গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুঙ্গ ও রোশন গিরি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হাজির হয়ে হলফনামা জমা দেন। আদালতের কমিশনারের কাছে হলফনামায় সই করেন তাঁরা। পাঁচ সপ্তাহ সময় দেওয়ার পরেও মোর্চা হলফনামা পেশ না-করায় কয়েক দিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। মোর্চার আইনজীবী হাইকোর্টকে জানায়, জিটিএ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকার জন্যই ওই নেতারা এত দিন হলফনামা পেশ করতে পারেননি। বিচারপতি দত্ত ক্ষোভ প্রকাশ করে জানান, ৬ অগস্টের মধ্যে হলফনামা পেশ করতে হবে। জিটিএ সংবিধান-বিরোধী বলে হাইকোর্টে মামলা করেছেন গোর্খা পার্বত্য পরিষদের প্রাক্তন প্রধান সুবাস ঘিসিং। সেই সূত্রেই রাজ্য ও মোর্চাকে হলফনামা পেশের নির্দেশ দেয় হাইকোর্ট।
|
সুপার মার্কেটের স্টল বিলি নিয়ে জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল ময়নাগুড়ি ব্লক কংগ্রেস। মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসককে (জেলা পরিষদ) দিব্যেন্দু দাসকে স্মারকলিপি দিয়ে ঘটনার তদন্ত দাবি করেছে তারা। ১৯৯৬ সালে সুপার মার্কেট তৈরি হয়। ১৯৯৯ সালে বিজ্ঞাপন দিয়ে স্টলের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। সে সময় নিয়ম মেনে লটারি করে ২০টি স্টল বিক্রি করা হয়। নিয়মের তোয়াক্কা না করে মোটা টাকায় অন্য ৬টি স্টল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি দাীপ্তি দত্ত বলেন, “দীর্ঘ কয়েক বছর স্টলগুলি পড়ে ছিল। নোটিস দিয়ে লাভ হয়নি। কয়েক জন ইচ্ছা প্রকাশ করায় নিয়ম মেনেই তাঁদের স্টল দেওয়া হয়।”
|
চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ২৫ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসকের ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দার্জিলিঙের মুখ্য বিচার বিভাগীয় আদালতে একটি মামলা দায়ের করা হয়। বিচারক মোল্লা আসগর আলি জোড়বাংলো থানাকে অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। দার্জিলিং মুখ্য বিচার বিভাগীয় আদালতে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন দাওয়াঙ ভুটিয়া নামে জোড়বাংলোর এক ব্যক্তি। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের ছেলে চিকিৎসক বলে পরিচয় দিয়ে ২৫ লক্ষ টাকার বদলে তাঁর পরিবারের ৫ সদস্যকে গ্রামীণ স্বাস্থ্য যোজনা প্রকল্পে স্বাস্থ্য দফতরের জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন। ওই পাঁচজন চাকরিতে যোগ দিতে গিয়ে জানতে পারেন নিয়োগপত্রগুলি জাল। পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত কাগজগুলিও পরে জাল বলে প্রমাণিত হয়।
|
শালবাড়ির দামড়া গ্রামে মসজিদ ও শ্মশানঘাট উন্নয়নে ৬ লক্ষ টাকা দিলেন মাটিগাড়া নকশালাবাড়ি কেন্দ্রের বিধায়ক শঙ্কর মালাকার। মঙ্গলবার শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে তিনি বিধায়ক তহবিল থেকে ওই অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন। এদিন শান্তি বজায় রাখতে মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বৈঠক ডেকেছিলেন। মহকুমাশাসক জানান, বাসিন্দারা সকলেই এলাকায় শান্তি বজায় রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেছেন।
|
সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের জেরে মঙ্গলবার দিনভর ব্যাহত হল শিলিগুড়ি মহকুমা পরিবহণ দফতরের কাজকর্ম। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ মহকুমা পরিবহণ দফতরের বিদ্যুতের ওয়্যারিং থেকে ধোঁয়া বার হতে শুরু করলে কর্মীরা অগ্নিকাণ্ডের আশঙ্কা করে দমকলে খবর দেন। দফতরের সমস্ত কম্পিউটার বন্ধ করে দেওয়া হয়। পরে কর্মীরাই আগুন আয়ত্বে আনেন। তবে নিরাপত্তার কারণে দিনভর কম্পিউটার বন্ধ রাখায় লাইসেন্স নবিকরণ, রেজিস্ট্রেশন করাতে গিয়ে গ্রাহকেরা সমস্যায় পড়েন। মহকুমা পরিবহণ আধিকারিক রাজেন সুনদাস জানান, নিরাপত্তার কারণেই এদিন কম্পিউটারে সমস্ত কাজ বন্ধ রাখা হয়। |