রাহুল বন্দ্যোপাধ্যায়ের অলিম্পিক-অভিযান শেষ!
বরাহনগরের বাঙালি তিরন্দাজ মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে লর্ডসে আশার আলোর থেকে অন্ধকারে নিমজ্জিত করলেন অগুণতি ভারতীয় ক্রীড়াপ্রেমীকে। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রথম রাউন্ডে রাহুল মঙ্গোলিয়ার জানস্টান গনটাগস্-কে ৬-০ হারিয়ে আশা জাগানোর কিছু সময় পরেই প্রি-কোয়ার্টারে পোল্যান্ডের রাফাল ডোব্রোওলস্কি-র কাছে ৩-৭-এ হেরে পদকের লড়াই থেকে ছিটকে যান। প্রথম ম্যাচে রাহুল যেখানে প্রায় ইচ্ছে মতো দশে দশ করেন, বেশ কয়েক বার ‘বুলস আই’-য়ে তির মেরে, সেখানে পরের ম্যাচে খুব প্রয়োজনের সময়েও ‘অর্জুনের লক্ষ্যভেদ’ নিজের ধনুকে তুলে আনতে পারেননি। পাঁচ সেটের তৃতীয়টি জিতে (প্রতি সেটে তিনটে করে তির মারতে হয় দুই প্রতিযোগীকে) ৩-৩-এ সমতা ফেরালেও, শেষ দুটো সেটেই এক বার করে বোর্ডের টার্গেট বলয়ের বাইরে মেরে বসেন। দু’বারই ওই সময় তাঁকে কিছুটা তাড়াহুড়ো করে শট নিতে দেখা যায়।
|
দারুণ লড়েও লক্ষ্যচ্যূত রাহুল। |
রাহুলের আগে আর পরেও বিষাদ লর্ডস ক্রিকেট মাঠে ভারতীয় তীরন্দাজ শিবিরে। সকালে জয়ন্ত তালুকদার প্রথম রাউন্ডে আমেরিকার জ্যাকব উকিয়ে-র কাছে ০-৬ গোহারান হারার পর মেয়েদের ব্যক্তিগত লড়াইয়ে সুওরো-ও নেমেই বিদায় নেন, আর এক মার্কিন জেনিফার নিকলসের কাছে হাড্ডাহাড্ডি ৫-৬-এ হেরে। ৫-৫ টাই হওয়ার পর এক তিরের টাইব্রেকে হারেন সুওরো। বিকেলে আবার সে ভাবেই কিউবার কার্লোস স্টিভেন্সের বিরুদ্ধে জিতে শেষ ষোলোয় ওঠেন তরুণদীপ রাই। কিন্তু রাহুলের মতোই প্রি-কোয়ার্টারে প্রায় বিনা লড়াইয়ে ২-৬ হারেন কোরিয়ার কিমের কাছে। তিরন্দাজিতে এখন সবেধন নীলমণি দীপিকা কুমারি-ই যা আশা!
ব্যাডমিন্টনে পারুপল্লি কাশ্যপের পুরুষ সিঙ্গলসে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া যদি লন্ডন গেমসের চতুর্থ দিনে ভারতের বড় খবর হয়, তা হলে সেরা খবর অবশ্যই বক্সিংয়ে দেবেন্দ্র সিংহের প্রথম রাউন্ডেই প্রতিপক্ষকে নক-আউট করে জেতা। তবে ব্যাডমিন্টনে মেয়েদের ডাবলসের শেষ ম্যাচে জিতলেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না জ্বালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি।
বক্সিংয়ে দেবেন্দ্র যে ভাবে জিতলেন, সেই ছবি অলিম্পিকের রিং-য়ে খুব বেশি দেখার সুযোগ ঘটে না। এক্সেল এরিনায় এ দিন লাইট ফ্লাইওয়েট (৪৯ কেজি) ক্যাটেগরির প্রথম লড়াইয়ে পৌনে তিন মিনিটের মাথায় দেবেন্দ্রর বিশাল পাঞ্চ হন্ডুরাসের বায়েরন ফিগুয়েরোয়া-র মুখে আছড়ে পড়লে তিনি পড়ে যান। রেফারি তৎক্ষণাৎ ছুটে এসে ‘অসম লড়াই’ টেকনিক্যাল কারণে বন্ধ করে দিয়ে দেবেন্দ্রকে জয়ী ঘোষিত করেন। প্রথম রাউন্ড শেষ হতেই তখনও কয়েক সেকেন্ড বাকি। প্রি-কোয়ার্টারে মঙ্গোলিয়ার সেরদাম্বা-র মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী দেবেন্দ্র বলছেন, “অলিম্পিকে এ রকম বেশ কয়েকটা পাঞ্চ মারতে পারলে আমি কিন্তু অনেকটা দূর যাব। মানছি পদক রাউন্ড এখনও অনেক দূর, তবে আমি ভাল কিছুরই আশা রাখছি।” |
সারাদিনের ভারত: প্রতিপক্ষকে নকআউট করে দেবেন্দ্র। টানা দ্বিতীয় জয় কাশ্যপের। |
কাশ্যপ আবার ব্যাডমিন্টনের প্রি-কোয়ার্টারে শ্রীলঙ্কার করণারত্নে-র (যিনি অষ্টম বাছাই জাপানের তাগো-কে হারিয়ে হইচই ফেলে দিয়েছেন) সামনে পড়ে বলেছেন, “আমার ট্রেনিং আর নিজের ফিটনেসের ওপর বিশ্বাস আছে। জায়ান্ট কিলারের বিরুদ্ধেও ওই দু’টোই ভরসা। শুধু চাই আমার বাবা যেন সময় মতো ইংল্যান্ডের ভিসা পেয়ে পরের ম্যাচটা স্টেডিয়ামে বসে দেখতে পান।’’
এর বাইরে অবশ্য শুধুই হারের ছবি। একমাত্র মেয়ে জুডোকা গরিমা-র লড়াই মাত্র ৮১ মিনিট স্থায়ী হয়েছিল। ভারোত্তোলনের ৬৯ কেজি বিভাগে রবি কুমার ষষ্ঠ হয়ে কয়েক দিন আগে তাঁর জ্বরে ভোগাকে দায়ী করেছেন। রোয়িংয়ে স্মরণ সিংহের স্মরণীয় অভিযানও আজ কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেল। সিঙ্গস স্কালস্-এ চতুর্থ হওয়ায়। ডাবল স্কালসে সন্দীপ কুমার-মনজিৎ সিংহ সবার শেষ স্থান পান। গতকালের পরাজিত বক্সার সুমিত সাঙ্গওয়ানের প্রতিবাদপত্রও খারিজ হয়ে যায় অলিম্পিক কমিটির দরবারে।
|
দেশ |
|
|
|
মোট * |
চিন |
১০ |
৬ |
৩ |
১৯ |
যুক্তরাষ্ট্র |
৮ |
৮ |
৫ |
২১ |
ফ্রান্স |
৪ |
২ |
৪ |
১০ |
দক্ষিণ কোরিয়া |
৩ |
২ |
৩ |
৮ |
উত্তর কোরিয়া |
৩ |
০ |
১ |
৪ |
ভারত (৩২ তম) |
০ |
০ |
১ |
১ |
*চতুর্থ দিন রাত দুটো পর্যন্ত |
|