অপহরণের তিন দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হল হাইলাকান্দি জেলার বাউয়ারঘাটের ব্যবসায়ী আব্দুল আজিজ তালুকদারকে। কাছাড়ের কালাইনে তাঁর মোটর মেরামতির কারখানা রয়েছে। সেখান থেকেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শুক্রবার রাতে তাঁকে তুলে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে প্রথমে চার জনকে আটক করা হয়। তাদের জেরা করে দক্ষিণ হাইলাকান্দি জেলায় যখন তল্লাশি জোরদার করা হয় তখনই বিলাইপুরের পাহাড়ি রাস্তায় আজিজকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে গেলে তাঁর জ্ঞান ফেরে। তবে এখনও অসুস্থ থাকায় অপহরণের ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি।তবে এই অপহরণকারীরা জঙ্গি নয় বলে পুলিশ নিশ্চিত। তাদের ধারণা, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সাধারণ দুষ্কৃতীরাই অপহরণ করেছে। পুলিশের কথায়, তল্লাশির চাপেই আজিজকে ফেলে দুষ্কৃতীরা পালায়। তবে ভিন্ন এক সূত্রে জানা গিয়েছে, দর কষাকষি করে টাকা আদায় করেই দুষ্কৃতীরা তাকে মুক্তি দিয়েছে। পুলিশ শুধু তাকে তুলে আনে। মুক্তিপণের কথা অবশ্য তার পারিবারিক সূত্রেও অস্বীকার করা হয়েছে।
|
বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র |
বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, এখনও ব্রহ্মপুত্র-সহ অসমের তিনটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। সরকারি হিসেবে ধেমাজি, কামরূপ, শোণিতপুর, লখিমপুর জেলায় বন্যা চলছে। ধেমাজির ১২৪টি, কামরূপে ৮টি, শোণিতপুর ও লখিমপুরের দু’টি গ্রাম জলমগ্ন। নেমাতিঘাটের কাছে ব্রহ্মপুত্র, গোলাঘাট, নুমালিগড়ের কাছে ধনসিরি বিপদ সীমার উপরে রয়েছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৫ হাজার।
|
কাবেরী নদী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আগে মন্ত্রিসভার সঙ্গে নিজেদের দাবি ঝালিয়ে নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
|
রাজাপক্ষের ভারত সফরের প্রতিবাদে গায়ে আগুন দেওয়া বিজয়রাজ নামের ব্যক্তি মঙ্গলবার হাসপাতালে মারা যান। |