স্ত্রীকে পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার জাগিরবস্তি এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম নূর হুসেন। তার বাড়ি গোয়ালপোখর থানার দুলালিভিটায়। এক মাস আগে নূর ইসলামপুর থানার জাগিরবস্তির আমিনা খাতুনকে বিয়ে করেন। শুক্রবার তাঁরা দিল্লিতে যাওয়ার জন্য বিহারের কিসানগঞ্জ স্টেশনে গিয়েছিলেন। এলাকার কিছু লোক তাঁদের পৌঁছতে যান। আমিনা দেবী পুলিশকে জানান, স্টেশনে গিয়ে তিনি বুঝতে পারেন তাঁর স্বামী তাঁকে পাচারের চক্রান্ত করেছে। তিনি স্থানীয় লোকেদের বিষয়টি জানান। বাসিন্দারা তাঁদের জাগিরবস্তিতে নিয়ে যান। শনিবার আমিনা দেবী ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন। রাতে ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
|
পাট কাঠি চুরির ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। ১০ অগস্ট ঘটনা ঘটলেও শনিবার মহিলাকে হলদিবাড়ি হাসপাতাল থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। এই ব্যাপারে পুলিশে অভিযোগ দয়ের করা হলেও অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান। জখম মহিলা গৌরী সরকারের নয় আঁটি পাটকাঠি চুরি যায়। তা নিয়েই বিবাদ থেকে মারধরের ঘটনা ঘটে।
|
ট্রেনের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডালিমগাঁ রেলস্টেশন এলাকায়। মৃতার নাম লাভলি বেগম (২৫)। তাঁর বাড়ি স্থানীয় হরেকৃষ্ণপুর এলাকায়। রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ঈদে দুঃস্থদের লুঙ্গি ও শাড়ি বিলি করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রবিবার বিকালে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জের সুভাষগঞ্জ ঘোষপাড়া এলাকায় ২০০ বাসিন্দার মধ্যে লুঙ্গি, শাড়ি ও মিষ্টি বিলি করা হয়। ঈদের আনন্দে সবাইকে সামিল করতেই এমন আয়োজন করা হয়েছে। |