|
|
|
|
বন্ধ হতে পারে পালস
পোলিওর কেন্দ্রীয় বরাদ্দ |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে কেন্দ্রের দেওয়া টাকার বিপুল অংশই খরচ করতে পারেনি রাজ্য স্বাস্থ্য দফতর। কেন টাকা খরচ করা গেল না, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যাও কেন্দ্রের কাছে পাঠাতে পারেননি স্বাস্থ্যকর্তারা। আর এরই জেরে এই খাতে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি এমনই যে, সেপ্টেম্বরে বিভিন্ন রাজ্যে পোলিওর যে কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেও পশ্চিমবঙ্গের অংশগ্রহণ এই মুহূর্তে অনিশ্চিত। |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শিশুদের মারণ রোগ থেকে বাঁচাতে কেন্দ্র কোটি-কোটি টাকা দিয়েছে, অথচ স্বাস্থ্য দফতর সে টাকার সদ্ব্যবহার না-করে ফেলে রেখেছে ব্যাঙ্কে। এ দিকে টিকা থেকে বঞ্চিত হয়ে চূড়ান্ত স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে বড় হচ্ছে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের গরিব শিশুরা। শিশুদের ডিপথেরিয়া, হেপাটাইটিস-বি, হুপিং কাশি, হাম, যক্ষ্মা, টিটেনাসের মতো একাধিক প্রাণঘাতী রোগ থেকে বাঁচাতে রুটিন টিকাকরণের জন্য ওই টাকা পাঠিয়েছিল কেন্দ্র। এ ছাড়া কয়েক লক্ষ টাকা অগ্রিম হিসাবেও বিভিন্ন ব্লকে পাঠানো হয়েছিল। |
কেন্দ্রের টাকা ব্যাঙ্কেই পড়ে,
টিকাকরণে চরম গাফিলতি |
|
চিকিৎসা গাফিলতির নালিশ শুনলেনই না ধূমপানে ‘ব্যস্ত’ সুপার |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|