নয়ানজুলিতে ম্যাটাডর উল্টে জখম হলেন কুড়ি জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মন্তেশ্বরের কুসুমগ্রামে। জখমদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৭টা নাগাদ মেমারি-কাটোয়া রোড ধরে যাচ্ছিল ম্যাটাডরটি। গন্তব্য ছিল মেমারি স্টেশন। ম্যাটাডরে ছিলেন মন্তেশ্বর, সাহাপুর, আসানপুর গ্রামের জনা কুড়ি যাত্রী। যাত্রীরা জানান, কুসুমগ্রামে ভাঙাচোরা রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় মানুষজন উদ্ধারকাজ শুরু করেন। যাত্রীদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখান থেকেই চালক-সহ গুরুতর জখম তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। |
জখম যাত্রীরা জানান, ওই রুটে একটি মাত্র সরকারি বাস ও কয়েকটি বেসরকারি বাস চলাচল করে। বেসরকারি বাসের ধর্মঘট চলায় ভরসা এখন একমাত্র সরকারি বাসটি। কিন্তু কোনও কারণে এ দিন সেই বাসটিও চলেনি। ফলে মেমারি স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার জন্য ওই তিন গ্রামের যাত্রীরা ম্যাটাডরটি ভাড়া করেছিলেন। কিন্তু মাঝপথে খারাপ রাস্তায় দুর্ঘটনা ঘটে যায়।
কুসুমগ্রাম এলাকার বাসিন্দাদের ক্ষোভ, দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে এই রাস্তাটি। বড় বড় গর্তে ভরে গিয়েছে। বর্ষায় সেই সব খানা-খন্দে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। মন্তেশ্বর ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ চলছে। |