ছাত্র সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। শুক্রবার থেকে সেখানে ফের পঠনপাঠন শুরু হবে বলে জানালেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের উপদেষ্টা অতীন চৌধুরী জানান, কলেজে গোলমাল বাধানোর অভিযোগে পাঁচ জন আবাসিক ছাত্রকে আর্থিক জরিমানা ও হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। কয়েক জন অনাবাসিক ছাত্রের অভিভাবককে কলেজে ডেকে পাঠানো হয়েছে। দিন কয়েক আগেই বিশ্বকর্মা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে এক দল আবাসিক ও অনাবাসিক ছাত্রের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে র্যাফ নামাতে হয়। এর পরেই অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। আবাসিক ছাত্রছাত্রীদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
|
আসানসোলে পুলিশ কোর্ট চালুর বিরোধিতা করে মঙ্গলবার বেশ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করলেন আসানসোল আদালতের আইনজীবীরা। আদালতের মূল গেটে ধর্নায় বসেন তাঁরা। ফলে বিভিন্ন থানা থেকে নিয়ে আসা ধৃতদের আদালতে তোলা যায়নি। আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল অভিযোগ করেন, পুলিশ কমিশনারেট চালু হওয়ার পরে আসানসোলে একটি পুলিশ কোর্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্ত সঠিক নিয়ম মেনে হচ্ছে না। বাণীবাবুর হুমকি, “সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলন শুরু হবে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের রানিসায়র মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম চন্দন দাস (২৯)। বাড়ি জামুড়িয়ার মর্ডান সাতগ্রাম কোলিয়ারি এলাকায়। এ দিন তিনি পিকআপ ভ্যানে চাপিয়ে কোলিয়ারি থেকে বাড়ির জ্বালানি কয়লা আনছিলেন। রানিসায়র মোড়ে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
|
পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশনের প্রধানঘণ্টা স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যায় মঙ্গলবার সকালে। ফলে প্রায় দু’ঘণ্টা রেল চলাচল বিঘ্নিত হয়। দুরন্ত এক্সপ্রেস-সহ তিনটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১১টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হয়।
|
এক মহিলার মৃতদেহ উদ্ধার করল বুদবুদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম মায়া আঁকুড়ে (৪৫)। বাড়ি চাকতেঁতুল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মায়াদেবীর বাড়ির পাশে একটি পুকুরে তাঁর দেহটি ভাসতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
|
দুর্গাপুর
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
জামুড়িয়া
ফুটবল প্রতিযোগিতা। রাজারাম ডাঙ্গা মাঠ। বিকাল ৪টা।
চিত্তরঞ্জন
ফুটবল। ওভাল মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা। |