ঝরিয়ায় ধৃত তিন |
ছাত্রকে খুন করে মুক্তিপণের দাবি |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ধানবাদের ঝরিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে অপহরণ করে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম সৌরভ শর্মা। অপহরণ থেকে হত্যাকাণ্ডগোটা পরিকল্পনার পিছনে সৌরভের প্রতিবেশী, স্কুলেরই উঁচু ক্লাসের এক বন্ধু এবং ওই স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র যুক্ত বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ
|
সৌরভ |
নিশ্চিত। ওই তিন জনকেই আজ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের একজন সৌরভেরই প্রতিবেশী ১৭ বছরের কিশোর সোহেল খা।ঁ অন্য দু’জন জোড়পোখরা থানা এলাকার বাসিন্দা আজিত সিংহ ও প্রদীপ সিংহ। এদের বয়স ২২ থেকে ২৫-এর মধ্যে।
পুলিশ জানিয়েছে, সৌরভ ঝরিয়া থানার হনুমানগড়ির বাসিন্দা। অন্য দিনের মতো গত শুক্রবার বিকালেও জোড়পোখরা থানা এলাকায় শিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল ওই কিশোর। কিন্তু সেদিন অনেক রাত পর্যন্ত সে বাড়িতে না-ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এরই মধ্যে সৌরভের মোবাইল ফোন থেকে তার বাড়িতে ফোন করে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণের দাবি জানায় অপহরণকারীরা। ঘটনাটি পুলিশকে জানালে পরিণাম ভাল হবে না বলেও হুঁশিয়ারিও দেওয়া হয় ফোনে। |
|
হত্যাকাণ্ডের তদন্তে ঝরিয়া পুলিশ। ছবি: চন্দন পাল |
ওই দিনই গভীর রাতে সমস্ত ঘটনা
ঝরিয়া থানায় জানান সৌরভের বাবা, বিসিসিএল-এর পদস্থ কর্মী সুরেন্দ্র শর্মা।
অপহরণের অভিযোগ পাওয়ার পরই শুরু হয় জোরদার পুলিশি তল্লাশি। গত কাল গভীর রাতে জিয়েলগড়া জঙ্গল থেকে পুলিশ সৌরভের নিথর দেহ উদ্ধার করেছে। মৃতদেহ দেখে পুলিশের ধারণা, মুক্তিপণ দাবি করার পর ঘণ্টা তিনেকের বেশি অপেক্ষা করেনি অপহরণকারীরা। শুক্রবার গভীর রাতেই জিয়েলগড়া জঙ্গলে প্রথমে মদ খাইয়ে বেহুঁশ করে ফেলা হয় ওই ছাত্রকে। এর পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে অপহরণকারীরা। |
|