খেলার টুকরো খবর

ফুটবল টুর্নামেন্ট
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাসে দু’দিনের প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মঙ্গলপুর একাদশ। রবিবার ও সোমবার ইন্দাস হাইস্কুল ফুটবল মাঠে ম্যাচগুলি হয়। সোমবার ফাইনাল ম্যাচে মঙ্গলপুর একাদশ ইন্দাস-১ একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। ইন্দাস থানার ১০টি পঞ্চায়েত থেকে ১০টি দল যোগ দিয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে, থানার ওসি কৌশিক মিশ্র প্রমুখ।

মহিলা ফুটবল
বোরো থানা এলাকার মহিলাদের জঙ্গলমহল কাপের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল খয়েরবনি। ১৩-১৫ সেপ্টেম্বর ম্যাচগুলি হয়। যোগ দিয়েছিল মোট ৩৯টি দল। শুশুনিয়া স্কুলের মাঠে চূড়ান্ত ম্যাচ নির্ধারিত সময়ে নিস্পত্তি না হওয়ায় টাইব্রেকার হয়। খয়েরবনি ফুটবল দল ৫-৪ গোলে ঝরিয়াডি ফুটবল দলকে পরাজিত করে।

জয়ী জারগো
—নিজস্ব চিত্র।
জনসংযোগ বাড়াতে পুলিশের উদ্যোগে রবিবার ও সোমবার ঝালদার সত্যভামা হাইস্কুলের মাঠে এই ফুলবল টুর্নামেন্ট হল। মহিলাদের ১৬টি ফুটবল দল যোগ দেয়। সোমবার চুড়ান্ত ম্যাচে জারগো মহিলা একাদশ ৩-০ গোলে দাতিয়া আদিবাসী মহিলা একাদশকে পরাজিত করে। ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর প্রমুখ।

চ্যালেঞ্জ কাপ
বড়জোড়ার মালিয়াড়া নবরত্ন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে প্রশান্ত চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট। মোট ১৬টি দল যোগ দিয়েছে। ম্যাচগুলি মালিয়াড়া রাজনারায়ণ উচ্চবিদ্যালয়ের ফুটবল ময়দানে হবে।

স্মৃতি ফুটবল
—নিজস্ব চিত্র।
দাঁসদা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল ঝালদার আনন্দবাজার ফুটবল একাদশ। রবিবার চূড়ান্ত খেলায় টাইব্রেকারে তারা ৩-২ গোলে পুরুলিয়ার মাগুড়িয়া অ্যাথলেটিক্স ক্লাবকে.হারিয়েছে। গত একমাস ধরে আনন্দবাজার ফুটবল ক্লাবের উদ্যোগে ঝালদা হাইস্কুলের মাঠে ফুটবল টুর্নামেন্টটি হয়। ১৬টি দল যোগ দিয়েছিল।

জিতল বিষ্ণুপুর
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত নকুলচন্দ্র দে মেমোরিয়াল উইনার্স ট্রফি ও অলমাইটি গ্রুপ রানার্স ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল মঙ্গলবার থেকে। মঙ্গলবার পাত্রসায়র ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় জয়ী হয় বিষ্ণুপুর মৈত্রী সঙ্ঘ। তারা সোনামুখীর ধানসিমলা তরুণ সঙ্ঘকে ১-০ গোলে হারায়। গোলটি করেন মৈত্রী সঙ্ঘের বুধুয়া বেরা। ৮টি দল আছে।

ক্রীড়া প্রতিযোগিতা
খাতড়া মহকুমার স্কুলস্তরের আদিবাসী ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হল মঙ্গলবার। সিমলাপালের লক্ষীসাগর হাইস্কুল মাঠে আসর বসে। উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সুকুমার হাঁসদা। বিদ্যালয় ক্রীড়া সংসদের জেলা সভাপতি সুব্রত দরিপা জানান, অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবলে ও অনূর্ধ্ব ১৭ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে রাইপুর ব্লক। ফুটবলে রানার্স হিড়বাঁধ ব্লক ও কাবাডিতে রানার্স হয়েছে রানিবাঁধ ব্লক। ১০০ মিটার, ৬০০ মিটার দৌড়, শর্টপার্ট ও হাইজাম্প হয়। ৮টি ব্লকের ২৭২ জন যোগ দেয়।

বিষ্ণুপুরে শিবির
রাজ্য ক্রীড়া পর্ষদ পরিচালিত অনূর্ধ্ব ১৫ ফুটবল কোচিং ক্যাম্প মঙ্গলবার থেকে শুরু হল। বিষ্ণুপুরের পিয়ারডোবায় এই ক্যাম্প শুরু হয়। শিবিরের কোচ প্রবীর ভট্টাচার্য জানান, “প্রশিক্ষণে আগ্রহী ২০০ জনের মধ্যে থেকে ৩০ জনকে বাছাই করা হয়েছে। শিবির চলবে ২০১৩-র মার্চ মাস পর্যন্ত।” বাঁকুড়া জেলা ছাড়াও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকা থেকেও ফুটবল প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীরা এই ক্যাম্পে যোগ দিয়েছে।

রেঞ্জার জুবিলি
ছবি: সুজিত মাহাতো
জেলা কাউন্সিল অফ স্কুল (স্পোর্টস অ্যান্ড গেম)-এর উদ্যোগে পুরুলিয়াতে শুরু হয়েছে রেঞ্জার জুবলি ফুটবল কাপ। গত ১২ সেপ্টেম্বর থেকে পুরুলিয়ার হিলভিউ ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ফাইনাল খেলা হবে ২৫ সেপ্টেম্বর। যোগ দিয়েছে পুরুলিয়ার ৪০টি স্কুলের ফুটবল দল।

ফুটবল প্রতিযোগিতা
জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিউড়িতে ক্রীড়া সংস্থার মাঠে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিন ব্যাপী অনূর্ধ্ব ১৯ আন্তঃ মহকুমা ফুটবল প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতা থেকে অনূর্ধ্ব ১৯ আন্তঃ জেলা ফুটবল প্রতিযোগিতার জন্য খেলোয়াড় বাছাই করা হবে।

সংক্ষেপে
• আজ, বুধবার সিউড়ি ক্রীড়া সংস্থার মাঠে মহকুমা আন্তঃ ক্লাব ফুটবল প্রতিযোগিতায় কেন্দুয়া স্বামীজী সঙ্ঘের মুখোমুখি হতে চলেছে সিউড়ি রবীন্দ্রপল্লি সেবা সৎকার সমিতি। গত ১৩ সেপ্টেম্বর ওই প্রতিযোগিতায় সিউড়ি সবুজ সঙ্ঘকে ৩-০ গোলে হারিয়েছে সিউড়ি প্রাণ সমিতি। পরের দিন বনগ্রাম নেতাজি সঙ্ঘের কাছে ১-০ গোলে পরাজিত হয় মাঝিগ্রাম স্পোর্টস্ ক্লাব। অন্য দিকে, গত ১৬ সেপ্টেম্বর সিউড়ি প্লেয়ার্স কর্নার বনাম সিউড়ি দিশারী ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। মঙ্গলবার বনগ্রাম নেতাজি সঙ্ঘের সঙ্গে আমোদপুর স্পোর্টস্ কমপ্লেক্সের খেলাটিও ১-১ গোলে ড্র হয়। আগামী ৭ অক্টোবর ওই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

• ময়ূরেশ্বরের নন্দীহাট আদিবাসী ক্লাবের পরিচালনায় গত ১০ সেপ্টেম্বর স্থানীয় লোকপাড়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল এক দিনের ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফাইনালে সোঁজ আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুন্দল আদিবাসী ক্লাব। প্রতিযোগিতার পুরস্কার দর্শকদের আলাদা করে নজর টেনেছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে দেওয়া হয়েছে দু’টি করে ছাগল। সেমিফাইনালের পরাজিত দল দুবান্দি ও সোঁজ বাগানপাড়া আদিবাসী ক্লাবকে দেওয়া হয় দু’টি করে ভেড়া। কোয়ার্টার ফাইনালে পরাজিত বেলেড়া, ভাওয়াল, পাঁইসোল ও লোকপাড়া আদিবাসী ক্লাবকেও পুরস্কৃত করা হয়। তারা পায় হাঁস। অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য রামচরণ দত্ত বলেন, “পুরস্কারে পাওয়া ছাগল-ভেড়া দিয়ে খেলোয়াড়েরা ফিস্ট করবে বলে এই পুরস্কার।”
দুবরাজপুরের আসানসুলিতে প্রীতি ফুটবল ম্যাচের ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
• সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর দুবরাজপুরের আসানসুলি গ্রাম লাগোয়া মাঠে অনুষ্ঠিত হল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সঙ্গে আয়োজক সংস্থার প্রীতি ফুটবল ম্যাচ। ৪-১ গোলে জয়ী হয় আয়োজক সংস্থা। ওই দলের বৈদ্যনাথ বাগদি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় হাজির ছিলেন দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত। সংস্থার কর্ণধার অনন্ত পাল বলেন, “এই ম্যাচ থেকে স্থানীয় দু’জন সম্ভাবনাময় খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।”

• ময়ূরেশ্বরের লোকপাড়া ধর্মরাজ সংস্থা পরিচালিত ১৬ দলের তিনদিনের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ফাইনালে মুখোমুখি হবে কুমারপুর আদিবাসী ক্লাব ও নন্দীহাট আদিবাসী ক্লাব। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় কলেজ মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর বারগ্রাম পূর্বাশা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কুমারপুর। অন্য দিকে, লোকপাড়া সিধু-কানহু আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় নন্দীহাট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.