টুকরো খবর |
পুলিশের দ্বারস্থ উপ-পুরপ্রধান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পুরভবনে ঢুকতে না পেরে থানায় অভিযোগ জানালেন হলদিয়ার বাম-পুরবোর্ডের উপ-পুরপ্রধান। সোমবারের পরে মঙ্গলবারও বিক্ষোভের মুখে পড়ে উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিক পুরসভায় ঢুকতে পারেননি। একই ভাবে পুরসভায় ঢুকতে গিয়ে পুর-পারিষদ তাপসী মণ্ডলকেও হেনস্থা হতে হয় বলে অভিযোগ। কিন্তু পুরপ্রধান তমালিকা পণ্ডাশেঠকে পুরসভায় আসতে হবে—এই দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। যদিও তাঁদের কারও হাতেই দলীয় পতাকা ছিল না। তৃণমূল কাউন্সিলর স্বপন নস্করের বক্তব্য, “এইচডিএ’র জমি অবৈধ ভাবে একটি সংস্থাকে বাণিজ্যিক-লিজ দিয়ে ফৌজদারি মামলায় জড়িয়েছেন তমালিকাদেবী। গ্রেফতারের ভয়ে পুরসভাতেও আসছেন না। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা পুরভবনে তালা দিয়ে দেব।” অন্য দিকে উপ-পুরপ্রধান নারায়ণবাবুর অভিযোগ, “ওঁরাই (তৃণমূল) পুরসভা অচল করতে চাইছেন। ওঁদের ১৫০ সমর্থক মঙ্গলবার আমাদের হেনস্থা করেছেন। এটা চলতে পারে না। আমরা এর পর জেলাশাসকের দ্বারস্থ হব।” আপাতত নারায়ণবাবুরা পুলিশি সহযোগিতা চেয়ে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
|
মদনমোহন মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সোমবার রাতে পটাশপুর থানা এলাকার নৈপুর গ্রামের দাস কানুনগো পরিবারের প্রাচীন ঐতিহ্যশালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কেউ ধরা পড়েনি। স্থানীয় সূত্রে খবর, রাজস্থানের সোলাঙ্কি রাজবংশের সেনাপতি কানুনগো পরিবার ১৬৬৫ সালে মদনমোহনের ওই মন্দিরটি নির্মাণ করেন। পরিবারের সদস্য দীপক দাস কানুনগো, অর্ধেন্দু দাস কানুনগোরা পুলিশকে জানিয়েছেন, সোমবার রাতে দেবার্চনার পর পুরোহিত কৃষ্ণগোপাল দাস অধিকারী মন্দিরে তালা লাগিয়ে চলে যান। মঙ্গলবার সকালে দাস কানুনগো পরিবারের সদস্য ও মন্দিরের এক কর্মী দেখেন মন্দিরের ভিতরের দরজা ও গর্ভগৃহের দরজার তালা ভাঙা। পরিবারের দাবি, প্রায় সাড়ে তিন কেজি রূপোর ও দেড়শো গ্রাম সোনার গয়নার পাশাপাশি প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি গিয়েছে নগদ টাকা। পুলিশ ও ওই পরিবারের সদস্যদের ধারণা, এই চুরির পিছনে স্থানীয় কেউ যুক্ত রয়েছে। পরিবারের সদস্যরা জানান, মন্দিরের বিভিন্ন দরজায় প্রতিদিন রাতে যতগুলি তালা লাগানো হয় সোমবার রাতে তত সংখ্যাক তালা লাগানো হয়নি। তা ছাড়া মন্দিরের গোপন জায়গায় কিছু গয়না রাখা ছিল, চোর তার হদিস পেল কী করে সেটাও প্রশ্ন।
|
নন্দীগ্রাম-হলদিয়া খেয়া পারাপার নিয়ে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মোটরসাইকেল তোলার ক্ষেত্রে ন্যায্য পারিশ্রমিক না মেলায় নন্দীগ্রাম-হলদিয়া খেয়া পারাপার বন্ধ করে দিলেন ‘দাঁড়ি-মাঝি’রা। মঙ্গলবার সকালে নন্দীগ্রামের কেন্দামারি ঘাট থেকে প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে এই ভুটভুটি পরিষেবা। সোমবার রাতে হলদিয়া থেকে শেষ নৌকায় মোটরসাইকেল তোলাকে কেন্দ্র করে বচসা বাধে। মাঝিদের অভিযোগ, স্থানীয় বেশকিছু তৃণমূল সমর্থক মোটরসাইকেল তোলার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দিতে অস্বীকার করেন। পরে হলদিয়া টাউনশিপ থানার পুলিশের হস্তক্ষেপে চালু হয় খেয়া চলাচল।.এর পর মঙ্গলবার সকালে কেন্দামারি ঘাট থেকে হলদিয়ায় নৌকা এলে মোটরসাইকেল তোলার জন্য টাকা নেওয়া যাবে না বলে ফের দাবি জানান তৃণমূল-সমর্থকেরা। এই নিয়ে ‘দাঁড়ি-মাঝি’দের সঙ্গে বিবাদ বাধে স্থানীয় তৃণমূল সমর্থকদের। পরে ওই নৌকা কেন্দামারিতে পৌঁছলে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকে খেয়া পরিষেবা। খেয়া-মালিক রবীন্দ্রনাথ দাসের অভিযোগ, “স্থানীয় তৃণমূল নেতা বিদ্যাধর মান্না, বাবুলাল সিংহের লোকেরা আমাদের দাঁড়ি-মাঝিদের মারধরও করেছে।” হলদিয়ার স্থানীয় তৃণমূল নেতা বিদ্যাধর মান্নার অবশ্য দাবি, “আমরা কাউকেই মারধর করিনি। ওরা ১৫-২০ টাকা করে মোটরসাইকেল তোলার জন্য নেয়। যা অনেকের পক্ষেই দেওয়া সম্ভব নয় সেটাই বলা হয়েছিল।”
|
চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ও গয়না-ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে খেজুরি থানার আলিপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোনার দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ওই দোকানের দুই কর্মচারী। তাঁদের সঙ্গের একটি ব্যাগে সোনার গয়না, টাকা ছিল বলে তাঁরা পুলিশকে জানিয়েছেন। পথে কয়েকজন দুষ্কৃতী তাঁদের সাইকেল থামিয়ে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় ও ব্যাগ নিয়ে পালায় বলে ওই কমর্চারীদের দাবি। দোকানের মালিক গুরুপদ কামিল্যার কাছে বিষয়টি জানালে তিনি খেজুরি থানার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরীর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক কিশোরীর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রামনগর থানার পিছাবনিতে দিঘা-কলকাতা সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বছর সতেরোর ওই কিশোরী সব্জি-ভর্তি ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময়ে দিঘা থেকে কলকাতাগামী একটি গাড়ি তাকে ধাক্কা মারে। স্থানীয়রা কাঁথি মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই কিশোরীর। পুলিশ জানিয়েছে, মেয়েটির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
|
কাঁথিতে বর্ষামঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রবীন্দ্রনাথের অনুসরণে বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করল ‘মৈত্রী-বলয় সংস্কৃতি’। সোমবার কাঁথি হাইস্কুলের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ছিলেন কাঁথি হাইস্কুলের প্রধান শিক্ষক অরূপকুমার দাস, বাহিরী পূর্ণিমা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অলকা জানা, প্রবোধ কুমার দাস, ও ‘মৈত্রী বলয়ে’ র তরফে দিলীপ দাস। দ্বিতায় পর্বে ‘মৈত্রী বলয়ে’র কলাকুশলীরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার পক্ষে সোমনাথ দাস।
|
চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তল্লাশি চালিয়ে ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ ও আবগারি দফতর। মঙ্গলবার সকালে আবগারি দফতরের জেলা সুপারিন্টেন্ট তন্ময় বিশ্বাসের নেতৃত্বে দাসপুর থানার রাধাকান্তপুর, খুকুড়দা, গৌড়া-সহ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। আবগারি দফতর জানিয়েছে জেলার বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই এমন তল্লাশি অভিযান চলে। চোলাই মদ ছাড়াও ৩৭৪০ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটকও করেছে পুলিশ।
|
রেলে কাটা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রেলে কাটা পড়ে মৃত্যু হল এক যুবতীর। মঙ্গলবার সকালে হলদিয়া মহকুমার সতীশ সামন্ত ও মহিষাদল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মিতালি দাস (১৮) নামে ওই যুবতীর। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মহিষাদল এলাকার বাসিন্দা মিতালি এ দিন রেললাইন পেরিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সে সময় হলদিয়ার দিক থেকে আসা একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়।
|
নন্দীগ্রাম-কাণ্ডে জামিন |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের মামলায় এ বার হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেন আর এক জেলবন্দি সিপিএম নেতা অজিত বর। ২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে ভূমি-রক্ষা কমিটির কয়েক জনকে সিপিএমের লোকজন অপহরণ ও খুন করে বলে অভিযোগ। |
|