টুকরো খবর |
ব্যাঙ্ক উদ্বোধনে কাজিয়া সবংয়ে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধনকে ঘিরে কংগ্রেস-তৃণমূল কাজিয়া বাধল সবংয়ে। অনুষ্ঠানে রাজ্যের শাসকদল তৃণমূলকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে পথে নামেন সমর্থকেরা। ব্যাঙ্কের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয়। প্রতিবাদে রাস্তায় নামে কংগ্রেসও। অবশেষে তৃণমূলের রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে ও পুলিশি তৎপরতায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর ব্যাঙ্কের ওই শাখার উদ্বোধন করেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। বিষয়টি নিয়ে আগামী ২৪ অগস্ট তৃণমূলের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শনিবার সবং স্কুল সংলগ্ন এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির নতুন শাখার উদ্বোধন ছাড়াও গ্রাহকদের ‘জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট’ খুলে দেওয়া, কিষান ক্রেডিট কার্ড বিলিরও আয়োজন ছিল। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের নেতা অমূল্য মাইতির অভিযোগ, “ব্যাঙ্কের শাখা খোলা হচ্ছে, অথচ রাজ্য সরকারের কাউকে জানানো হয়নি। একটি রাজনৈতিক দল ও সেই দলের মন্ত্রীকে দিয়েই উদ্বোধন করা হচ্ছে। ব্যাঙ্কের ভাড়া বাড়ি ঠিক করা থেকে চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী নিয়োগেও স্বচ্ছতা নেই। তাই আমরা ব্যাঙ্কের আধিকারিকদের ঘেরাও করে রেখেছিলাম।” কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া অবশ্য বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্থানীয় বিধায়ক হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে ব্যাঙ্কের পদস্থ আধিকারিকদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হওয়ায় আমি লজ্জিত। ব্যাঙ্কের শাখা উদ্বোধনের অর্থ উন্নয়নকে ত্বরান্বিত করা। যাঁরা এটা করবেন তাঁরা উন্নয়ন বিরোধী বলেই মানুষের কাছে চিহ্নিত হবেন।” ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাওড়া জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার ওম প্রকাশ জৈনের বক্তব্য, “একটি রাজনৈতিক দল আলোচনার দাবি জানিয়ে রাস্তা ঘেরাও করেছিলেন। তাঁদের সঙ্গে আলোচনায় বসা হবে।”
|
রাস্তা সংস্কার শুরু, বিধায়ক শিলান্যাসে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পিড়াকাটা-চাঁদড়া রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। নতুন করে রাস্তাটি তৈরি হবে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। শনিবার আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস হল। শিলান্যাস করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। বিধায়ক বলেন, “এক বছরের মধ্যেই রাস্তা তৈরির কাজ শেষ হবে।” পিড়াকাটা- চাঁদড়া ও গোদাপিয়াশাল- আনন্দপুর রাস্তা দু’টি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল। ফলে সমস্যায় পড়তেন স্থানীয় মানুষ। জঙ্গলপথে চুরি-ছিনতাই হত। সমস্যার কথা জেনেও রাস্তা সংস্কারের কাজ শুরু করতে পারেনি পূর্ত দফতর-জেলা পরিষদ। কারণ, রাস্তা দু’টি একটি সংস্থার হাতে ছিল। পরিস্থিতি দেখে পূর্ত দফতরকেই রাস্তা তৈরির নির্দেশ দেয় রাজ্য সরকার। জটিলতা কাটে। এ বার এই দু’টি রাস্তা তৈরির জন্যই অর্থ বরাদ্দ হয়েছে। বরাদ্দ হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। আনন্দপুর-গোদাপিয়াশাল রাস্তাটি প্রায় ৮ কিলোমিটার। অন্য দিকে, পিড়াকাটা- চাঁদড়া রাস্তাটি প্রায় ১৩ কিলোমিটার। প্রথম রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। অন্য রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১১ কোটি টাকা। সংস্কারের কাজ ইতিমধ্যে শুরুও হয়েছে।
|
তৃণমূল নেতাকে হেনস্থার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজের ‘প্রতিবাদ’ করায় এক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল এক ঠিকাদার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পিংলা থানা ওসি হীরক বিশ্বাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে।” শনিবার বিকেলে এক ঠিকাদার কয়েকজন লোক নিয়ে পিংলার তৃণমূল নেতা গৌর ঘোড়ইয়ের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। গৌরবাবু দলীয় এক কর্মসূচিতে গিয়েছিলেন। তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পরে বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানতে পারেন। গৌরবাবু এক সময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। পিংলার কুসুমদা অঞ্চলের বীরসিংহপুরে একটি আইসিডিএসের ঘর তৈরির কাজ চলছে। একাংশ গ্রামবাসীর অভিযোগ, নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজ করা হচ্ছে। একই অভিযোগ ওই তৃণমূল নেতার। তিনি বলেন, “ঘর তৈরিতে ব্যবহৃত ইট, সিমেন্ট সবই নিম্নমানের। যে কোনও সময় নতুন ঘর ভেঙে পড়তে পারে। ওখানে গিয়ে প্রতিবাদ করেছিলাম। তাই ওই ঠিকাদার লোক এনে আমার বাড়িতে হামলা করেছে।” বিষয়টি জেলা পরিষদ কর্তৃপক্ষকেও জানিয়েছেন গৌরবাবু। রবিবার এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান তিনি। এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
|
ব্যাঙ্ককর্মী সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বঙ্গীয় প্রাদেশিক ব্যাঙ্ক কর্মচারী সমিতির (বিপিবিইএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্মেলন হল রবিবার। এদিন সংগঠনের নতুন কমিটিও গঠিত হয়েছে। কমিটির সম্পাদক হয়েছেন আশিস ঘোষ, সভাপতি তাপস দাস। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অশেষ সরকার। এ দিনের সম্মেলনের সূচনা করেন সাংসদ প্রবোধ পাণ্ডা। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক সৌমিত্র তলাপাত্র ও সহ সভাপতি শিশির সরকার। প্রত্যেকেই বক্তব্য রাখতে গিয়ে সমস্ত ব্যাঙ্ক কর্মচারীদের ঐক্য হওয়ার আহ্বান জানান। ব্যাঙ্ক বেসরকারীকরনের প্রতিবাদে আন্দোলন সংগঠিত করার ডাক দেন। তারই সঙ্গে ব্যাঙ্কিং বিল ও খাণ্ডেলওয়াল কমিটির সুপারিশের বিরুদ্ধে আগামী ২২ ও ২৩ অগস্ট যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করার জন্য সকলকে এগিয়ে আসারও আবেদন জানানো হয়।
|
গাড়ি আটক, ধৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চাল-গমের বস্তা বোঝাই একটি পিক-আপ ভ্যান আটক করল পুলিশ। চালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে কেশিয়াড়ি থানার কুকাই বাজার থেকে গাড়িটি আটক করা হয়। স্থানীয় কয়েকজনই গাড়িটিকে ঘিরে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সব মিলিয়ে ৩০ বস্তা গম ও ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, রেশনের মাল এই পিক-আপ ভ্যানে করে খোলাবাজারে পাচার করা হচ্ছিল। মাঝেমধ্যেই এ ভাবে রেশনের মাল খোলাবাজারে পাচার করা হয়। অভিযোগ পেয়ে ভ্যানটিকে আটক করে পুলিশ। চালক সহ দু’জনকে গ্রেফতারও করা হয়। কেশিয়াড়ি থানার আইসি তুলসীদাস ভট্টাচার্য বলেন, “এই চাল- গম কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, তদন্তে সেই সবই খতিয়ে দেখা হচ্ছে।”
|
প্রতিবাদ সভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিদ্যুতের মাসুল বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রবিবার কাঁথি শহরে সভা করল বিদ্যুৎ গ্রাহক সমিতি। কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত এই কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য সহ-সভাপতি অনুকূল ভদ্র, রাজ্য কমিটির সদস্য সুশান্ত জানা, আইনজীবী জগদীশ দাস প্রমুখ। তাঁরা বলেন, আগের মতোই লোকসানের অসত্য অজুহাত খাড়া করে বিদ্যুতের দাম বেড়ে চলেছে। অস্বাভাবিক মাসুলবৃদ্ধির চাপে রাজ্যের ক্ষুদ্রশিল্প ও ব্যবসার যেমন নাভিশ্বাস উঠছে, তেমনই সমস্যা হচ্ছে চাষবাসে। দামবৃদ্ধির বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে লক্ষ লক্ষ পোস্টকার্ড পাঠাতে বলা হয় সদস্যদের।
|
দুখুর পুলিশি হেফাজতের আর্জি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নারী-পাচার চক্রের ‘চাঁই’ শেখ দুখু ওরফে পচাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাল পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পরে শুক্রবার সিবিআই ও সিআইডির তালিকায় নাম থাকা দুখু ও তার তিন সঙ্গীকে হলদিয়া মহকুমা আদালতে তুলেছিল পুলিশ। তখন তারা নিজেদের হেফাজতে না চাওয়ায় ১৪ দিনের জেল হাজতে পাঠায় আদালত। অবশেষে রবিবার শেখ দুখুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। হলদিয়ার এসডিপিও অমিতাভ মাইতি বলেন, “সমস্ত তথ্য সংগ্রহের পর আমরা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছি। সম্ভবত মঙ্গলবার এর রায় দেবেন বিচারক।” বছর তিনেক আগে ১৫ জন নাবালিকা পাচারের ঘটনায় শেখ দুখুর নাম জড়ায়। পরে ওই মামলার ভার সিআইডি থেকে সিবিআইয়ের উপরে বর্তায়। কিন্তু দুখু ধরা পড়েনি। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের তেরাপেখ্যায় নারী পাচার হচ্ছে শুনে অভিযান চালায় পুলিশ। সেখানেই ধরা পড়ে দুখু।
|
লালগড়ে রবীন্দ্র-স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান হল লালগড়ে। শনিবার লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সভাঘরে আয়োজিত ওই অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা ছিল ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এবং লালগড়ের ‘সুস্বন’ সাহিত্য পত্রিকা। এ দিন রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনায় যোগ দেন লালগড়ের বিডিও অভিজিৎ সামন্ত, রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্করচন্দ্র পাল, শিক্ষাব্রতী আত্মাচরণ সিংহ, নিরঞ্জন ভৌমিক। ‘সুস্বন’ পত্রিকার দ্বাদশ বর্ষের দ্বিতীয় সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় স্কুল পড়ুয়া ও স্থানীয় শিল্পীরা। সব শেষে সত্যজিৎ রায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।
|
ধৃত ৩ ঝাড়খণ্ডী |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
তৃণমূল সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগে বিনপুরের হাড়দা অঞ্চলের কাকোৎপাল-ডাঙ্গরপাড়া গ্রাম থেকে তিন ঝাড়খণ্ডী-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূল সূত্রের দাবি, গত শনিবার বিকেলে গ্রামে সশস্ত্র হামলা চালায় ঝাড়খণ্ডীরা। তৃণমূল সমর্থকদের লক্ষ করে গুলি ছোড়া হয়। গুলিতে অবশ্য কেউ জখম হননি। ওই গ্রামেরই বধূ রিঙ্কু সিংগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই একটি মাস্কেট-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে দুই অভিযুক্তকে চার দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অপর এক অভিযুক্তের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়।
|
অবৈধ মদ, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ভুষিমাল দোকানে হানা দিয়ে প্রায় ৫০ লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল পুলিশ। শনিবার রাতে হলদিয়ার সিটিসেন্টার এলাকার ওই দোকানে অভিযান চালায় ভবানীপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক সুবীর বেরাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনের বেলা ওই দোকানে বেশি লোকের যাতায়াত না থাকলেও রাতে বাড়ত ভিড়। তাতেই সন্দেহ হয় পুলিশের। এ দিন হানা দিয়ে পুলিশ দেখে রমরমিয়ে চলছে অবৈধ বিদেশি ও চোলাই মদের কারবার। পুলিশ জানায়, গোপনে অবৈধ ব্যবসা চালানোয় দোকানটি ‘সিল’ করে দেওয়া হয়েছে।
|
স্মরণসভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রয়াত শিক্ষাবিদ অংশুমান পঞ্চাধ্যায়ীর স্মরণসভা হয়ে গেল কাঁথির সংহতি হলে। শনিবার বিকেলে আয়োজিত এই সভায় অংশুমানবাবুর কর্মময় জীবনের নানাদিক উল্লেখ করে স্মৃতিচারণ করেন বিধায়ক জ্যোতির্ময় কর, বনশ্রী মাইতি, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, প্রাক্তন অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস প্রমুখ। ৫ অগস্ট কালিন্দী ইউনিয়ন হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বছর পঁচাত্তরের অংশুমান পঞ্চাধ্যায়ী প্রয়াত হন।
|
ঈদে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পবিত্র ঈদ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কাঁথি দেশপ্রাণ ব্লকের হিঞ্চিতে মিলন উৎসব হল। সৈয়দ আরেফিন বাবার (বর) উরস কমিটির উদ্যোগে আয়োজিত এই মিলন উৎসবে বক্তব্য রাখেন নুরুল আলি খান, শেখ আজাদ আলি, লিয়াকত আলি, কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পণ্ডা, এনামুল আলি, স্বপন ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে দু’শো দুঃস্থ পুরুষ ও মহিলাকে লুঙ্গি, শাড়ি ও শিশুদের জন্য হরলিক্সের প্যাকেট বিতরণ করা হয়। |
|