টুকরো খবর
দলীয় সদস্যের হাতে প্রহৃত তৃণমূলকর্মী
এক তৃণমূলকর্মী রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দলেরই অন্য কর্মীদের বিরুদ্ধে। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ভরকুণ্ডা পঞ্চয়েতের দৌলতপুর গ্রামের ঘটনা। প্রহৃত তৃণমূলকর্মী কমল মজুমদারকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে সুবল পাল নামে এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। দলীয় সূত্রের খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এ দিন এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমলবাবু অন্য এক তৃণমূলকর্মী বিপ্লব পাল-সহ চার জনের বিরুদ্ধে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। এ দিনের ঘটনার পর বিপ্লব এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অশোকনগর ব্লক যুব তৃণমূলের সহ-সভাপতি অতীশ সরকারের অভিযোগ, “বিপ্লব এবং তাঁর অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে কমলবাবুর মাথায় আঘাত করেছে।” অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান ও অশোকনগর ব্লক তৃণমূল সভাপতি সমীর দত্ত বলেন, “যারা মারধর করেছে তারা যে দলেরই হোক, পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। মূল অভিযুক্ত আগে সিপিএম করত। এখন তৃণমূলে ঢুকে গণ্ডগোল করছে।” পুরসভার ভাইস চেয়ারম্যান প্রবোধ সরকার অবশ্য বলেন, “এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, পাড়াগত বিরোধ। বিরোধ মেটানোর চেষ্টা চলছে।”

বাসন্তীতে নারী ও শিশু পাচার রোধে শিবির
নারী ও শিশু পাচার রোধে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের উদ্যোগে এক সচেতনতা শিবির হয়ে গেল বাসন্তীর কুলতলি বাসস্ট্যান্ডের কাছে। শনিবার ওই শিবিরের আয়োজন করে বাসন্তী থানা। সুন্দরবনের বিভিন্ন এলাকার বাসিন্দারাও শিবিরে সামিল হয়েছিলেন। কাজের প্রলোভন দেখিয়ে অচেনা কেউ যাতে নারী বা শিশুদের অন্যত্র নিয়ে যেতে না পারে সে ব্যাপারে উপস্থিত শ্রোতাদের সচেতন করা হয়। অপরিচিতদের ব্যাপারে যথাযথ খোঁজ নেওয়া এবং পুলিশকে জানানোর উপরে জোর দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল, পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই, মহকুমাশাসক শেখর সেন প্রমুখ। পুলিশ সুপার বলেন, “সুন্দরবন এলাকা থেকে বহু নারী ও শিশু পাচারের প্রবণতা সবচেয়ে বেশি। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে এই পাচার চক্র বন্ধ করতে আমরা উদ্যোগী হয়েছি।” চুনাখালি পঞ্চায়েত অফিসে বাসন্তী থানার পরিচালনায় শনি ও রবি দু’দিন ধরে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন হয়। ৩৭৫ জন চোখ পরীক্ষা করান।

তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত দলীয় কর্মীরাই
মাটির ব্যবসায় টাকা লেনদেন নিয়ে বচসার জেরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলেরই দুই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে, রবিবার রাত পর্যন্ত কাশীপুর থানার উড়িয়াপাড়া গাজিপুরের বাসিন্দা মোমিন খান এবং মিয়াজান হালদার নামে ওই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালে কাশীপুরের নতুনহাট এলাকায় পোলেরহাট-২ নম্বর পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল কর্মী আইজুল বৈদ্যকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। বিকেলবেলা এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। গভীর রাতে নিহতের ভাই এসরাত পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, মোমিন প্রথমে আইজুলকে বাঁশ দিয়ে মারে। তার পরে মিয়াজানও মারধর করে। তৃণমূলের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায় বলেন, “পুলিশকে বলেছি, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে।”

আবাসনে শ্লীলতাহানি, তির তৃণমূলের দিকে
ব্যারাকপুর স্টেশন সংলগ্ন একটি আবাসনে ঢুকে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। রবিবার সকালের ওই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল-সমর্থক কয়েক জন যুবকের দিকে। ওই বিবাহিতা মহিলা টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশি সূত্রের খবর, সকালে এক তৃণমূল নেতার সঙ্গে চার-পাঁচ জন যুবক তাঁর বাড়িতে হানা দেন বলে জানান ওই মহিলা। অভিযোগ, তখনই তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়। পরে তাঁর উপরে ফের হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ তাঁর উপরে হামলা কেন? মহিলার অভিযোগ, ওই আবাসনের একটি ঘর সংস্কারকে কেন্দ্র করে কয়েক দিন আগে আবাসিকদের মধ্যে বিরোধ বাধে। তাঁর স্বামী আবাসন কমিটির একটি পদে রয়েছেন। তিনি সেখানে কিছু অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন। গত বুধবার তাঁর স্বামীকে কটূক্তি করা হয়। তিনি এবং তাঁর স্বামী প্রতিবাদ করায় এই হামলা বলে মহিলার অভিযোগ। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তথা ব্যারাকপুরের তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক উত্তম দাস বলেন, “ঘটনার কথা শুনেছি। দু’পক্ষকে নিয়ে সোমবার আলোচনায় বসব।”

ধৃত দুষ্কৃতী, উদ্ধার গয়না
ডাকাতির ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় সন্দেশখালির সরবেরিয়া থেকে রফিকুল হালদার নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। রফিকুলকে জেরা করে এক সোনার দোকানদার অমল দত্তকেও গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় প্রায় তিন ভরি সোনার গয়না। রবিবার ধৃতদের বসিরহাট এসিজেএমের আদালতে তোলা হলে বিচাররক তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, গত ২৭ জুলাই দুর্গমণ্ডপ গ্রামের এক শিক্ষক নিরঞ্জন মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়েছিল। তার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে অভিযুক্তদের বেশিরভাগের বাড়ি দক্ষিণ ২৪ পরগণায়। গোপনে রফিকুলের সরবেরিয়া আসার খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তারপরে ভাঙরের একটি সোনার দোকানে হানা দিয়ে অমল দত্তকেও ধরে। দুষ্কৃতীরা ওই দোকানদারের কাছেই গয়না বিক্রি করেছিল বলে জানায় পুলিশ।

রিভলভার উদ্ধার
মাটি খুঁড়তে গিয়ে মিলল দু’টি রিভলবার। শনিবার দেগঙ্গার হাদিপুরের চুপড়িঝাড়া গ্রামের ঘটনা। খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করে। তবে ওখানে রিভলবার কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায়, এ দিন সকালে চুপড়িঝাড়া গ্রামে একটি বাগান লাগোয়া শুকিয়ে যাওয়া পুকুর পাড়ে মাটি কাটার কাজ চলছিল। তখনই এক শ্রমিকের কোদালে রিভলবারটি ওঠে। ওই এলাকায় একজন বিএসএফ কর্মী থাকেন। তিনিই বুঝতে পারেন ওটি আসল রিভলবার। কিছুক্ষণের মধ্যেই আরও একটি রিভলবার মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্জন জায়গায় সুবিধামতো ব্যবহারের জন্য দুষ্কৃতীরা ওই আগ্নেয়াস্ত্র দু’টি পুঁতে রেখেছিল।

বনগাঁয় স্বাধীনতা দিবস
‘বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে শনিবার বনগাঁ মহকুমা আদালত চত্বরে পালন করা হল বনগাঁর স্বাধীনতা দিবস। তোলা হয় জাতীয় পতাকা। আদালত চত্বরে আসা লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বনগাঁ এবং গাইঘাটা ভারতের সঙ্গে যুক্ত হয় ১৯৪৭ সালের ১৮ অগস্ট। তার আগে বনগাঁ এবং গাইঘাটা ছিল পূর্ব পাকিস্তানের যশোহর জেলায়। আইনজীবীদের ওই সংগঠনের সম্পাদক সমীর দাস বলেন, “বনগাঁর মানুষদের কাছে এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। সেই কারণে আমরা গত ৭ বছর ধরে এই দিনটি উদ্যাপন করছি।”

বধূকে খুনের অভিযোগ
সাংসারিক অশান্তির জেরে কীটনাশক খাইয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে। শুক্রবার সকালে গোপালনগর থানার ভাণ্ডারখোলার বাসিন্দা মৌসুমি মোল্লা (৩৫) নামে ওই বধূকে আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরে তিনি মারা যান। তাঁর বাবা, বৈরামপুরের বাসিন্দা আনোয়ার হোসেন মণ্ডল শনিবার গোপালনগর থানায় জামাই রিয়াজুল মোল্লা-সহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক।

গাঁজা-সহ ধৃত তিন
চোরাই মোটরসাইকেল ও ১০ কিলোগ্রাম গাঁজা-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বসিরহাটের শশিনা এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নামে আরিজুল মোল্লা, সহিদুল ঢালি ও রেজাউল লর্দার। রবিবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

দুর্ঘটনায় জখম তিন
একটি মিনি ট্রাক শনিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে গাইঘাটার কলাসীমা বাজারে যশোহর রোডের ধারের একটি পাটের দোকানে ঢুকে পড়ে। চালক-সহ ট্রাকের তিন জন জখম হন। তাঁদের মধ্যে এক জনকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

নিখোঁজ ছাত্র
ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১২ বছরের এক কিশোর। নাম পাপ্পু দাশ। কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তী বলেন, “মাঝেরচক সত্যপ্রিয় স্মৃতি বিদ্যাপীঠের ওই ছাত্র জোয়ারের সময় স্নান করতে নেমে তলিয়ে যায়। তার খোজে তল্লাশি শুরু হয়েছে।”

জয়ী তৃণমূল
স্কুলে অভিভাবক প্রতিনিধি নিবার্চনে ০-৬ ভোটে সিপিএমকে হারিয়ে জিতল তৃণমূল। রবিবার হিঙ্গলগঞ্জের সুন্দরবন হাইস্কুলের ঘটনা।

যুবক গুলিবিদ্ধ
ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে খুড়িগাছি এলাকায়। পুলিশি সূত্রের খবর, আহতের নাম প্রদীপ মণ্ডল। তিনি সম্ভবত ম্যাচে জয়ী দলের সমর্থক। বিপক্ষের কেউ তাঁকে গুলি করে থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। প্রথমে নার্সিংহোমে, পরে তাঁকে পাঠানো হয় কলকাতার সরকারি হাসপাতালে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.