|
|
|
|
|
পুজোর প্রস্তুতিতে তৎপরতা
তুঙ্গে বাঙালি-প্রধান শিলচরে
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
|
পুজোর ক’দিনই বা আর বাকি! শিলচরের মহল্লায় মহল্লায় চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। ভাবনাচিন্তার পর্ব শেষে এখন শিল্পীদের করে দেখানোর পালা। কেউ বেলুড় মঠের আদলে মণ্ডপ গড়তে চাইছেন। কেউ চাইছেন বৌদ্ধ মন্দিরের টাওয়ারের মতো গেট বসাতে। কোনও মৃৎশিল্পী রাজস্থানী ধাঁচে প্রতিমা গড়ছেন, তো অন্য জন বাংলা সাজে মায়ের মূর্তি তৈরি করছেন।
দু’বছর আগে ধানের চারার মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল শিলচরের দক্ষিণ বিলপাড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এ বারও পরিবেশের কথা মাথায় রেখে তারা বাঁশ-বেত-খড় এবং কাঠের গুঁড়ো দিয়ে মণ্ডপ গড়ছে। শিল্পী আগরতলার বলরাম দেবনাথ। কাল্পনিক মণ্ডপেই তাক লাগিয়ে দেবেন তিনি, এমনটাই আশা পুজো কমিটির সভাপতি বিধানচন্দ্র রায় ও সম্পাদক সব্যসাচী রায়ের। তাঁদের কথায়, রাজস্থানী ধাঁচে প্রতিমা গড়বেন পশ্চিমবঙ্গের উজ্জ্বল প্রামাণিক। স্থানীয় বিপুল দেবনাথ দেখাবেন আলোর কারসাজি। ব্যাঙ্ককের বৌদ্ধ মন্দিরের টাওয়ারটিকে এখানে আলোর মালায় তুলে ধরা হবে। এটিই হবে মূল প্রবেশদ্বার। বাজেট ১০ লক্ষ টাকা। |
|
নানা রূপে। শিলচরে হিমাংশু রায়ের তোলা ছবি। |
অন্য দিকে, তারাপুর মোটরস্ট্যান্ড সর্বজনীন পূজা কমিটির এ বারের ‘থিম’ স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ। কমিটির প্রচার সম্পাদক মানস পুরকায়স্থ জানান, এর সঙ্গে সামঞ্জস্য রেখেই বেঙ্গালুরুর রামকৃষ্ণ মঠের আদলে কাপড়ের মণ্ডপ তৈরি করছেন নবদ্বীপের অখিল মণ্ডল। ভেতরে থাকবে টেরাকোটার কাজ। মণ্ডপের ভিতরে বাইরে স্বামীজির প্রতিকৃতি ও বিভিন্ন বাণী প্রদর্শিত হবে।
আনন্দ পরিষদের মণ্ডপ ও প্রতিমা দু’টিরই দায়িত্ব নিয়েছে করিমগঞ্জের প্রতিমা শিল্পালয়। সভাপতি এস বি দত্ত জানান, প্রতিমা বাংলা সাজের হবে এবং মণ্ডপ হবে শিল্পীর মন থেকে গড়া নকশায়। তাঁরা কোনও কিছুর অনুকরণ করছেন না। তবে এ বার সবচেয়ে বেশি ব্যস্ততা শিলচর ইটখোলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের। শতবর্ষ বলে কথা! পরিকল্পনাও বিশাল। কমিটির সভাপতি অনুপকুমার সিংহ জানিয়েছেন, “২৫ লক্ষ টাকা বাজেট। এত টাকার পুজো কোনও কালেই শিলচরে হয়নি।” কী করবেন তাঁরা? অনুপবাবু বললেন, স্থায়ী মণ্ডপেই পুজো হবে। তবে একে ভিন্ন রূপ দান করা হবে। প্রতিমার আধুনিক অলঙ্কার দর্শকদের টানবে। বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে মণ্ডপের পাশের বিলে রিমোট কন্ট্রোলে ‘টাইটানিক’ চালানো।
চমক লাগানোর জন্য তৈরি হচ্ছে শিলচরের অল মেডিক্যাল সেলস পিপলস অর্গানাইজেশন, কালীমোহন রোড সর্বজনীন পুজো কমিটি, রাখী সংঘ, মিতালী সংঘের মতো পুজো কমিটিগুলিও। |
|
|
|
|
|