গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পূর্বস্থলী ২ ব্লকে লক্ষ্মীপুর বাজার লাগোয়া ডাঙাপাড়া গ্রামের একটি বাড়ি। সোমবার রাতের এই ঘটনায় আগুন ছড়ায় বাড়ি লাগোয়া গোয়ালঘরেও। মৃত্যু হয় ১১টি ছাগলের। বাড়ির মালিক সাত্তার শেখ জানান, রাত দেড়টা নাগাদ তাপে তাঁদের ঘুম ভেঙে যায়। কোনও রকমে পরিবারের পাঁচ সদস্য বাইরে বেরিয়ে দেখেন, দরমার বেড়া ও টিনের চালের বাড়িটি দাউদাউ করে জ্বলছে। কয়েক মুহূর্তে বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরেও। সেখানে এগারোটি ছাগলের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয় একটি গরুও। সাত্তার পুলিশের কাছে তাঁর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুকুমার দাস। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়ার কাছে পানুহাট এলাকায়। পুলিশ জানায়, সোমবার ওই এলাকায় মনসা পুজো ছিল। ছাত্রীটি পুজো মণ্ডপে যাচ্ছিল। সেই সময়ে এলাকারই দুই যুবক শ্লীলতাহানি করে বলে মঙ্গলবার সকালে ছাত্রীটির মা রিনা মাঝি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রীর চেঁচামেচিতে এলাকার লোকজন বেরিয়ে এলে দুই যুবক চম্পট দেয়। এ দিন দুপুরে তাদের মধ্যে সুকুমারকে এলাকায় দেখে বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, অপর অভিযুক্ত ছোট্টু দেবনাথ পলাতক। তার খোঁজ চলছে।
|
কলকাতা থেকে গাড়িতে চড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে হুগলির গুড়াপে। পুলিশ জানায়, মৃতদের নাম নীলমাধব মুখোপাধ্যায় (৪৭) ও কমল পাত্র (৩৩)। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয়। তাঁদের দু’জনেরই বাড়ি গুড়াপ থানার জোলকুল গ্রামে। নীলমাধববাবু গাড়ির চালক। গুড়াপে একটি পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়।
|
শ্মশানে যাওয়ার পথে ম্যাটাডরের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল শববাহী গাড়ি। মঙ্গলবার সকালে মেমারি থানার কুচুটের কাছে এই ঘটনায় জখম হলেন ৩০ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমানের রায়নগর থেকে কালনা শ্মশানে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে শববাহী গাড়িটি। ম্যাটাডরের সঙ্গে ধাক্কায় সেটির চাকা খুলে যায়। ম্যাটাডরটির অবশ্য কোনও ক্ষতি হয়নি। জখমদের প্রথমে পাহারহাটি স্বাস্থ্যকেন্দ্র, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
|
সেচখালের সেতুর তলা থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হল খণ্ডঘোষ থানার বেড়ুগ্রামে। মঙ্গলবার সকালে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতার আনুমানিক বয়স ৪০। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। অন্যত্র খুন করে দেহটি সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা।
|
গলসির মসজিদপুর সমবায়ের পরিচালন সমিতির ভোটে সমস্ত আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের গলসি ২ ব্লক কার্যকরি সভাপতি নবকুমার হাজরা জানান, ওই সমিতির ৬৭টি আসনের কোনওটিতেই অন্য কোনও পক্ষ প্রার্থী না দেওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন। |