বাস ধর্মঘটের জেরে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করল জেলা ক্রীড়া সংস্থা। বাতিল সব ম্যাচের তারিখ পরে জানানো হবে বলে সংস্থা সূত্রে জানা যায়। মঙ্গলবার বর্ধমান ও কাটোয়ার মধ্যে অনূর্ধ্ব ১৯ ফুটবলের ফাইনাল হওয়ার কথা ছিল। বাস ধমর্র্ঘটের ফলে ম্যাচটি হয়নি। তবে ২০ তারিখ বর্ধমান সদর জোন স্কুল ভলিবলের সমস্ত ম্যাচ অরবিন্দ স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে।
|
১০৭ পয়েন্ট ফুটবল প্রতিযোগিতায় সোমবার সম্প্রীতি ক্লাব ৪-২ গোলে হারিয়ে দেয় কলেজ মাঠ একাদশকে। শনিবার থেকে কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এই প্রতিযোগিতা শুরু হয়েছে। যোগ দিয়েছে ছ’টি দল। আদর্শপল্লি মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় শনিবার দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি ও সম্প্রীতির মধ্যে খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। রবিবার জয়শ্রী সঙ্ঘ ২-০ গোলে অম্বলগ্রামকে হারিয়ে দেয়।
|
চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগে মঙ্গলবার ওভাল মাঠে জয়ী হল শিবাজি সঙ্ঘ। তারা ক্রিসেন্ট ক্লাবকে ৮-১ গোলে হারায়। এই খেলায় সেরা শিবাজি সঙ্ঘের অর্ঘ্য বন্দোপাধ্যায়। এই প্রতিযোগিতায় এইচসিএল মাঠে অমীমাংসিত ভাবে শেষ হল সিধু-কানু স্পোর্টিং ও ছাত্রসঙ্ঘের খেলা। ফল ছিল ১-১। এই খেলায় সেরা সিধু-কানুর স্বরোজ সোরেন।
|
মর্ডান বয়েজ ক্লাব আয়োজিত চন্দন দে ও কণকদেবী স্মৃতি ফুটবলে মঙ্গলবারের খেলায় বিজয়ী হল তানসেন এসি। তারা ক্লাবের মাঠে আয়োজক সংস্থাকে ৩-২ গোলে হারিয়ে দেয়। তানসেনের হয়ে কৃষ্ণা সিংহ দু’টি এবং আব্দুল গনি মিদ্দা একটি গোল করেন। মডার্নের হয়ে সুমিত বাদ্যকর ও আব্দুল গনি মিদ্দা গোল করেন।
|
শ্রীপুর বিবাদী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল সিধু-কানু আদিবাসী ক্লাব। নিশ্চিতা বিবাদী মাঠে তারা পাড়াডাঙাকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত ফল ছিল গোলশূন্য।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে মঙ্গলবার রেল মাঠে ডিএসএ রেল বিইউসি-কে ১-০ গোলে হারায়।
|
কাল্লা হরিপদ উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার জিতল দোমহানি কাশীডাঙা। তারা মহাবীর সঙ্ঘকে (চেলোদ) টাইব্রেকারে ৪-১ গোল হারায়। |