টুকরো খবর
ব্যবসা বনধের সমর্থনে প্রচার
ব্যবসা বনধের সমর্থনে প্রচার শুরু করল ব্যবসায়ী সংগঠন। সোমবার রাতে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোর কমিটির বৈঠক হয় খড়্গপুরে। সেখানে ছিলেন সংগঠনের সভাপতি আলো সিংহ, কার্যকরী সভাপতি বিষ্ণুপদ দে, সাধারন সম্পাদক রাজা রায় প্রমুখ। ওই বৈঠকেই বৃহস্পতিবারের ব্যবসা বনধের সমর্থনে পথে নেমে প্রচার করার সিদ্ধান্ত হয়। বুধবার খড়্গপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় মাইক নিয়ে প্রচার করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদেই এই ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের সাধারন সম্পাদক রাজা রায় বলেন, “এই সিদ্ধান্তে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তাঁদের স্বার্থেই আমরা এমন সিদ্ধান্তের বিরোধী।” ব্যবসা বন্ধের সমর্থনে প্রচারে নেমেছে মেদিনীপুর ব্যবসায়ী সমিতিও। মঙ্গলবার সমিতির এক বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, ব্যবসা বন্ধের সমর্থনে মাইক নিয়ে প্রচার করা হবে। সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের মধ্যে লিফলেটও বিলি করা হয়েছে। সমিতির সাধারন সম্পাদক মলয় রায় বলেন, “বৃহস্পতিবারের ব্যবসা বনধে আমরা সামিল হচ্ছি। বন্ধের সমর্থনে প্রচারও চালানো হচ্ছে।”

কিশোরীর দেহ উদ্ধার দাসপুরে
দিদির বাড়িতে বেড়াতে এসে এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দাসপুরের অনন্তপুরে। গত রবিবার সকালে দিদি উমা ভুঁইয়ার শ্বশুরবাড়িতেই ইতি সামন্ত (১৭) নামে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হয়। ইতির মা অঞ্জলিদেবীর অভিযোগ, তাঁর মেজ মেয়ে উমার শ্বশুর নিতাই ভুঁইয়া শারীরিক অত্যাচারের পর খুন করে ইতিকে ঝুলিয়ে দিয়েছেন। এই মর্মে দাসপুর থানায় অভিযোগও দায়ের করেছেন অঞ্জলিদেবী। নন্দনপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ইতি সামন্ত শনিবার দাসপুরেরই কলোড়ায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার তার দেহ মেলে। ওই দিন বিকেলে ময়নাতদন্তের পর ইতির দেহ অনন্তপুরের বাড়িতে আনার পরই শুরু হয় গোলমাল। নিতাইবাবু অনন্তপুরে গেলে তাঁকে আটকে গ্রামবাসীরা মৃত্যুর কারণ জানতে চান। সোমবার উমা ও তাঁর স্বামী গৌতম দাসপুর থানায় নিতাইবাবুকে মারধরের অভিযোগ জানান। উমা বলেন, “বোন প্রায়ই আমাদের বাড়িতে আসত। শনিবারও এসেছিল। রবিবার সকালে ওর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল। দরজা ভেঙে দেখি বোন ঝুলছে।” উমার কথায়, “আমার শ্বশুরমশাইয়ের বোনকে খুবই ভালবাসতেন। উনি কেন বোনকে মারতে যাবেন?” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাটালের সিআই অসিত সামন্ত বলেন, “দু’পক্ষই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

ফুটবল টুর্নামেন্ট
সোমবার দু’দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট শেষ হল খড়্গপুরের নিমপুরায় আর্যবিদ্যাপীঠ বিদ্যালয় মাঠে। ক্ষুদিরাম সংঘের পরিচালনায় রবিবার এর উদ্বোধনে ছিলেন দৌড়বীর বিমল মাহাত, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমির সভাপতি অসিতবরণ মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব মাজি। এতে যোগ দেয় ১৬টি দল। ফাইনালে তালবাগিচার তালতলা ক্লাব, নিমপুরা এম সিসি ক্লাবকে ১-০ গোলে হারায়। সেরা তালতলার সেবা শর্মা। পুরস্কার বিতরণ সভায় ছিলেন প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য-সহ শিশির দে, রঞ্জিত ভাদুড়ি প্রমুখ।

যুবক গ্রেফতার
প্রায় দেড় লক্ষ টাকার তামার তার-সহ এক যুবককেসোমবার গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ধৃতের নাম শেখ সাগির। বাড়ি খড়্গপুরের পাঁচবেড়িয়ায়। তার কী ভাবে ওই যুবকের বাড়ি থেকে এল, এগুলো রেলের সরঞ্জাম কি না, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে।

জয়ী বামনাসাই
বিশ্বকর্মা পূজো উপলক্ষে মঙ্গলবার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জাহালদা শাখা। দাঁতন-২ ব্লকের জাহলদা হাইস্কুল মাঠে এই খেলায় মোট আটটি দল যোগ দেয়। ফাইনালে খেলে পশ্চিম মেদিনীপুরের বামনাসাই প্রগতি সঙ্ঘ ও পূর্ব মেদিনীপুরের এগরা নবরূপ ক্লাব। ২-১ গোলে জয়ী হয় বামনাসাই।

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ওড়িশা লাইনের দাঁতন থানার আঙ্গুয়া হল্ট প্ল্যাটফর্মে ওই দেহটি দেখতে পান স্থানীয়রা। দাঁতন থানা ও খড়গপুর জিআরপির পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জয়ী তৃণমূল
রবিবার নারায়ণগড়ের তুতরাঙ্গা হাইস্কুল ও মেদিনীপুর শহরের পাহাড়ীপুর গার্লস হাইস্কুলের পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। দুই ক্ষেত্রে কংগ্রেস সমর্থিত প্রার্থীদের সঙ্গে লড়াই হয়েছে।

মিছিল
আগামী ২০ সেপ্টেম্বর বন্ধের ডাক দিয়েছে এসইউসি। বন্ধ সমর্থনে সোমবার দলের পক্ষ থেকে মেদিনীপুরে মিছিল করা হয়। বন্ধ সফল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন নেতৃত্ব।

দোকানে চুরি
সোমবার রাতে চন্দ্রকোনার ইলামবাজারের এক দোকান থেকে নগদ টাকা ও বেশ কিছু মোবাইল সেট চুরি হয়। পুলিশ তদন্ত করছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.