|
|
|
|
সিপিএম সভাপতিকে ফের বাধা তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
শুক্রবারের পর ফের মঙ্গলবার। বিভিন্ন অভিযোগ তুলে দাঁতন-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিভা সিংহকে ব্লক কার্যালয়ে ঢুকতে বাধা দিল তৃণমূল। এ দিনও ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের সমিতির কার্যালয়ের সামনে জড়ো করে তৃণমূল। অশান্তি এড়াতে মোতায়েন ছিল পুলিশ।
গত শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঢুকতে বাধা দেওয়ার পর সিপিএম ও সিপিআই সিদ্ধান্ত নিয়েছিল মঙ্গলবার তারা ঢুকবে। তারই পাল্টায় স্থানীয় তৃণমূল নেতৃত্বও জানিয়ে দিয়েছিল শুক্রবারের মতোই মঙ্গলবারও তারা ‘প্রতিরোধ’ করবে। মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হয় জমায়েত। বাধ্য হয়ে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনে বাম নেতৃত্ব। সিপিএম নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কমাধ্যক্ষ সদানন্দ দাস বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মঙ্গলবার বাধা পেলে আমরা জেলাশাসক, রাজ্য প্রশাসন এমনকী প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর কাছে যাব। কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা সিদ্ধান্তে পরিবর্তন আনি। স্থির হয়, ব্লক কার্যালয়ের কাছাকাছি কোনও এক জায়গায় ক্যাম্প তৈরি করে মানুষকে পরিষেবা দেওয়া হবে।” তৃণমূলের ব্লক সভাপতি বিক্রম প্রধান বলেন, “আমরা ওই সভাপতিকে সমিতির কার্যালয়ে কিছুতেই ঢুকতে দেব না। আমরা তাঁর পদত্যাগ চাই। প্রশাসন যদি তাঁকে জোর করে ঢোকাতে চায় তাহলে মানুষ তা রুখবেন।”
এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বিডিও জ্যোতি ঘোষ ও দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর। তাঁরা বলেন, “ব্লক কার্যালয়ে ঢোকার ক্ষেত্রে সভাপতির কোনও আইনি বাধা নেই। কিন্তু প্রশাসনের কাছে এই বিষয়ে কোনও আবেদন বা নির্দেশ এখনও পযর্ন্ত আসেনি। কিন্তু উন্নয়নের ধারা বজায় রাখতে ও এলাকায় শান্তি বজায় রাখতে আলোচনা ভিত্তিক সহাবস্থান জরুরি।” মীমাংসা সূত্র বার করার চেষ্টায় বুধবার বিকালে তৃণমূল, সিপিএম ও সিপিআইকে নিয়ে ব্লক কার্যালয়ে আলেচনায় বসার সিদ্ধান্তের কথাও জানান তাঁরা। |
|
|
|
|
|