পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা-মেয়ের। সোমবার সন্ধ্যায় বনগাঁ-চাকদহ সড়কে ঘটনাটি ঘটে। ওই দিন বনগাঁর ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা মিঠু ঘোষ (৩৮) তাঁর বাবা বাগদার দুর্গাপুর গ্রামের ভূধর ঘোষ এবং মা লক্ষ্মী ঘোষকে (৬২) নিয়ে রানাঘাটে গিয়েছিলেন ডাক্তারি পরীক্ষার জন্য। সেখান থেকে ফিরছিলেন একটি ছোট গাড়িতে। পুলিশ জানিয়েছে, গাড়িটি প্রচণ্ড গতিতে আসছিল। গোপালনগরের ১৬ নম্বর রেলগেটের কাছে বাঁক নিতে গিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। উদ্ধারের জন্য এলাকার লোক ছুটে যান। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। কিছুক্ষণ পরে সেখানেই মৃত্যু হয় মা ও মেয়ের। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ভূধরবাবুকে। পুলিশ গাড়িটি আটক করেছে। তবে চালক পলাতক। তাঁর খোঁজ চলছে। এ দিকে, মিঠুর মৃত্যুতে দিশেহারা তাঁর পরিবার। বাড়িতে স্বামী, দুই মেয়ে এবং বৃদ্ধা শাশুড়ি আছেন। বড় মেয়ে বিএ প্রথম বর্ষ এবং ছোট মেয়ে একাদশ শ্রেণিতে পড়ে। তবে যোগাযোগ করা যায়নি ভূধরবাবুর সঙ্গে।
|
মিনিট্রাক ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তবে গভীর রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার রাতে উস্থিতে ডায়মন্ড হারবার-রায়দিঘি রোডে জোগাড়িয়া মোড়ের কাছে ওই দুর্ঘটনা ঘটে। উস্থি থানা সূত্রে জানা হয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ট্রেন চলাচল বিপর্যস্ত থাকায় প্রচুর মানুষ বিভিন্ন যানবাহনে বাড়ির দিকে রওনা হন। মিনি ট্রাকে করে তেমনই অনেকে ফিরছিলেন। |