‘নিঃসঙ্গ নক্ষত্রপুঞ্জ’ (ডোয়ার্ফ গ্যালাক্সি) ডিডিও১৯০-এর ছবি উঠল হাব্ল টেলিস্কোপে।
পৃথিবী থেকে ৯০ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত এটি। এর নিকটতম প্রতিবেশী
ডিডিও১৮৭ এর থেকে ৩০ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে। ১৯৫৯ সালে কানাডার
জ্যোতির্বিদ সিডনি ভ্যান দার বার্গ প্রথম এর খোঁজ পান। ডিডিও১৯০ আয়তনে
তুলনামূলক ছোট। ঠিকঠাক আকারও নেই। সেই জন্যই এটিকে ‘ডোয়ার্ফ গ্যালাক্সি’
বলা হয়। নাসা জানিয়েছে, এর বাইরের দিকে রয়েছে লালচে ‘প্রবীণ’ তারার ভিড়
আর কেন্দ্রের দিকে ঠাসাঠাসি করে অপেক্ষাকৃত ‘নবীন’ নীলচে তারা। ছবি নাসার সৌজন্যে। |