গভীর রাতে হাসপাতালে ঢুকে স্যালাইন-অক্সিজেন খুলে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। কাটোয়ায় তুহিন বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবককে রবিবার সন্ধ্যায় ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হন রাখি বন্দ্যোপাধ্যায়। তাঁর বাবা, পূর্বস্থলীর ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পুলিশের কাছে অভিযোগ করেন, গভীর রাতে ওয়ার্ডে ঢুকে জামাই তুহিন স্যালাইন ও অক্সিজেনের নল খুলে দেওয়ায় তাঁর মেয়ের মৃত্যু হয়। মহিলা ওয়ার্ডের দুই রোগিণীর আত্মীয়ের কাছ থেকে তাঁরা এই ‘ঘটনা’ জেনেছেন বলে পুলিশকে জানান যাদববাবু। তুহিনের দাদা তরুণ, বৌদি মৌসুমি ও তাঁর বাবা লালমোহন ঘোষ এবং কাটোয়া হাসপাতালের চিকিৎসক জটাইকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগও দায়ের করেন যাদববাবু।
|
স্কুলের অভিভাবক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল সমথির্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক প্রার্থীরা। বর্ধমানের দুবরাজদিঘি উচ্চবিদ্যালয়ের অভিভাবক সমিতির নির্বাচনে জেতেন তাঁরা। দলের নেতা রবীন নন্দী বলেন, “আমাদের আমলে স্কুলে এতটাই উন্নয়ন হয়েছে যে এলাকায় সিপিএম আর প্রার্থী খুজে পায়নি।” ২০০৯ সালেও ওই স্কুলের ভোটে লড়ে জেতে তৃণমূল। |