পুলিশের তৎপরতায় ধরা পড়ল কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিক তার। আটক করা হয়েছে মোটরসাইকেল-সহ ২টি গাড়ি। একটি গুদাম সিল করে দেওয়া হয়। তবে, অন্ধকারের সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ায়। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক জানান, সাড়ে ৩ টন অ্যালুমিনিয়ামের তার উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে থানার অফিসার শক্তিপদ দাস রাস্তায় টহল দিচ্ছিলেন। রাত ১২টা নাগাদ মাটিয়া বাজারের কাছে তিনি লক্ষ্য করেন, বেড়াচাঁপার দিক থেকে লাল রঙের একটি ছোট গাড়ি এবং একটি মোটরবাইক অত্যন্ত দ্রুতগতিতে আসছে। সন্দেহ হওয়ায় গাড়ি দু’টিকে থামতে বলেন ওই অফিসার। গাড়ি দু’টি একটি গুদামের সামনে থামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির লোকজন পালায়। পুলিশ গিয়ে দেখে গাড়ি ভর্তি তার। পুলিশ জানায়, গুদামের মালিকের নাম হাফিজুল মণ্ডল। তাঁর বাড়ি পানিগোবরা গ্রামে। ওই ব্যক্তির হদিস পায়নি পুলিশ। তাঁর গুদামে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের বসিরহাট ডিভিশনের ম্যানেজার প্রসূন ভৌমিক বলেন, “সম্প্রতি এই এলাকায় বৈদ্যুতিক তার চুরির কোনও অভিযোগ নেই। মনে হচ্ছে অন্য কোনও এলাকা থেকে তার চুরি করে এনে এখানে রাখা হচ্ছিল। যে পরিমাণ তার উদ্ধার হয়েছে তার মূল্য প্রায় ৬-৭ লক্ষ টাকা। ঘটনার তদন্ত হচ্ছে।” |