|
|
|
|
ভুয়ো তথ্যে সিম কিনলে এফআইআর |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভুয়ো তথ্য দিয়ে মোবাইলের সিম কার্ড নিলে সংশ্লিষ্ট রিটেলার বা ফ্রাঞ্চাইজিকে গ্রাহকের বিরুদ্ধে এফআইআর করতে হবে বলে টেলিকম মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
টেলিকম মন্ত্রকের এই নির্দেশিকা অনুযায়ী, যে দোকান থেকে মোবাইলের সিম বিক্রি করা হচ্ছে (পয়েন্ট অফ সেল) সেই দোকানের মালিককে বা রিটেলার, ফ্রাঞ্চাইজিকে ফর্ম পূরণ করার সময়ে জানাতে হবে যে তিনি গ্রাহককে চেনেন। এবং গ্রাহক ফর্মে যে তথ্য দিয়েছেন তা মিলিয়ে দেখা হয়েছে বলেও সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিকে জানাতে হবে। এর পরেও মোবাইলের সংযোগ দিতে গিয়ে যদি গ্রাহকের দেওয়া তথ্য ভুয়ো বলে প্রমাণিত হয় তা মোবাইলের সিম বিক্রেতাকে জানানো হবে। এর ১৫ দিনের মধ্যেই বিক্রেতাকে গ্রাহকের বিরুদ্ধে এফআইআর করতে হবে। ১৫ দিনের মধ্যেও গ্রাহকের বিরুদ্ধে অভিযোগ দায়ের না হলে, বিক্রেতা বা সংশ্লিষ্ট রিটেলার বা ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। |
|
শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিক্রেতা এবং গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে টেলিকম অপারেটরের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে ডট। এ ছাড়া, কোনও এক জন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সংযোগ নেওয়া যাবে না বলেও টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
আর যদি এক জনের নামেই ১০টির বেশি সংযোগ নিতেই হয়, তবে ওই ব্যক্তিকে শুধু ফর্ম পূরণ করে জমা দিলেই চলবে না। যত ক্ষণ না তাঁর অস্তিত্ব যাচাই করে দেখা হচ্ছে, তত ক্ষণ সংযোগ পাবেন না ওই ব্যক্তি। সংযোগ পাওয়ার পরেও প্রতি ছ’মাস অন্তর তাঁর দেওয়া তথ্য পরীক্ষা করে দেখতে হবে টেলিকম অপারেটরকে। আর যত ক্ষণ না গ্রাহকের দেওয়া তথ্য যাচাই হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত গ্রাহক কাউকে ফোন করতে বা অন্য কারও ফোন গ্রহণ করতে পারবেন না। |
|
|
|
|
|