিতে পেরেছে।
৩) অবশ্যই যায়। এই ধরনের ক্যানসারে কেমোথেরাপির ফল অত্যন্ত ভাল। টিউমার মাখনের মতো গলে যায়।
৪) ক্যানসার ফিরে আসে তার নিজের নিয়মে। খেলা বা না খেলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে যে কঠিন পরিশ্রম যুবরাজকে করতে হবে তার জন্য ওর শরীর প্রস্তুত কি না, তা দেখতে হবে।
৫) তা হবে। কারণ ঠিক সময়ে রোগ নির্ণয় হলে এবং বিজ্ঞানসম্মত ভাবে চিকিৎসা করলে মানুষ যে সম্পূর্ণ সুস্থ হয়ে যান, পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সে খবর সাধারণ মানুষের কাছে পৌঁছবে।
|
|
ডা. চঞ্চল গোস্বামী, ক্যানসার বিশেষজ্ঞ
১) সময় পেলে দেখব। না হলে পরে হাইলাইটস দেখে নেব।
২) এই ধরনের ক্যানসারে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসারই কথা। যুবরাজ খুব দ্রুত ফিরেছে, সেখানেই ওর কৃতিত্ব। অসাধারণ মনোবলের পরিচয় দিয়েছে তো, তাই একে রূপকথা বলা যেতেই পারে। তাও তো যুবরাজ টিম গেম খেলছে। যাঁরা ব্যক্তিগত খেলায় আছেন, তাঁদের কথা ভাবুন। যেমন ল্যান্স আর্মস্ট্রং। তিনি এই একই ধরনের ক্যানসার থেকে সেরে উঠে যে শারীরিক সক্ষমতার পরিচয় দিয়েছেন, তা ১০ খানা টি-টোয়েন্টি খেলার চেয়ে বেশি।
৩) অবশ্যই। এই বিশেষ ক্যানসারে সে রকমই হওয়ার কথা।
৪) ক্যানসার ফিরে আসবে না। তবে যুবরাজকে নিয়মিত ফলো আপ করে যেতে হবে। যে ধরনের চিকিৎসার ধকলের মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে, সেখান থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা, দেখতে হবে।
৫) দেখুন এমন অনেকেই আছেন, যাঁরা এই বিশেষ ক্যানসারকে জয় করে সংসার করছেন, অফিস যাচ্ছেন, গান গাইছেন। বেশ কয়েক জন চিত্রতারকা আছেন, যাঁরা নিজেদের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। যুবরাজের রোগ অনেকটা এগিয়ে গিয়েছিল। সেখান থেকে সেরে এত তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন বলেই মানুষ ভরসা পাচ্ছেন। যত দিন যাবে এ রকম মানুষের সংখ্যা বাড়বে, কারণ ক্যানসার চিকিৎসার প্রচুর উন্নতি হয়েছে।
|
|
ডা. এ পি মজুমদার, ক্যানসার শল্যচিকিৎসক
১)দেখেছি এবং কালও দেখব। কেস স্টাডির জন্য নয়, খেলা ভালবাসি বলে। প্রার্থনা করব, যুবরাজ যেন ভাল খেলে।
২) রূপকথা তো খানিকটা বটেই। কারণ কেমোথেরাপি করার পর সাংঘাতিক দুর্বলতা হয় শরীর-মনে। যুবরাজ যে সেটাকে কাটিয়ে উঠে এত তাড়াতাড়ি মাঠে ফিরে এসেছে, সেটা অবশ্যই কৃতিত্বের।
৩) অবশ্যই।
৪) ক্যানসার ফিরবে না। অন্য সমস্যা হবে কি না সেটা যাচাই করার জন্য নিয়মিত ওকে ফলো আপ করে যেতে হবে।
৫) অবশ্যই। যদিও এই ধরনের ক্যানসার সেরে যায়। তাও এত তাড়াতাড়ি বিশ্বমাপের খেলায় যোগ দিতে হলে যে ধরনের শারীরিক সক্ষমতায় পৌঁছতে হয়, সেটা যে যুবরাজ পৌঁছতে পেরেছে, সেটাই বিরাট ব্যাপার।
|
|
|
|
|
|