সহজ জয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা করল চেলসি। উইগান অ্যাথলেটিককে অ্যাওয়ে ম্যাচে ২-০ হারাল তারা। চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি আবার পিছিয়ে পড়েও জিতল সাউদাম্পটনের বিরুদ্ধে। উইগানের বিরুদ্ধে ম্যাচের দশ মিনিটের মধ্যে হওয়া দু’টি গোলের পিছনেই অবদান ইডেন হ্যাজার্ডের। জীবনে প্রথম বার ইপিএলে নামার দু’মিনিটের মধ্যেই গোলের পাস বাড়ান ইভানোভিচকে। মিনিট চারেক পর বেলজিয়ান স্ট্রাইকার হ্যাজার্ডকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় চেলসি। স্পটকিক থেকেই চেলসির হয়ে ১৮৭তম গোল করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। চেলসির হয়ে এ দিন ইপিএলে অভিষেক হল ব্রাজিলীয় তারকা অস্কারেরও। সাউদাম্পটনে বিরতির ঠিক আগে তেভেজের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। দ্বিতীয়ার্ধে পরপর দুই গোলে ১-২ পিছিয়ে যায় নাসরি-তেভেজরা। পরে সমতায় ফেরান জেকো। দশ মিনিট বাকি থাকতে জয়ের গোলটা ছিল সমির নাসরির। |
এ দিকে রবিন ফান পার্সিকে দলে নিয়েই ক্ষান্ত নন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তারা। তাঁরা চান পার্সি বছরের পর বছর থাকুন ‘রেড ডেভিল’-দের ঘরের ছেলে হয়ে। সে জন্য তাঁরা ফান পার্সির জন্য ঘোষণা করেছেন ১০ মিলিয়ন পাউন্ড ‘বোনাস’। তার জন্য শর্ত, ডাচ তারকাকে চার বছর কাটাতে হবে ম্যান ইউয়ে। ফান পার্সিকে ঘিরে ম্যান ইউ অন্দরমহলে খুশির হাওয়া বইলেও কোচ অ্যালেক্স ফার্গুসনের মাথায় এখন চোট-আঘাতের চিন্তা। প্র্যাক্টিসে পায়ে চোট পেয়ে সোমবারের এর্ভাটন ম্যাচে অনিশ্চিত রিও ফার্দিনান্দ। এমনকী চোট গুরুতর হলে মাস খানেকের জন্য বিশ্রামে চলে যেতে পারেন ইংল্যান্ডের স্টপার। ইতিমধ্যেই দলের বাইরে ক্রিস স্মলিং, জনি ইভান্স এবং ফিল জোন্স।
শনিবার রাতে গত বছর পাঁচ নম্বরে লিগ শেষ করা নিউক্যাসল টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জিতল ২-১। এই ম্যাচে থ্রো-ইনের সিদ্ধান্ত বিরুদ্ধে যাওয়ায় অ্যাসিস্ট্যান্ট রেফারিকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়ালেন নিউক্যাসল কোচ অ্যালান পার্দিউ। রেফারি তখনই তাঁকে গ্যালারিতে পাঠিয়ে দেন। পরে পার্দিউ ক্ষমা চাইলেও কড়া শাস্তির সামনে পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে। |