পারগত সিংহের মনে হচ্ছে, নেদারল্যান্ডস ম্যাচে ভারত ৭০ মিনিটই তীক্ষ্মতা দেখানোর বদলে মাত্র ১৫ মিনিট নিজেদের স্বাভাবিক হকি খেলেছে। যে কারণে ০-২ থেকে ২-২ করার পরেও এক চুলের জন্য প্রথম ম্যাচে হেরেছে। অলিম্পিকে ভারতকে একমাত্র দু’বার নেতৃত্ব দেওয়ার কৃতিত্বধারী পারগতের সঙ্গে অনেকটাই সহমত ভরত ছেত্রীদের কোচ মাইকেল নবস। ভারতীয় হকি দলের অস্ট্রেলীয় কোচ সেই সঙ্গে বিস্মিতও, গতকাল প্রথমার্ধে সর্দার-সন্দীপরা কেন তাঁদের প্র্যাক্টিসে শেখা সব অস্ত্র ম্যাচে প্রয়োগ করলেন না? এই অবস্থায় খানিকটা কুঁকড়ে থাকা ভারতীয় দল বুধবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে রিভারব্যাঙ্ক এরিনা-র ক্যাটক্যাটে নীল রঙের অ্যাস্ট্রোটার্ফে।
ভারতের গ্রুপে বেলজিয়াম ছাড়া নিউজিল্যান্ডকে কিছুটা আন্ডারডগ ভাবা হচ্ছে। প্রথম ম্যাচে তারা কোরিয়ার কাছে দু’গোলে হেরেওছে। কিন্তু ভারতের কাছে নিউজিল্যান্ড এই মুহূর্তে আতঙ্ক জাগানো নাম।
|
ভারতের ক্লাস নিচ্ছেন নবস। |
এক মাসও হয়নি, নবসের দল কিউয়িদের কাছে ১-৫ চুরমার হওয়ায় কাল রঘুনাথদের মানসিক ভাবে পিছিয়ে নামাই স্বাভাবিক। বিশেষ করে যে দলের কোচ এখনও আগের হারের ধাক্কা সামলে উঠতে পারেননি। “ছেলেরা অলিম্পিকের জন্য প্রচুর প্র্যাক্টিস করেছে। কিন্তু প্র্যাক্টিসের জিনিসগুলো ম্যাচের সময় কেন ব্যবহার করল না? বিশেষ করে প্রথমার্ধে। ওদের মনে হয় সমর্থকদের চিৎকারে কানে তালা লাগার মতো কিছু হয়েছিল। সাইডলাইন থেকে আমার বলা কোনও কথাই ওদের কানে যায়নি। হাফটাইমে ড্রেসিংরুমে যখন ওদের বললাম, আক্রমণে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলো, তখন দ্বিতীয়ার্ধে দু’টো গোল এল। দুর্ভাগ্য, পয়েন্ট এল না।”
যদিও পরক্ষণেই আশাবাদী কথা শুনিয়েছেন ভারতের কোচ। “শূন্য পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচ শুরু করব বলে কাল বাড়তি পরিশ্রম করতে হবে মাঠে। নিউজিল্যান্ড শারীরিক ভাবে খুব কঠিন দল। কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে ওদের স্ট্র্যাটেজি সম্পর্কে। ছেলেরা যদি স্নায়ু নিয়ন্ত্রণে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে কাল নিশ্চয়ই ছবিটা পালটে যাবে।” ভারতের সহ-অধিনায়ক সর্দার সিংহ আবার বলছেন, “আমাদের আরও ভাল আক্রমণ আর ফিনিশিং করতে হবে। গোলের সামনে আরও মরিয়া হতে হবে।” অধিনায়ক ভরত বলেছেন, “নিউজিল্যান্ডের দু’এক জন আমাদের গোটা টিমের চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। মরিয়া হয়ে লড়তে হবে।”
|
আজ |
তিরন্দাজি |
• দীপিকা কুমারী (দুপুর ৩-২৭) |
হকি |
• ভারত বনাম নিউজিল্যান্ড (সন্ধে ৬-১৫) |
রোয়িং |
• স্মরণ সিংহ (দুপুর ২-০০)
•
সন্দীপ-মনজিৎ (দুপুর ২-২০) |
শ্যুটিং |
• রাহি সার্নোবাত এবং
অনুরাজ সিংহ (দুপুর ১-৩০) |
মঙ্গলবার |
টেনিস |
• ভূপতি-বোপান্নার বিদায় |
তিরন্দাজি |
• জয়ন্ত, রাহুল, তরুণদীপ, সুওরো হারলেন |
ব্যাডমিন্টন |
• কাশ্যপ নক আউটে,
জ্বালা-অশ্বিনীর বিদায় |
জুডো |
• গরিমা চৌধুরি হারলেন |
রোয়িং |
• ছিটকে গেলেন স্মরণ, সন্দীপ-মনজিৎ |
বক্সিং |
• জিতলেন দেবেন্দ্র |
ভারোত্তোলন |
• ছিটকে গেলেন রবি কুমার |
|