চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রেল পুলিশ অবশ্য ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে রামপুরহাট স্টেশনে। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া ডাউন মালদহ-বর্ধমান প্যাসেঞ্জারে উঠতে গিয়ে পড়ে যান। তাঁর পা কেটে যায়। রেলপুলিশ উদ্ধার করে তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতলে ভর্তি করে। মঙ্গলবার সকালে মৃত্যু হয়। ওই ব্যক্তির পকেট থেকে রামপুরহাট থেকে শিয়ালদহ যাওয়ার এক্সপ্রেস ট্রেনের টিকিট মিলেছে।
|
পুনর্বাসন ছাড়া রেলের আশেপাশে বসে থাকা লোকজনকে উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে মঙ্গলবার সিউড়িতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দলের সিউড়ি ব্লক সভাপতি অসীম মুখোপাধ্যায়ের দাবি, “২০০৭ সালে রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছেদ করা হবে না। তাই এ দিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয়েছে।” জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
|
বোমাবাজি
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ফের দু’টি ক্লাবের মধ্যে বোমাবাজি হয়েছে সাঁইথিয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের দু’টি ক্লাবের মধ্যে কিছুদিন ধরে গণ্ডগোল চলছে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় ৯ নম্বর ওর্য়াডের ওই ক্লাবের দুই সদস্যকে তুলে নিয়ে গিয়ে ১০ নম্বর ওয়ার্ডের ওই ক্লাবের সদস্যরা মারধর করে। এই নিয়ে উভয় ক্লাবের মধ্যে বোমাবাজি হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
|
পরিচয়পত্র বিলি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হল ময়ূরেশ্বর থানার মাঝারিপাড়ায়। মঙ্গলবার আইএনটিইউসির উদ্যোগে হাটতলায় শিবির করে ৪৪৬ জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর ওই একই জায়গায় ২০০ জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। |