টুকরো খবর
তোরণ নির্মাণে জায়গা পরিদর্শন
তারাপীঠ যাতায়াতের পথে নতুন করে আর টোল আদায়কেন্দ্র খুলতে দেওয়া হবে না। যদি তা কেউ খুলতে চায় তা ভেঙে দেওয়া হবে। রবিবার তারাপীঠে এসে এ কথা বলেন পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। ৮ মাস আগে মন্ত্রীর নির্দেশে তারাপীঠ ঢোকার আগে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তার উপরে থাকা জেলা পরিষদের টোল আদায়কেন্দ্র ভেঙে দেওয়া হয়। রবিবার মন্ত্রী বলেন, “আগে জেলাপরিষদ থেকে পার্কিং ফি’র জন্য টোল আদায় করা হত। এটা তারাপীঠে ঘুরতে আসা মানুষজনের কাছ থেকে আলাদা কর আদায় করা হত। কিন্তু গঙ্গাসাগরে ঘুরতে যাওয়ার জন্য যেখানে কর তুলে দেওয়া হয়েছে সেখানে তারাপীঠে টোল আদায়কেন্দ্র কেন খোলা হবে।” এ দিন তারাপীঠে পুজো দেওয়ার পরে মন্ত্রী রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় একটি তোরণদ্বার নির্মাণের জায়গা পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, “মনসুবা মোড় ও তারাপীঠ মন্দির ঢোকার মুখে দু’টি তোরণদ্বার পর্যটন দফতর থেকে করে দেওয়া হবে। তবে তারাপীঠ মন্দিরের মুখে তোরণদ্বার করতে গেলে ৩৪টি দোকানদারকে সরাতে হবে। অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করে।” এর আগে অবশ্য রচপাল সিংহ তারাপীঠের সঙ্গে বোলপুর, বক্রেশ্বর ও জেলার অন্যান্য তীর্থস্থানে সরাসরি বাস চালু করার কথা বলেছিলেন। এখনও তা কার্যকর হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “দু’টি বাস চালু করা হয়েছিল। কিন্তু প্রচারের অভাবে তা চালু করা যায়নি।” তবে এ বার আগাম প্রচার করে বাস চালু করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

‘বেআইনি’ ভাবে টিকিট বিক্রি, ধৃত বাবা-ছেলে
‘বেআইনি’ ভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে শান্তিনিকেতনের অপরাধ দমন শাখার হাতে ধরা পড়লেন বাবা-ছেলে। তাঁদের কাছ থেকে ১১৩টি টিকিট, নগদ টাকা, কিছু ফর্ম উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনে। রেলের অপরাধ দমন শাখার ইনস্পেক্টর আর কে মিশ্র বলেন, “বেআইনি ভাবে রেলের সংরক্ষিত টিকিট বিক্রি করার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১৩টি টিকিট, সাড়ে ১২ হাজার টাকা, শতাধিক ফাঁকা ও ভর্তি সংরক্ষণ আসনের জন্য আবেদন পত্র উদ্ধার হয়েছে। রেলের কেউ যুক্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।” বোলপুর পুলিশ ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য ও পুলিশ কর্মীদের নিয়ে রেলের অপরাধ দমন শাখার ইনস্পেক্টর আর কে মিশ্র তল্লাশি অভিযান চালান। সেই তল্লাশি অভিযানে শান্তিনিকেতন রেলের টিকিট কাউন্টার থেকে শিবনাথ রায় নামে কাছারিপট্টির এক যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে বাবা নরেশচন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। ধৃত নরেশচন্দ্র রায়ের দাবি, “বিশ্বভারতীর এলটিসি গ্রাপকদের বিমান যাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে রেলের টিকিট কাটতে দেওয়া হয়েছিল।”

ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শনিবার দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার ভালুকা মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম আনসার হোসেন (৪৫)। বাড়ি খয়রাশোলের বাতাসপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বাড়ি থেকে বর্ধমান যাওয়ার সময় আনোয়ারবাবুর বাইকটিকে একটি ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। মারাত্মক জখম অবস্থায় তাঁকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

তথ্যচিত্রের উদ্বোধন
—নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকুল্যে রবীন্দ্রনাথের ধর্ম ভাবনা নিয়ে ‘হৃদা মণীষা’ নামে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। শনিবার বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে ওই তথ্যচিত্রের উদ্বোধন করেন তথ্যচিত্রের গবেষণা উপদেষ্টা মন্ত্রী রবিরঞ্জন মুখোপাধ্যায়। তথ্যচিত্র নির্মাণ করেন রুম্পা গুঁই ও শুভব্রত দে। বিশ্বভারতীর ইন্দিরা গাঁধী জাতীয় সংহতি কেন্দ্র ও কর্মিমণ্ডলীর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

নানুরে ধৃত দুই
তৃণমূল কর্মীদের মারধর করে তাঁদের কার্যালয় পোড়ানোর অভিযোগ উঠল আরএসপির বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নানুরের সাজনর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে সাজনর গ্রামে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে ১০০ দিন কাজের প্রকল্প নিয়ে বচসা বাধে আরএসপির কর্মী-সমর্থকদের। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ওই ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.