মার্কিন মুলুকে হইচই, প্রেসিডেন্ট ওবামা শাশুড়িকে ফেলিয়াছেন কুকুরের পরে! পরিবারে কাহার ‘ক্যারিশমা’ অর্থাৎ প্রেরণার সঞ্চারশক্তি কত, তাহা বলিতে গিয়া ওবামা প্রথমে রাখিয়াছেন স্ত্রীকে, তাহার পর যথাক্রমে দুই কন্যা, পোষা কুকুর ‘বো’, শাশুড়ি এবং সর্বশেষে নিজেকে। তাহার পরেই অবশ্য ভুল শুধরাইয়া আগে রাখিয়াছেন শাশুড়িমাতাকে। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হইবার, হইয়া গিয়াছে। শাশুড়ির আগে কুকুর? নিজেকে শেষে রাখিয়া শেষরক্ষা হইল কি না, বোঝা যাইবে ভোটে। কিন্তু ওবামা বহু দিনের একটি সমস্যাকে আবার জাগাইয়া তুলিলেন। শাশুড়ি-বউমা সম্পর্ক কোনও দেশেই মধুর নহে, শাশুড়ি-জামাতা সম্পর্কও কণ্টকাকীর্ণ। মার্কিন রাষ্ট্রপতির গৃহস্থালীও তাহার ব্যতিক্রম নহে। মিশেল ওবামার মা মারিয়ান রবিনসনের পূর্বেও দুই বার ‘ফার্স্ট মাদার-ইন-ল’ হোয়াইট হাউসে থাকিয়াছেন। প্রেসিডেন্ট আইসেনহাওয়ারের সহিত তাঁহার শাশুড়ির নাকি বিশেষ সখ্যতা ছিল। কিন্তু হ্যারি ট্রুম্যানের শাশুড়ি কোনও দিন জামাইকে মনে করাইতে ভোলেন নাই যে, সামাজিক পদমর্যাদায় তাঁহার কন্যার যোগ্য নহেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান। |