কঠিন সূচি লি-সানিয়ার, দ্বিতীয় রাউন্ডেই ছুটি মহেশদের
লিয়েন্ডার পেজ কি মঙ্গলবার বিকেলে উইম্বলডনে ছিলেন? ১১ নম্বর কোর্টে? কিংবা তাঁর অলিম্পিক পার্টনার বিষ্ণু বর্ধন? নাকি লদ্রা-সঙ্গার বিরুদ্ধে তাঁদের ম্যাচ বাতিল হয়ে যাওয়ার খবর পেয়ে গেমস ভিলেজে চলে গিয়েছিলেন? সেটা হলেই রক্ষে! মহেশ ভূপতিকে অন্তত পুরনো বন্ধুর চোখের সামনে বেইজ্জত হওয়ার বাড়তি লজ্জা থেকে রেহাই মিলেছে! মহেশের দাবি অনুযায়ী ভারতসেরা ডাবলস জুটির যে দ্বিতীয় ম্যাচেই অলিম্পিক থেকে ছুটি হয়ে গেল ঠিক ওই সময়ই! সপ্তম বাছাই মহেশ-বোপান্না প্রি-কোয়ার্টারে অবাছাই ফরাসি জুটি জুলিয়েন বেনেতেউ-রিচার্ড গাস্কের কাছে মাত্র ৭৭ মিনিটে শুধু স্ট্রেট সেটে (৩-৬, ৪-৬) হেরেছেনই না, বিশ্বের পাঁচ নম্বর ডাবলস টিম এমন প্রতিপক্ষের কাছে উড়ে গেলেন, সার্কিটে যাঁদের পরিচিতি মূলত সিঙ্গলস প্লেয়ার হিসেবে। এ দিনই তো ফেডেরারের কাছে হেরেছেন বেনেতেউ।
ব্যর্থ ভূপতি-বোপান্না। ছবি: রয়টার্স
তা হলে লিয়েন্ডারের সঙ্গে অলিম্পিকে খেলব না বলে মহেশ-বোপান্নার এত লম্ফজম্প কীসের? কীসের স্বার্থে সার্কিটে ভারতীয় টেনিসকে হাস্যাস্পদ করে তোলা দুই তিরিশোর্ধ্ব বেঙ্গালুরুয়ানের? কেন অকারণে ভারতীয় টেনিসকে বৃহত্তম সঙ্কটের মধ্যে ফেলা? কোনও পদক তো দূর অস্ত, ‘ভারতসেরা’ জুটি তো পদকের ধারেকাছেও পৌঁছতে ব্যর্থ। প্রথম ম্যাচেও মহেশরা কোনও রকমে জিতেছিলেন, মীমাংসা সূচক তৃতীয় সেটে মির্নি-বুরিকে ৮-৬ হারিয়ে। অজুহাত দিয়ে মহেশের ব্যাখ্যা ছিল, বেশ কয়েক বার তাঁরা জঘন্য ভুল লাইন কলের শিকার হয়েছিলেন। বরং সেটা সামলে যে ম্যাচ জিতেছেন তার জন্যই সমর্থকদের উচিত তাঁদের কৃতিত্ব দেওয়া। এ দিন তিনি কী বলেন শোনার অপেক্ষায় ভারতীয় টেনিসমহল। তবে এখনই ফিসফাস শুরু হয়ে গেছে, লিয়েন্ডারের সঙ্গে ঝগড়ার সিরিয়াল না চালিয়ে নিজেদের খেলার প্রতি আরও ফোকাসড্ থাকলেই বরং উপকার হত মহেশদের। মঙ্গল হত অলিম্পিকে ভারতীয় টেনিসেরও।
গেমস ভিলেজে সানিয়া মির্জার ছবি তুলেছেন উৎপল সরকার।
টেনিসে এখন একমাত্র পদকের সম্ভাবনা ভারতের যে ইভেন্টে, সেই মিক্সড ডাবলসেও কঠিন ‘ড্র’ পেলেন লিয়েন্ডার পেজ-সানিয়া মির্জা। ডাবলসের বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় জুটির সম্মিলীত র্যাঙ্কিং ২৩ হলেও অপ্রত্যাশিত ভাবে তাঁরা বাছাইয়ের মর্যাদা পাননি। ফলে প্রথম ম্যাচ থেকেই কঠিন প্রতিপক্ষ পেতে হচ্ছে। মঙ্গলবার ড্র হল। বুধবার ইভেন্ট শুরু। অবাছাই লিয়েন্ডার-সানিয়া প্রথম রাউন্ডেই মুখোমুখি সার্বিয়ার জিমোনজিচ-ইভানোভিচের। জিতলে পরের ম্যাচেই পড়বেন শীর্ষ বাছাই বেলারুশের মির্নি-আজারেঙ্কার। সেমিফাইনালে লি-সানিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ তৃতীয় বাছাই তথা গত মাসেই উইম্বলডনেই চ্যাম্পিয়ন মার্কিন জুটি মাইক ব্রায়ান-লিজা রেমন্ড। একটাই আশার কথা, ১৯২৪-এর পর এই প্রথম অলিম্পিকে প্রত্যাবর্তন ঘটা মিক্সড ডাবলস মাত্র ১৬ টিমের ইভেন্ট হওয়ায়, লি-সানিয়া দু’টো ম্যাচ জিতলেই পদক-রাউন্ডে আসবেন। এ দিকে অলিম্পিক টেনিস ইতিহাসের দীর্ঘতম সেট (তৃতীয় সেটে ২৫-২৩) খেলে সঙ্গা হারান রাওনিককে।

লন্ডনে ইতিহাস ফেল্পসের, বাটারফ্লাইয়ে রুপো, রিলেতে সোনা
লন্ডন অলিম্পিকে তাঁর সময়টা ভাল যাচ্ছিল না। আজ আবার সেকেন্ডের ভগ্নাংশে সোনা হারালেন বাটারফ্লাইয়ে। কিন্তু তারই মধ্যে অবিস্মরণীয় কীর্তি গড়ে ফেললেন মাইকেল ফেল্পস। আজ ২০০ মিটার বাটারফ্লাইয়ে রুপো এবং ৪×২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জিতে অলিম্পিকে মোট ১৯টি পদক জিতে নিলেন যুক্তরাষ্ট্রের ফেল্পস। এর আগে অলিম্পিকে সর্বাধিক পদক জেতার রেকর্ড ছিল সোভিয়েত জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিনার, ১৮টি। সেই রেকর্ড আজ রিলেতে সোনা জেতার সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন কিংবদন্তি সাঁতারু।
দু’জনেই তিনটি অলিম্পিকে অংশ নেন। এ দিন ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতার খুব কাছে এসে পড়েছিলেন ফেল্পস। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে একটু স্লো হয়ে যাওয়ার জন্য ০.০৫ সেকেন্ড পিছনে থেকে রুপো পেলেন তিনি। একেবারে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চাদ লে ক্লস টপকে যান ফেল্পসকে। তবে রিলেতে খুব সহজেই ফ্রান্স এবং চিনকে পিছনে ফেলে সোনা জেতে যুক্তরাষ্ট্র।
মেয়েদের সাঁতারে একই সঙ্গে যে বিতর্ক এবং সম্ভ্রমের জন্ম দিয়েছে সেই চিনের ষোলো বছর বয়সি সাঁতারু য়ি শিউয়েন এ দিন আবার একটা সোনা জিতল দুশো মিটার মেডলিতে অলিম্পিক রেকর্ড করে, সময় ২.০৭.৫৭।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.