টুকরো খবর |
অভিনব প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে রবিবার অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল জলপাইগুড়ি সমাজ ও নদী বাঁচাও কমিটি। এ দিন সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ ডি জাতীয় সড়কের তিস্তা সেতু এলাকায় পথচারীদের থেকে সেতু মেরামতির জন্য চাঁদা তুলেছেন কমিটির সদস্যরা। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষদেরই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করে সেতু মেরামতির জন্য চাঁদা তোলা হয়েছে বলে কমিটি জানিয়েছে। এ দিন জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনকে দাঁড় করিয়ে তাদের থেকে এক টাকা চাঁদা দেওয়ার আর্জি জানান কমিটির সদস্যরা। এদিনের কর্মসূচিতে প্রায় সাড়ে সাত হাজার টাকা জোগাড় হয়েছে বলে জানানো হয়েছে। এই টাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে সমাজ ও নদী বাঁচাও কমিটি। এদিন কমিটির মুখপাত্র সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “টাকার কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেহাল সড়ক মেরামত করছেন না। সে কারণেই এদিন ভিক্ষা কর্মসূচি পালন করা হয়। সাধারণ পথচলতি মানুষদের কাছ থেকে এদিন ভিক্ষে করে টাকা তোলা হয়েছে। এই টাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।”
|
ঝুলন্ত দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বাপের বাড়িতে এসে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে আলিপুরদুয়ার থানার সলসলাবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। ওই শিক্ষিকার বাঁ হাতের শিরা কাটা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিক্ষিকার নাম পায়েল দত্ত (২৩)। সাত মাস আগে তাঁর আলিপুরদুয়ারে বিয়ে হয়। দুদিন আগে বাপের বাড়িতে আসেন। এ দিন তাঁর মা মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বালকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার হল বাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে। রবিবার ভোরে ঘটনাটি ঘটে ফালাকাটা থানার জয়চাঁদপুর গ্রামে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ওই বালকের নাম শুভম দাস (১০)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। সে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। শনিবার বিকালে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শুভম। সন্ধে থেকে অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। এদিন ভোরে বাড়ি সংলগ্ন একটি ডোবায় ওই ছাত্রের দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেন বলেন, “বালকের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে।”
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের উদ্যোগে রবিবার বিকেলে জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় আইনি সহায়তা নিয়ে নানান আলোচনা হয়। এদিনের সভায় দার্জিলিং জেলা কমিটির সভাপতি নান্টু পাল-সহ অমিত ভট্টাচার্য, নির্মল ঘোষদস্তিদার, গণেশ ঘোষ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় স্থির হয়েছে, আগামী ২৭ অগস্টের মধ্যে জলপাইগুড়ির জেলার একটি সম্মেলন কমিটি গঠিত হবে।
|
২৮শে অবস্থান
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ভক্তিনগর থানাকে শিলিগুড়ি কমিশনারেটের আওতায় আনার প্রতিবাদে আগামী ২৮ অগস্ট জেলাশাসকের দফতরের সামনে অবস্থানে বসবে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস। এদিন সংগঠনের সভায় ভক্তিনগর নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে জলপাইগুড়িতে পুর কর্পোরেশন গঠনের দাবিও রাখা হবে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। শহর ব্লক কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “জলপাইগুড়ি শহরের প্রতি বঞ্চনার প্রতিবাদেই অবস্থান হবে।”
|
ঈদ, বস্ত্র বিলি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
খুশির ঈদ উপলক্ষে আলিপুরদুয়ারে দুঃস্থদের বস্ত্র বিতরণ করল কংগ্রেস। রবিবার বিকেলে শহরে জেলা পরিষদ ভবনে এক অনুষ্ঠানে বস্ত্র বিতরণ হয়। প্রায় পাঁচশো জনের হাতে নতুন জামা কাপড় তুলে দেন কংগ্রেস নেতৃবৃন্দ। আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় জানান, টাউন ব্লক কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ হয়েছে।
|
বিবাদে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
দুই পরিবারের জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল শামুকতলার উত্তর মাঝেরডাবরি গ্রামে। ওই গ্রামের প্রশান্ত সেন ও প্রবীর হালদারের বিবাদ ছিল। রবিবার বিবাদ চলাকালীন প্রশান্ত সেনের রান্নাঘরে আগুন লেগে যায়। পুলিশ প্রশান্ত সেনকে আটক করে।
|
আবগারি অভিযান |
ভুটান ও সিকিমের সস্তার মদ চোরাপথে ঢুকে পড়ায় রাজ্য সরকারের প্রচুর টাকার রাজস্ব নষ্ট হচ্ছে। পুজোর আগে বেআইনি পথে আনা সিকিম ও ভুটানের মদ আটক করতে অভিযানে আবগারি দফতরের জলপাইগুড়ি শাখা। শনিবার ওদলাবাড়ি রেলগেটে ৬০ কার্টন সিকিমের মদ আটক হয়।
|
দেহ মিলল |
অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল শামুকতলা থানার চেপানি গ্রামে। রায়ডাক-২ সেতুর পাশে দেহ পড়ে ছিল। পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। |
|