টুকরো খবর
অপহৃত ব্যবসায়ী উদ্ধার
অপহরণের তিন দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হল হাইলাকান্দি জেলার বাউয়ারঘাটের ব্যবসায়ী আব্দুল আজিজ তালুকদারকে। কাছাড়ের কালাইনে তাঁর মোটর মেরামতির কারখানা রয়েছে। সেখান থেকেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শুক্রবার রাতে তাঁকে তুলে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে প্রথমে চার জনকে আটক করা হয়। তাদের জেরা করে দক্ষিণ হাইলাকান্দি জেলায় যখন তল্লাশি জোরদার করা হয় তখনই বিলাইপুরের পাহাড়ি রাস্তায় আজিজকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে গেলে তাঁর জ্ঞান ফেরে। তবে এখনও অসুস্থ থাকায় অপহরণের ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি।তবে এই অপহরণকারীরা জঙ্গি নয় বলে পুলিশ নিশ্চিত। তাদের ধারণা, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সাধারণ দুষ্কৃতীরাই অপহরণ করেছে। পুলিশের কথায়, তল্লাশির চাপেই আজিজকে ফেলে দুষ্কৃতীরা পালায়। তবে ভিন্ন এক সূত্রে জানা গিয়েছে, দর কষাকষি করে টাকা আদায় করেই দুষ্কৃতীরা তাকে মুক্তি দিয়েছে। পুলিশ শুধু তাকে তুলে আনে। মুক্তিপণের কথা অবশ্য তার পারিবারিক সূত্রেও অস্বীকার করা হয়েছে।

নৌকা ডুবে নিখোঁজ ২
নৌকা ডুবে সুবণর্র্রেখা নদীতে নিখোঁজ হওয়া ঝাড়খণ্ডের দু’জনের সন্ধান মঙ্গলবারও পাওয়া যায়নি। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানা ও ঝাড়খণ্ডের সোনাহাতু থানার মাঝে সুবণর্র্রেখা নদীতে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিরা হলেন সোনাহাতু থানা এলাকার বারামদা গ্রামের প্রৌঢ় গোষ্ঠ কর্মকার ও ওই এলাকার মহলডি গ্রামের যুবক বিশ কুমার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সব্জি প্রধান সোনাহাতুর চাষিরা প্রতিদিনই সব্জি বিক্রি করতে পুরুলিয়ার সুইসার আড়তে আসেন। সোমবারও সোনাহাতুর দুলমি ঘাট থেকে প্রায় ২০ জন ওই নৌকায় সুইসার ডুংডাং ঘাটে আসছিলেন। দুলমি ঘাট ছাড়ার কিছু পরেই নদীতে হঠাৎ স্রোতের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া অনেক যাত্রীকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। তবে, মঙ্গলবার পর্যন্ত ওই দু’জনের হদিশ মেলেনি।

বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র
বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, এখনও ব্রহ্মপুত্র-সহ অসমের তিনটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। সরকারি হিসেবে ধেমাজি, কামরূপ, শোণিতপুর, লখিমপুর জেলায় বন্যা চলছে। ধেমাজির ১২৪টি, কামরূপে ৮টি, শোণিতপুর ও লখিমপুরের দু’টি গ্রাম জলমগ্ন। নেমাতিঘাটের কাছে ব্রহ্মপুত্র, গোলাঘাট, নুমালিগড়ের কাছে ধনসিরি বিপদ সীমার উপরে রয়েছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৫ হাজার।

কাবেরীর জলবণ্টন
কাবেরী নদী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আগে মন্ত্রিসভার সঙ্গে নিজেদের দাবি ঝালিয়ে নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।

রাজাপক্ষের প্রতিবাদে
রাজাপক্ষের ভারত সফরের প্রতিবাদে গায়ে আগুন দেওয়া বিজয়রাজ নামের ব্যক্তি মঙ্গলবার হাসপাতালে মারা যান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.