পঞ্চায়েত ভোটে লড়তে তৈরি সিপিএম, দাবি সূর্যের |
ডিওয়াইএফের ১৯ তম হুগলি জেলা সম্মেলন শনি-রবিবার অনুষ্ঠিত হল শেওড়াফুলিতে। পরিস্থিতির ‘মোকাবিলা করে’ পঞ্চায়েত ভোটের আগে দলের যুবকর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন দলীয় নেতৃত্ব।
শনিবার রাজ মাঠে প্রকাশ্য সমাবেশে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সিপিএমের হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল সরকার, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক আভাষ রায়চৌধুরী প্রমুখ হাজির ছিলেন।
হুগলি জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডিওয়াইএফের অভিযোগ গোঘাট, খানাকুল, পুড়শুড়া, আরামবাগ, ধনেখালি-সহ জেলার সর্বত্রই তৃণমূল ‘সন্ত্রাস’ চালাচ্ছে। শুধু সিপিএম কর্মীদের উপরেই নয়, অত্যাচার চলছে সাধারণ মানুষের উপরেও। সূর্যকান্তবাবুর দাবি, রাজ্য সরকারের শরিক দল কংগ্রেস, এমনকী নিজেদের দলের লোকজনের উপরেও হামলা করছে তৃণমূলের দুষ্কৃতীরা। সাম্প্রতিক কিছু ঘটনা স্মরণ করিয়ে তিনি বলেন, “রাজ্যজুড়ে পুলিশ আক্রান্ত। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে।” মুখ্যমন্ত্রীর নাম না করে বিরোধী দলনেতার কটূক্তি, “রাজ্যে উনি সরকার চালাচ্ছেন না। সার্কাস চালাচ্ছেন।” শিল্পপতিরা এ রাজ্য থেকে মুখ ঘোরাচ্ছেন বলেও দাবি করেন সূর্যবাবু। রাজ্য সরকার যুবক-যুবতীদের কাজ দেওয়ার মিথ্যে প্রচার করছে বলে অভিযোগ করেন আভাষবাবু। পঞ্চায়েত ভোটের জন্য তাঁরা প্রস্তুত বলে জানিয়ে দেন সূর্যকান্তবাবু।
|
কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের পোদড়ায়। ধৃতের নাম মহম্মদ জামির। তার বাড়ি মেটিয়াব্রুজে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বারোর ওই কিশোরী পরিচারিকার কাজ করে। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ কাজ সেরে সে নিজের বাড়িতে ফিরছিল। রাস্তায় দেখতে পেয়ে তাকে আটকান জামির। অভিযোগ, মেয়েটির হাত ধরে টানাটানিও শুরু করেন। কিশোরীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। জামিরকে তাড়া করে বাসিন্দারা ধরে ফেলেন।
|
এক ব্যবসায়ীকে দোকানের সামনেই গুলি করে ও বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। তার বাবার বুকেও গুলি চালায় দুষ্কৃতীরা। রবিবার রাতে রিষড়ার দাসপাড়ায়। নিহতের নাম সমর চৌন (৪০)। তাঁর বাবা জ্যোতিরিন্দ্র চৌনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের খাতায়, হুগলির দুষ্কৃতী হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ সমরের বিরুদ্ধে থানায় অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ইদানিং সে শ্যামল বিরোধী রমেশের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে পুলিশের দাবি। দাসপাড়ায় বাড়ির কাছেই তাঁর ইমারতির দোকান আছে।
|
রবিবার দুপুরে ডোমজুড়ের বলুহাটিতে শ্বশুরবাড়ি থেকে অনীতা ওঝা (২০) নামে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অনীতাদেবীর বাবা লক্ষ্মণ আদক অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই আরও পণের জন্য তাঁর মেয়ের উপরে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাচ্ছিল। তারাই মেয়েকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। অনীতার স্বামী জওহরলাল ওঝা, শাশুড়ি করুণা ও জওহরলালের ভগ্নীপতি নির্মল পাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
|
কলেজ-ছাত্রকে ফোনে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। ধৃতের নাম মুন্না মণ্ডল ওরফে পটল (২০)। ডানকুনির বাসিন্দা মুন্না গাড়ি চালায়। পুলিশ জানায়, মধ্যমগ্রামের বাদুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওই ছাত্রকে মুন্না ফোনে অপহরণের হুমকি দিয়েছিল বলে অভিযোগ। |