লর্ডসে আর একটা ইতিহাস হল না। বক্সিং রিংয়ে আগুন জ্বলল না। অঘটন শ্যুটিংয়েও। লন্ডন অলিম্পিকের প্রথম দিনটা মেঘাচ্ছন্নই থাকল ভারতের জন্য। কিন্তু সেই মেঘ চিরে রুপোলি রেখা হয়ে থাকলেন ব্যাডমিন্টনের পি কাশ্যপের পাশাপাশি শিলিগুড়ির তরুণ সৌম্যজিৎ ঘোষ।
ভারতীয় সময় রাত দশটা নাগাদ বঙ্গসন্তান সৌমজিৎ অলিম্পিক অভিষেকেই ব্রাজিলের গুস্তাভো সুবোই-কে তীব্র লড়াইয়ে ১১-৯, ১৪-১২, ৭-১১, ১২-১০, ৫-১১, ১২-১০ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। শিলিগুড়ির আর এক বাঙালি টিটি প্লেয়ার অঙ্কিতা দাসের প্রথম রাউন্ডে হারের দুঃখ ভুলিয়ে দিলেন ১৯ বছরের সৌম্যজিৎ। এ দিন তাঁর পরিণত খেলার মধ্যে অল্প বয়স এবং এত বড় মঞ্চের অভিজ্ঞতা না থাকার কোনও চিহ্নমাত্র ছিল না। অন্য দিকে, ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে কাশ্যপ প্রথম ম্যাচে ২১-১৪, ২১-১২ হারিয়েছেন বেলজিয়ামের ট্যানকে। |
“ঈশ্বর আজ আমার সঙ্গে ছিলেন না,” টেবল টেনিসের প্রথম রাউন্ডে বিদায় নিয়ে আক্ষেপ করেছেন অঙ্কিতা দাস। ৯-১১, ৮-১১, ৭-১১ পয়েন্টে স্পেনের সারা রামিরেজের কাছে হেরে। শুধু টেবল টেনিসের বোর্ডে নয়, লর্ডস থেকে উইম্বলডন কোথাও অলিম্পিক দেবতার কৃপা দৃষ্টি পায়নি ভারত। গত কাল তিরন্দাজির প্রাথমিক রাউন্ডে সবার শেষে শেষ করার পর এ দিন কিন্তু দারুণ ভাবে ফিরে এসেছিল ভারতের তিরন্দাজি দল। জাপানের সঙ্গে প্রি কোয়ার্টারে শেষ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়রা। তিন পয়েন্টের তফাত, ওই অবস্থায় শেষ রাউন্ডে টাই করে জাপান। টাইব্রেকেও উত্তেজনা ছিল। জাপানের তিনটে তিরে পয়েন্ট আসে ১০-১০-৯। সেখানে রাহুল-তরুণদীপ-জয়ন্ত তোলেন ৯-৯-৯। “খুব হতাশ লাগছে। আমরা তিন পয়েন্টে এগিয়েছিলাম। আমরা সবাই ভাল মেরেছিলাম, কিন্তু কয়েক বার আট পয়েন্ট পাওয়াটা আমাদের ডুবিয়ে দিয়ে গেল,” আক্ষেপ করছিলেন রাহুল। ছেলেরা হতাশ করার পর আগামিকাল নামছেন দীপিকারা।
লর্ডসের পর উইম্বলডনেও হতাশা তাড়া করল ভারতকে। রুশ্মি চক্রবর্তীকে নিয়ে মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা ১-৬, ৬-৩, ১-৬ হেরে গেলেন চিনা তাইপেই জুটির কাছে। |
তিরন্দাজি ছাড়া আরও এক সম্ভাব্য পদকজয়ী নেমেছিলেন। শিবা থাপা। কিন্তু বক্সিং রিংয়ে শিবার ছোবল দেখা গেল না। বরং শুরুর থেকেই প্রতিপক্ষের কাছে মার খেয়ে গুটিয়ে রইলেন। ৯-১৪ পয়েন্টে হারলেন মেক্সিকোর ফিয়েরোর কাছে। প্রথম রাউন্ডেই শিবার পতন যেমন কেউ আশা করেননি, তেমনই ভাবা যায়নি ব্যাডমিন্টনে মিক্সড ডাবলস জুটি জ্বালা গাট্টা-ভি দিজুর প্রথম ম্যাচেই স্ট্রেট সেটে পরাজয় ইন্দোনেশীয় জুটির কাছে।
|