এক ঝলকে...
পৃথিবী
বেইরুট ওয়াশিংটন ডি সি পিয়ংইয়ং রিয়ো ডি জেনেইরো মস্কো
• এত দিনের আশঙ্কাই তা হলে সত্যি হতে চলেছে। সিরিয়া থেকে রক্তাক্ত সন্ত্রাস ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী দেশেও। এ বার অশান্তির গর্ভে লেবানন। প্রধানত-শিয়া দেশ সিরিয়ার সঙ্গে প্রধানত-সুন্নি দেশ লেবাননের এমনিতেই অশান্তির সম্পর্ক। সিরিয়ার রাষ্ট্র বনাম বিদ্রোহীদের একের পর এক হত্যাকাণ্ডের প্রভাব পড়তে শুরু করল সীমান্তের ওপারেও। পর পর ত্রিশ জন অভিবাসী সিরিয়ার নাগরিককে লোপাট করে দিল লেবাননের জঙ্গিরা (ছবি)। দাবি: সিরিয়ায় যে সব সুন্নি আটক কিংবা নিরুদ্দেশ, তাদের ফেরত চাই এক্ষুনি।

• উত্তর কোরিয়ার নতুন তরুণ নেতা কিম জং-আন-এর পিছনে তাঁর যে কাকার ছত্রছায়া, আসলে কি তিনিই পিয়ংইয়ং-এর প্রকৃত ক্ষমতার ধারক? কিম জং-আন-এর কাকা চাং সং-তেক বেজিং সফরে গিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক শুরু করতে এই পুরনো সংশয় আবার নতুন করে জেগে উঠল। শোনা যাচ্ছে, ক’দিন পরই জাপানের সঙ্গেও তিনি বৈঠকে বসতে চলেছেন।

• অলিম্পিক পতাকা লন্ডন থেকে পাড়ি দিয়ে পৌঁছল ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো, ২০১৬ সালের অলিম্পিক গেমস-এর অকুস্থলে। প্রসঙ্গত ব্রাজিল ২২তম স্থান পেয়েছে এ বার, ১৭ টি মেডেল জিতে।

• পূর্ব রাশিয়ার ওকতোস্ক উপকূল কেঁপে উঠল বিরাট ভূমিকম্পে। রিখটার স্কেলে ৭.৩ ভূকম্পনের মাত্রা। এত তীব্র ভূকম্পন সহসা ঘটে না। তবে সুনামির আশঙ্কা নেই।

• নির্বাচনের সঙ্গী হিসেবে যোগ্য লোক বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-প্রার্থী মিট রমনি। আগুনখোর রিপাবলিক নেতা পল রায়ান। রমনি নির্বাচনে জিতলে রায়ান হবেন ভাইস প্রেসিডেন্ট। রঙ্গমঞ্চে ঢুকেই নাটকীয় সংলাপ তাঁর: প্রেসিডেন্ট ওবামা? উনি তো চিনের পাপোশ! চিন আমাদের একের পর এক ঝামেলায় ফেলছে, আর ওবামা বাধিত হয়ে চিনের কথামতো উঠছেন-বসছেন।
মাদ্রিদ
রবিন হুড অব স্পেন। এই নামেই ডাকা হচ্ছে তাঁকে। একের পর এক সুপারমার্কেট লুট করছেন তিনি, এবং লুঠ-করা জিনিসপত্র বিলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষজনের মধ্যে। সে দেশের সরকার তাঁকে ধরছে না কেন? ধরবে কী করে তিনি যে নিজেই নির্বাচিত প্রতিনিধি, আন্দালুসিয়া অঞ্চলের মেয়র! হুয়ান সাঞ্চেজ মানুয়েল গর্ডিলো (ছবি) নামের এই মেয়র সাড়া ফেলে দিয়েছেন গোটা স্পেনে। সম্প্রতি তাঁর ঘোষণা, তিন সপ্তাহের হণ্টন-অভিযানে নামছেন তিনি। স্পেনীয় প্রশাসন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের আশঙ্কা: সরকারের কঠোর আর্থিক নীতির বিরুদ্ধে এমনিতেই সে দেশে জনক্ষোভের অন্ত নেই, এই অভিযানে তা আরও কয়েক গুণ ইন্ধন পেতে চলেছে।

কুইটো
ব্রিটেনের বিরুদ্ধে গিয়ে সাহসী পদক্ষেপ করল ইকুয়েডর। ব্রিটেনের হুমকিতেও পিছু হটল না। উইকিলিকস্-(কু)খ্যাত জুলিয়ান অ্যাসাঞ্জকে (ছবি) ইকুয়েডরে আশ্রয় অর্থাৎ ‘অ্যাসাইলাম’ দিয়ে তারিফ কুড়োলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল করিয়া। তাঁর এই সিদ্ধান্তের কারণে নিজের দেশে যথেষ্ট জনসমর্থনও পেলেন। তবে অ্যাসাঞ্জ তো সামান্য লোক নন, তাঁর উপর আমেরিকা ও ব্রিটেনের ক্ষোভ অতি তীব্র। সুতরাং এর ফলে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের রোষদৃষ্টি পড়বেই ইকুয়েডরের উপর, সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্নিকটে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশটি কী ভাবে এ বার আমেরিকা-ইউরোপের বাণিজ্য-রোষ সামলাবে, প্রশ্ন সেটাই।

নিউ ইয়র্ক
রজত গুপ্তর পর আরও এক ভারতীয়-মার্কিন আমেরিকায় অনৈতিক কাজের অভিযোগে জড়ালেন। এ বার ফরিদ জাকারিয়া। হাভার্ড-এর ছাত্র এই ভারতীয় মার্কিন সাংবাদ-মহলে বেশ গুরুত্বপূর্ণ চরিত্র, ‘টাইম’ ম্যাগাজিনের অন্যতম সম্পাদক। কয়েক দিন আগে অভিযোগ উঠল, তিনি নিউ ইয়র্কার পত্রিকার একটি লেখা থেকে বেমালুম টুকে দিয়েছেন। জাকারিয়া অভিযোগ স্বীকার করে নিলেন, প্রকাশ্যে ক্ষমাও চাইলেন। টাইম পত্রিকা জানাল, তাঁর কলাম আপাতত বন্ধ হচ্ছে। সি এন এন-এ তাঁর একটি সাপ্তাহিক অনুষ্ঠান ছিল। সেটাও বন্ধ হল। কিন্তু, তার দিন দুয়েক পরে দুই সংস্থাই জানাল, তারা সিদ্ধান্ত প্রত্যাহার করছে। জাকারিয়া যা করেছেন, সেটা নেহাতই ‘সাংবাদিকসুলভ ভুল’। তার জন্য এত কঠোর হওয়ার দরকার নেই।

তেহরান
গত দুই বছরে একের পর এক নিহত হয়েছেন ইরানের পাঁচ জন পরমাণু-বিজ্ঞানী। প্রায় প্রতি ক্ষেত্রেই গাড়ি-বোমার বিস্ফোরণে নিধন। কোথাও এগোয়নি তদন্ত, কোনও আন্তর্জাতিক চাপ তৈরি হয়নি এই কয়েক বছরে। অথচ ছোটখাটো ‘ক্লু’-এর অভাব নেই। সুতরাং তাঁদের পরিবাররা একত্র হয়ে মামলা ঠুকলেন এ বার। মামলা সরাসরি ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে।

শেষ পাত
‘আমার অনেক কাজ আছে ঠিকই, তবে মঙ্গল গ্রহে যদি কোনও প্রাণীর খোঁজ পান, আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন কিন্তু! একটা জীবাণুও যদি পাওয়া যায়, ব্যাপারটা মন্দ হবে না।’ বক্তার নাম বারাক হুসেন ওবামা। এয়ার ফোর্স ওয়ান থেকে তিনি ফোন করেছিলেন ক্যালিফোর্নিয়ায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি-তে। মঙ্গলে কিউরিয়োসিটি পাঠিয়েছেন যে মহাকাশবিজ্ঞানীরা, তাঁদের সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট। কথাটা নেহাতই রসিকতা। তবে, নাসার বিজ্ঞানীরাও পাল্টা রসিকতা করে বলতে পারতেন, মহাকাশে যে বুদ্ধিমান প্রাণী আছে, তা নিশ্চিত। তাদের বুদ্ধির সবচেয়ে বড় প্রমাণ, তারা এখনও আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেনি!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.